উইন্ডোজ তো অনেক চালাইলেন এবার লিনাক্স সম্পর্কে জেনে নিন

লিনাক্স কি?

লিনাক্স আর অপারেটিং সিস্টেম গুলোর মতোই তবে এর বিশেষত্ব হচ্ছে এটা পুরো ফ্রী। আপনি চাইলে নিজেই এক্তা লিনাক্স এর দিস্ট্র বানিয়ে ফেলতে পারেন। লিনাক্স মুলত কোনো অপারেটিং সিস্টেম নয় এটা মুলত একটা কারনেল। যেটাকে ব্যবহার করে একটি সম্পূর্ণ  ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলা যায়।

অন্যান্য অপারেটিং সিস্টেম এর সাথে লিনাক্স এর পার্থক্য কি?

অন্যান্য অপারেটিং সিস্টেম বলতে আমরা মুলত উইন্ডোজ অ মাক ওএস কে বুঝাই। আমরা সাধারনত উইন্ডোজ ব্যবহার করে থাকি। কারন উইন্ডোজ যেমন ইউজার ফ্রেন্ডলি তেমনি ব্যবহার ও সহজ। তবে যারা মাক চালান তারা সাধারণত মাক ওএস ই চালান।তারপরেও কেউ কেউ হয়ত উইন্ডোজ ও চালিয়ে থাকেন। অন্যান্য অপারেটিং সিস্টেম এর সাথে লিনাক্স এর সাথে মুল পার্থক্য হোল লিনাক্স ফ্রীওয়্যার আর অন্য অপারেটিং সিস্টেম কিনতে হয়।তবে ম্যাক কিনলে তের সাথে ম্যাক ওএস দেয়া থাকে আরো কিছু পার্থক্য আছে যেমন লিনাক্স এর সোর্স কোড উন্মুক্ত তাই যে কেউ পরিবর্তন করতে পারে অন্য দিকে উইন্ডোজ এর সোর্স কোড উন্মুক্ত নয়।

কেন লিনাক্স ব্যবহার করবেন?

এই প্রশ্নের উত্তর আপনার কাছেই। যদি আপনি অপারেটিং সিস্টেম কিনে ব্যবহার করেতে চান বা পাইরেটেড ব্যবহার করতে চ্চান আপ্নের উপরে। আর যেখানে লিনাক্স সম্পূর্ণ ফ্রী সেখান কিনে অপারেটিং সিস্টেম চালানোর কি দরকার?

লিনাক্স সম্পর্কে আরো জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস