লিনাক্সে উইন্ডোজ সফটওয়্যার রান করার উপায়

টিউন বিভাগ লিনাক্স
প্রকাশিত
জোসস করেছেন

লিনাক্সে উইন্ডোজ সফটওয়্যার রান করার উপায়।

আমরা অনেক সময় তাড়াহুড়া করে লিনাক্স ব্যবহার করা শুরু করি। কিন্তু আমরা প্রতিনিয়ত উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত হয়ে যাই। যার ফলে আমরা আবার লিনাক্স থেকে উইন্ডোজ ফিরে আসি। কিন্তু আমরা অনেকেই জানি না লিনাক্স এর অনেক সফটওয়্যার উইন্ডোজ এ রান করা যায়।

উইন্ডোজ সফটওয়্যার লিনাক্সে রান করার জন্য আরেকটি সফটওয়্যার প্রয়োজন হয়। এটি হচ্ছে ওয়াইন।

ওয়াইন কি?
ওয়াইন হচ্ছে একটি সামঞ্জস্যতা স্তর। এটি একটু ভিন্নভাবে বুঝার চেষ্টা করি। উবুন্টু এর স্তর উবুন্টু সফটওয়্যার রান করতে পারি কিন্তু উইন্ডোজ সফটওয়্যার লিনাক্স এর লেয়ার এ রান করার জন্য অপারেটিং সিস্টেম এর সাথে সংযুক্ত হতে পারে না। এইজন্য আমরা লিনাক্স আর উইন্ডোজ এর মাঝে ওয়াইনকে প্রবেশ করইয়ে দেই। অটিকে আমরা বার্গার এর মত করে ভাবতে পারি। বার্গার এর একটি রুটি লিনাক্স অন্য রুটি উইন্ডোজ আর দুই রুটির মাঝখানের মশলা আমাদের ওয়াইন।

উদাহরণ হিসাবে নোটপ্যাড+ উইন্ডোজ সফটওয়্যার কে ধাপে ধাপে রান করি।

ধাপঃ ১ ইন্সটল ওয়াইন।

উবুন্টু সফটওয়্যার এ স্বাভাবিক ভাবে ওয়াইন পেয়ে যাবেন।

পঃ ২ নোটপ্যাডে+ কে টার্মিনাল এ ওপেন করি এবং ls কমান্ড দিলে যদি installer.exe ফাইল না আসে তাহলে ls এর পরে cd desktop

তারপর আবার ls কমান্ড দেই এবার .exe ফাইলটিকে কপি করে wine কমান্ড এ পেস্ট করি

। এই কমান্ড মানে আমরা ওয়াইন কে বলছি নোটপ্যাড+ কে করতে।

ধাপঃ ৩ এবার ওয়াইন নিজেই আপনাকে নোটপ্যাড+ ইন্সটল করার জন্য বলবে। আপনি স্বাভাবিক ভাবে ok click করলে আপনার সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে।

এই লিঙ্ক এ ক্লিক করে দেখে নিতে পারেন ওয়াইন কোন কোন সফটওয়্যার রান করতে পারে।

লিঙ্কঃ https://appdb.winehq.org/

 

Level 2

আমি মোঃশামীম হোসাইন। , dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস