মোবাইল হতে লিনাক্সে EDGE/GPRS ব্যবহার করার সহজ উপায়

মোবাইল হতে লিনাক্সের যেকোন অপারেটিং সিস্টেমে EDGE/GPRS ব্যবহার করা বেশ কষ্টকর। নিচের ধাপ অনুসারে
অগ্রসর হলে খুব সহজেই EDGE/GPRS এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যাবে।

tux___linux_arcade_logo_by_swizzler121png.jpeg

  • 1. Taskbar হতে Application এ ক্লিক করুন এবং ইন্টারনেট মেনু হতে "kppp " তে ক্লিক করুন।
  • 2. তারপর ”setup” বাটনে ক্লিক করুন।
  • 3. এবার ইচছা মত “connection name” টাইপ করুন এবং এর সাথে User এবং Password দিন।
  • 4.এখন “add” বাটনে ক্লিক করুন এবং *99***1# নম্বরটি টাইপ করুন।
  • 5. Authentication অপশনে “PAP” হিসেবে Select করুন।
  • 6. এবার “IP” ট্যাবে ক্লিক করুন এবং “dynamic IP address” এ টিক চিহ্ন দিন।
  • 7. তারপর “gateway” ট্যাবে ক্লিক করুন এবং “Default gateway” তে টিক চিহ্ন দিন।
  • 8. এখন “OK” করুন।
  • 9. এবার “modem” টার্মিনালে গিয়ে “setup” বাটনে ক্লিক করুন।
  • 10. মডেমের জন্য একটি নাম টাইপ করুন।
  • 11. Select modem অংশে /dev/ttyACM0 নির্বাচন করুন এবং ok করুন।
  • 12. login name এবং password এর দরকার নাই।
  • 13. এবার KPPP dialer টি ডায়াল করার জন্য তৈরি।
  • 14. এবার “connect” বাটনে ক্লিক করুন।
  • 15. এখন এটি ডায়াল হবে এবং কানেকশন Status দেখাবে। কিন্তু এখনি আপনি Browse করতে পারবেননা।
  • এবার "nameserver" কনফিগার করতে হবে। এজন্যে filesystem/etc/resolv.conf ফাইলটি খুলুন এবং নিচের লাইন দুটি লিখুন।
    nameserver : 202.56.4.120
    nameserver : 202.56.4.121 (এই Nameserver টি Grameen Phone এর জন্য)
  • 16. তারপর save করে বেরিয়ে যান।
  • 17. এবার ইন্টারনেট ব্রাউজ করুন।

Level 0

আমি রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই িট েকান ভারসন এর জন্য বা েকান িলনাস্ক এর জন্য তা ত…

আমি fedora 9 ও Redhat Enterpise 5 এ ব্যবহার করেছি। Kppp Dialer আছে এরকম সব Linux Version এ ব্যবহার করা যাবে।

    উবুন্টুতে কিন্তু kppp তাকে না । kppp কেডিই এর সফটওয়্যার , কুবুন্টু কেডিই তে চললেও সেখানেও ডিফাল্ট ভাবে দেয়া থাকে না ।

    উবুন্টুতে তাদের নেটওয়ার্ক ম্যানেজার দেয়া থাকে । আগে wvdial দেয়া থাকত , এখন তা ও থাকে না । নেওয়ার্ক ম্যানেজার দিয়েই মেক্সিমাম মোডেম কনফিগার হয়ে যায় ।

এবার “মোবাইল হতে উবুন্টুতে EDGE/GPRS ব্যবহার করার সহজ উপায়”- বলুন।

    আপনার মোবাইল কোন কোম্পানীর ? কোন মোডেল ? মেক্সিমাম মোবাইল সরাসরি কনফিগার হয়ে যায় ।

    মোবাইল পিসি মোডে লাগিয়ে একটু অপেক্ষা করুন । আপনাকে বলবে একটা মোবাইল ডিভাইস পাওয়া গেছে – দেশ , অপারেটর সিলেক্ট করুন । কানেক্ট হয়ে যাবে ।
    যদি অটো উইন্ডো না আসে তবে নেটওয়ার্কের আইকনে ক্লিক করে New Device এ ক্লিক করে কনফিগার করে নিন ।

    প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে