লিনাক্সে মাইক্রোসফ্ট অফিস কীভাবে ইনস্টল করবেন

টিউন বিভাগ লিনাক্স
প্রকাশিত
জোসস করেছেন

মাইক্রোসফট অফিস ২০১০ লিনাক্সে ইনষ্টল করার জন্য সর্বপ্রথম সেটআপ ফাইল ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড লিন্ক -

https://drive.google.com/file/d/1cAtgLXmlgCa3tfjSpQMCJIVkEsnuq83M/view

https://mega.nz/file/e54FiaJb#xq6dmhhZs5bD4uqytnFq_NEqi5G1P4JxBray_Fp12Oo

আপনার ইন্টারনেট কানেকশন যেন চালু থাকে

পরবর্তী পদক্ষেপ লিনাক্সে Playonlinix এপ্লিকেশন ইনষ্টল করে নিতে হবে। এটি ইনস্টল করতে, টার্মিনাল খুলুন কিবোর্ড থেকে Ctrl+Alt+t চাপুন এবং নিম্নলিখিত কমান্ডটি টাইপ করুন:

টার্মিনালে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ করুন  কিবোর্ড  থেকে  থেকে এন্টার বাটন প্রেস করুন
sudo apt update
 
এরপর টাইপ করুন এই কমান্ড >
sudo apt install playonlinux


ইনষ্টল অপশন ২ -

বিকল্পভাবে, আপনি শুধুমাত্র কয়েকটি মাউস ক্লিক দ্বারা উবুন্টু সহ অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন এ প্লেঅনলিনাক্স ইনস্টল করতে সফটওয়্যার ম্যানেজার ব্যবহার করতে পারেন:

পরবর্তী পদক্ষেপ উইনবাইন্ড ইনষ্টল করা >

নিচের কোডটি টার্মিনালে কপি পেষ্ট করে এন্টার বাটন প্রেস করুন অথবা টাইপ করে এন্টার বাটন প্রেস করুন

টার্মিনালে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ করুন  কিবোর্ড  থেকে  থেকে এন্টার বাটন প্রেস করুন

sudo
apt-get install -y winbind

নিচের কোডটি টার্মিনালে দুইটি কপি পেষ্ট করে এন্টার বাটন প্রেস করুন অথবা টাইপ করে এন্টার বাটন প্রেস করুন

sudo apt-get install crul

sudo apt-get install p7zip-full

ইনষ্টল হয়ে গেলে টার্মিনাল ক্লোজ করুন

প্লেঅনলিনাক্স অপেন করুন

মেনুতে গিয়ে টাইপ টু সার্চ বক্সে লিখুন Playonlinux

ক্লিক PlayOnLinux

PlayOnLinux অপেন হলে ক্লিক ইনষ্টল

 

প্লেঅনলিনাক্স ইনষ্টল মেনু আসলে অফিস টেব এ ক্লিক করুন

স্ক্রল করে নিচের দিকে আসুন সিলেক্ট Microsoft Office 2010 
তারপর সেখান থেকে ইনষ্টল বাটনে ক্লিক করুন



PlayOnLinux Wizard পপআপ উইন্ডো আসলে নেক্সট ক্লিক করুন

ক্লিক নেক্সট

ক্লিক নেক্সট

ক্লিক use a setup file in my computer

ক্লিক নেক্সট

ক্লিক ব্রাউজ

যেখানে Office 2010 ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে setup.exe ফাইলটি ক্লিক করে অপেন করুন

setup.exe ফাইলটি সিলেক্ট করার পর নেক্সট বাটন ক্লিক করুন

টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটন চাপুন

ইনষ্টল নাউ বাটনে ক্লিক করুন

ইনষ্টল প্রোগ্রেস হতে থাকবে

ক্লোজ অফিস >

ফন্ট সিলেক্ট করার জন্য নেক্সট চাপুন

নেক্সট চাপুন >

 

ফন্ট ডাউনলোডিং

ফন্ট এবং ডটনেট ডাউনলোড হওয়ার পর সাকসেসফুলি বার্তা আসবে ক্লিক নেক্সট

সিলেক্ট Word 2010 তারপর Run বাটনে ক্লিক করুন

ডেস্কটপে শর্টকাট তৈরি হবে সেখান থেকে ডাবল ক্লিক করেও অপেন করতে পারবেন। অথবা মেনুবারে অফিস থেকেও অফিস ২০১০ সিলেক্ট করে নিতে পারবেন।

লিনাক্সে আমি নতুন বলতে পারেন হাতেখড়ি। চেষ্টা করছি লিনাক্সে অভ্যস্ত হওয়ার। তাই অফিস ২০১০ ইনষ্টল করে দেখা। যারা প্রফেশনাল এই ব্যাপারে আশা করি কিছু ভুলভ্রান্তি হলে  সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর থেকে Libre office ঢের ভালো আছে। মাইক্রোসফট অফিস বেজায় জঘন্য প্রোগ্রাম। আর তুলনায় লাইব্রিঅফিস অনেক ইউজার ফ্রেন্ডলি।