উবুন্টু ও লিনাক্স মিন্টে বাংলাসহ যে কোন ভাষা লিখুন ( মিন্ট ১০ জুলিয়া)

আসসালামু আলাইকুম ভাই ও আপুরা

পরীক্ষার মাঝে আজ একটু অবসর.....আপনাদের সাথে শেয়ার করার কিছু শেয়ার করার জন্য। পরের পর্বে দিব কিভাবে সিডি ছাড়া যে কোন আই.এস.ও ইমেজ দিয়ে ইউএসবি মেমোরি ডিভাইস(মেমরী কার্ড ও পেনড্রাইভ) দিয়ে ওপারেটিং সিস্টেম ইন্সটল করবেন।

প্রথমত, পোষ্টটা লিনাক্স এ নতুনদের জন্য

তা এখন যেভাবে কাজ শুরু করবেন তা হলঃ

. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন

        • scim-avro
        • scim-m17n

. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন

যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ

                • মেনু থেকে টার্মিনাল ওপেন করেন
                • টাইপ করেনঃ im-switch -c (স্পেস টা খেয়াল করবেন)
                • তারপর এণ্টার..... ৫ নম্বর অপশনে use scim via xim (scim) সিলেক্ট করেন (scim bridge না কিন্তু)
                • সেভ করে বের হয়ে পিসি রিস্টার্ট করেন

ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে

ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) scim setup এর জন্য আইকন আসে 🙂

এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ।

অভ্র টীমকে ধন্যবাদ.......

সময় থাকলে একটা গান শুনেনঃ

Level 2

আমি nipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

আর গান টা ও শুনছি

    Level 2

    স্বাগতম 🙂

আমি scim ছাড়াই বাংলা লিখছি। IBUS ব্যবহার করছি, আর কীবোর্ড হল প্রভাত।

    Level 2

    আমি প্রভাতে লিখতে পারিনা…..তাই অভ্র ফোনেটিকই ভরসা

মিন্টে প্রথম যখন ঢুকলাম তখন এই সমস্যায় পড়েছিলাম।যেহেতু, উইন্ডোজে অভ্র দিয়ে লিখতে অভ্যস্থ ছিলাম তাই এটা ছাড়া অন্যগুলো ভাল লাগেনা।পরে প্রজন্ম ফোরামের মডারেটর অয়ন ভাইয়ের সহযোগিতায় ইন্সটল করতে পেরেছিলাম।এই কমেন্ট মিন্ট থেকে অভ্র দিয়ে করছি।তবে কিছুটা কষ্ট হচ্ছে এই অভ্রতে উইন্ডোজের ভার্সনের মতো স্পেল চেকার , অটোডিকশনারী নাই। 🙁

    Level 2

    চিন্তা করবেন না………।হয়তো সাম্নের ভার্শনেই পাবেন…। উইন্ডোজে যোগ করল কয়েক মাস হল মাত্র

    Level 2

    🙂

Level 0

আমি অভ্র ফনেটিক।

শামীম ভাই, আপনি কি করে use করেন details ১টা পোস্ট করেন না। যাতে আমাদের জন্য সুবিধা হয়।

আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি। তবে ইংলিশ থেকে বাংলা ভাল কোনো সফটওয়্যার পাচ্ছি না। যদি জানা থাকে তাহলে হেল্প করুন ভাইয়া।

    Level 2

    আচ্ছা আমি খুঁজব…. 🙂

    Level 2

    @মহসিন: silicon dictionary

      @nipu: আমি লিনাক্সের (উবুন্তু/মিন্ট) কথা বলছি।

আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি। তবে ইংলিশ থেকে বাংলা ভাল কোনো ডিকশনারী পাচ্ছি না। যদি জানা থাকে তাহলে হেল্প করুন ভাইয়া।

    @মহসিন: silicon dictionary এর লিনাক্স ভার্সান আছে বলে আমার জানা নাই।