আসসালামু আলাইকুম ভাই ও আপুরা
পরীক্ষার মাঝে আজ একটু অবসর.....আপনাদের সাথে শেয়ার করার কিছু শেয়ার করার জন্য। পরের পর্বে দিব কিভাবে সিডি ছাড়া যে কোন আই.এস.ও ইমেজ দিয়ে ইউএসবি মেমোরি ডিভাইস(মেমরী কার্ড ও পেনড্রাইভ) দিয়ে ওপারেটিং সিস্টেম ইন্সটল করবেন।
প্রথমত, পোষ্টটা লিনাক্স এ নতুনদের জন্য
তা এখন যেভাবে কাজ শুরু করবেন তা হলঃ
১. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন
২. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন
যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ
ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে
ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) এ scim setup এর জন্য আইকন আসে 🙂
এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ।
অভ্র টীমকে ধন্যবাদ.......
সময় থাকলে একটা গান শুনেনঃ
আমি nipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।
আর গান টা ও শুনছি