কীভাবে লিনাক্সে LibreOffice 7 ইনস্টল করবেন
শিক্ষানবিসদের জন্য নট ফর প্রফেশনাল
(আমি নিজেও শিক্ষানবিস, যদি কোনো তথ্য বাদ পড়ে তাহলে প্রফেশনালদের সাহায্য টিউনটি আরো বেশী নতুনদের লিনাক্স ব্যবহারে উৎসাহ জাগাবে। আশা করি টিউমেন্ট করে জানাবেন। )
এটি লিনাক্সে কীভাবে LibreOffice 7 দ্রুততম উপায় ইনস্টল করা যায় তার একটি টিউটোরিয়াল। আরো অনেক উপায় লিনাক্সে LibreOffice 7 ইনস্টল করা যায়।
উবুন্টু বেস লিনাক্স ভেরিয়েন্টস যেমন ধরুন উবুন্টু, মিনট এবং আরও যেসব ডিস্ট্রো আছে। সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
আমি এখানে Zorin OS 15.3 এ ইনস্টল করে দেখাচ্ছি। কথা না বলে আসুন কাজে নেমে পড়ি।
প্রথমেই যে কাজটি করতে হবে, সেটি হলো আগের ভার্সনটি আন-ইন্সটল করে ফেলুন।
ওপেন টার্মিনাল। শর্টকাট কি কিবোর্ডে ctrl+Alt+t
টার্মিনালে কোডটি > sudo apt-get remove libreoffice-core কপি করে পেষ্ট করুন।
তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। টার্মিনালে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ করুন ,
কিছুক্ষণ পর কন্টিনিউ করবেন নাকি করবেন না এই রকম একটা লেখা দেখবেন টার্মিনালে, কিবোর্ড থেকে y প্রেস করুন, তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন।
টার্মিনালে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন। sudo apt-get remove –purge libreoffice-core
তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। কিছুক্ষণ পর কন্টিনিউ করবেন নাকি করবেন না এই রকম একটা লেখা দেখবেন টার্মিনালে, কিবোর্ড থেকে y প্রেস করুন, তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন।
Libreoffice 7 ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিবো। https://www.libreoffice.org/donate/dl/deb-x86_64/7.0.1/en-US/LibreOffice_7.0.1_Linux_x86-64_deb.tar.gz
ডাউনলোড করে নেওয়ার পর, যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যান। deb.tar.gz ফোল্ডারটি উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন চাপুন, পপআপ উইন্ডো আসলে, স্ক্রল করে Extract Here এ ক্লিক করুন।
Extract করা ফোল্ডারটি ওপেন করুন, নেক্সট ওপেন, নেক্সট DEBS ফোল্ডার টি ওপেন করুন। Debs ফোল্ডার ওপেন করার পর, মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে যে পপআপ উইন্ডো আসলে, Open in Terminal এ ক্লিক করুন।
টার্মিনাল ওপেন হওয়ার পর নিচের এই কোডটি কপি করে টার্মিনালে পেষ্ট করুন। টার্মিনালে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ করুন sudo dpkg-i *.deb Libreoffice 7 ইনষ্টল হওয়ার জন্য কাজ চলতে শুরু করবে, অপেক্ষা করুন। ইনষ্টল হয়ে গেলে টার্মিনাল ক্লোজ করুন। মেনু > অফিস > Libreoffice 7
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।