সাধারণতঃ উবুন্টু তে সিস্টেম এডমিনিস্ট্রেটর কে ও সিস্টেম এর সর্বোচ্চ ক্ষমতা দেয়া থাকেনা। যার ফলে অনেক টাস্ক পারফর্ম করার জন্যে আমাদের কে "রুট" ইউজার হিসেবে এক্সেস করতে হয়। আসুন, উবুন্টু এর রুট ফাইল সিস্টেম কে আমাদের ডেক্সটপে সুন্দর ভাবে সাজাই।
পদ্ধতি একঃ
সরাসরি ডেক্সটপে চলে যান, ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক করুন। তারপর “Create Launcher...” এ ক্লিক করুন। অতপরঃ “Type” ড্রপডাউন মেনু হতে “Application” নির্বাচন করুন। Name দিনঃ File Browser (Root)। Command এর স্থলে gksudo nautilus লিখুন। Comment এ লিখুনঃ Browse The File System। Comment এ কিছু না লিখলে ও ক্ষতি নেই। এরপর OK প্রেস করুন। তারপর আপনার ডেক্সটপে একটি File Browser (Root) নামে শর্টকাট আইকন রেডি হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার কাজের সুবিধার্থে Launcher টিকে যেকোন একটি প্যানেল এ ঝুলিয়ে দিতে পারবেন।
পদ্ধতি দুইঃ
টার্মিনালে (Application>Accessories>Terminal) চলে যান। এরপর নিচের কমান্ডটি কপি করে পেস্ট (Shift+Ctrl+V) করুন টার্মিনালেঃ
gksudo gedit /usr/share/applications/Nautilus-root.desktop
এন্টার চাপুন। পাসওয়ার্ড দিন। তারপর জিএডিট এ নিচের লেখাটি পেস্ট করে Ctrl+S প্রেস করে বের হয়ে আসুনঃ
[Desktop Entry]
Name=File Browser (Root)
Comment=Browse the File System with the file manager
Exec=gksudo nautilus
Icon=file-manager
Terminal=false
Type=Application
Categories=Application;System;
লগ আউট করে পুনরায় লগিন করুন। খেল ক্ষতম। Applications>System Tools এ গিয়ে দেখুন। File Browser (Root) নামে একটি মেনু যোগ হয়েছে।
আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক বৃত্তান্তহীন জীবনের মালিক।
ভাল হয়েছে ।