PlayOnLinux – লিনাক্সে নিমিষেই চালান উইন্ডোজের সফটওয়্যার গুলো

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধুরা, আশা করি ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আপনাদের সামনে একটি মজাদার টিউন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা হয়তো টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলব। আজকে কথা বলবো আপনি কিভাবে উবুন্টুতে যেকোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন। আপনারা যারা উবুন্টু ব্যবহার করেন তারা জানেন অনেক সফটওয়্যার রয়েছে যা উইন্ডোস এ ব্যবহার করা গেলেও উবুন্টুতে ব্যবহার করা যায় না। এডোবি এর সফটওয়্যার গুলো আমাদের অনেক দরকারি কিন্তু তা উবুন্টুতে ব্যবহার করা যায় না। আরো অনেক সফটওয়্যার রয়েছেন যা আমাদের প্রতিদিন প্রয়োজন কিন্তু ব্যবহার করতে পারতেছিনা। যারা এই সমস্যায় আছেন তাদের জন্যই আমার আজকের টিউন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এই কাজের জন্য আমাদের একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। কিভাবে সফটওয়্যার টি ডাউনলোড করবেন তা নিচে আলোচনা করা হলো।

কিভাবে সফটওয়্যার টি ডাউনলোড করবেন?

আমাদের যে সফটওয়্যার টির প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে PlayOnLinux। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। তারপর নিচের মতো একটি পেজ ওপেন হবে।

আপনি যদি উবুন্টু ব্যবহার করে থাকেন তাহলে ubuntu অপশনে ক্লিক করুন। তারপর আপনি যদি সরাসরি ফাইল ডাউনলোড করতে চান তাহলে PlayOnLinux_4.3.4.deb এই লেখান উপর ক্লিক করুন। তাহলে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হবে। আর যদি টার্মিনাল এর মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে দেখবেন নিচে কিভাবে টার্মিনালের মাধ্যমে ডাউনলোড করবেন তার সকল কমান্ড দেয়া আছে। সেগুলো ব্যবহার করে সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যার এর মতো ইনস্টল করে নিন। তারপর সফটওয়্যারটি ওপেন করুন।

উপরের মতো একটি পেজ ওপেন হবে। যেকোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য উপরে থাকা install বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মতো একটি পেজ ওপেন হবে।

এই পেজের উপরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেয়া আছে। এগুলোর উপরে ক্লিক করলে সেই ক্যাটাগরি অনুযায়ি সফটওয়্যার গুলো লিস্ট আকারে দেখাবে। সেখান থেকে চাইলে যেকোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আবার চাইলে এই পেজে থাকা সার্চ বক্সে সার্চ করে সফটওয়্যার খুঁজে নিতে পারবেন। যেভাবে ইচ্ছা সেভাবে আপনার প্রয়োজনের সফটওয়্যারটি খুঁজে নিন। তারপর নিচে দেখানো কাজ গুলো করুন।

আপনি যে সফটওয়্যার ইনস্টল করতে চান তার উপরে ক্লিক করলে উপরের মতো একটি পেজে ওপেন হবে। তারপর নিচে থাকা next বাটনে ক্লিক করুন। তারপর আরেকটি পেজে ওপেন হবে।

এখানে আসার পরে আবার next বাটনে ক্লিক করুন। এভাবে যতবার next আসবে ততবার next বাটনে ক্লিক করবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো তা হলো কিছু কিছু সফটওয়্যার রয়েছে যা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আবার কিছু সফটওয়্যার রয়েছে যা আপনার নিজেকে ডাউনলোড করতে হবে। তারপর তা ইনস্টল করার জন্য দেখিয়ে দিতে হবে।

যদি কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় উপরের মতো আসে তাহলে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তার জন্য গুগল এ গিয়ে সার্চ দিয়ে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তারপর browse বাটনে ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন। তাহলে দেখবেন অটোমেটিক সফটওয়্যার টি ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল হয়ে গেলে playOnLinux সফটওয়্যারটির মাধ্যমে ইনস্টল করা সফটওয়্যারটি রান করতে পারবেন।

এভাবে সহজই যে সফটওয়্যার গুলো উবুন্টুতে সাপোর্ট করে না তা ব্যবহার করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের শিরোনাম টিউনের সাথে প্রাসঙ্গিক, আকর্ষণীয়, ইউনিক, ইউজার এনগেজিং ও Catchy হয়নি।

করণীয়:

টিউনের বর্তমান শিরোনামটি পরিবর্তন করে টিউনের শিরোনাম হিসেবে নিচে উল্লেখিত শিরোনামটি সেট করুন:

‘PlayOnLinux – লিনাক্সে নিমিষেই চালান উইন্ডোজের সফটওয়্যার গুলো’

টেকটিউনস টিউনার হিসেবে গতানুগতিক টিউনের শিরোনাম বা টাইটেল দেওয়া যায় না। টিউনের শিরোনাম অবশ্যই আকর্ষণীয়, ইউনিক ও Catchy টিউনের শিরোনাম বা টাইটেল তৈরি করতে হয়।

আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।