★লিনাক্স ফ্রম স্ক্র্যাচ কি?
লিনাক্স ফ্রম স্ক্র্যাচ (LFS) হল একটি প্রকল্প, যা সোর্স থেকে সম্পূর্ণরূপে আপনার নিজস্ব কাস্টমাইজড লিনাক্স সিস্টেম নির্মাণের জন্য ধাপে ধাপে নির্দেশাবলীর সঙ্গে আপনাকে উপলব্ধ করবে।
★কেন আপনি একটি LFS সিস্টেম চাইবেন?
অনেকে আশ্চর্য কেন তারা গোড়া থেকে লিনাক্স সিস্টেম নির্মাণের মধ্য দিয়ে যাবে যেখানে তারা শুধু একটি নির্মিত লিনাক্স ডিস্ট্রিবিউশন ডাউনলোড করতে পারে.যেমনঃ উবুন্টু,লিনাক্সমিন্ট,ডেবিয়ান,ফেডোরা। যাইহোক, LFS গড়ার বেশ কিছু সুবিধা আছে. নিম্নোক্ত বিবেচনা কর:
★LFS মানুষকে শেখায় কিভাবে একটি লিনাক্স সিস্টেম অভ্যন্তরীণভাবে কাজ করেঃ
LFS তৈরী আপনাকে লিনাক্সের মৌলিক বিষয়গুলো দেখাবে। কিভাবে কিছু একত্রিত হয়ে একসঙ্গে কাজ করে এবং একে অপরের উপর নির্ভর করে নির্মিত হয় এই সম্পর্কে আপনাকে শিক্ষা দিবে।
LFS তৈরী একটি খুব জটিল প্রক্রিয়া কিন্তুু এটি অত্যন্ত নমনীয়। LFS তৈরী একটি সমাপ্ত বাড়ির সঙ্গে তুলনা করা যেতে পারে। LFS আপনাকে একটা বাড়ির কাঠামো দিবে, কিন্তু এটা কারেন্ট, রান্নাঘর, স্নান, বেডরুম ইত্যাদি আপনাকে দিবে না। আপনার নিজেকে এগুলা প্রয়োজনমত করে নেওয়ার পরিবেশ দিবে। আপনি যেমন চান তেমন করতে পারেন।
★ LFS দিয়ে লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরী
LFS তৈরীর মাধ্যমে আপনি একটি ফ্রেশ লিনাক্স কোর পেয়ে যাবেন। মানে একটি টেক্সট বেজড লিনাক্স সিস্টেম। এরপর BLFS প্রজেক্টের মাধ্যমে আপনি আরও সফটওয়্যার যেমন জর্গ(xorg) আর ডেস্কটপ এনভায়র্নমেন্ট(KDE,Xfce,Gnome,Cinnamon) কম্পাইলের মাধ্যমে আপনি গ্রাফিক্যাল ভিউ পেয়ে যাবেন। এভাবে ধীরে ধীরে আপনি একটি ভালমানের লিনাক্স ডিস্ট্রিবিউশন বানাতে পারবেন। যেমনঃ Slax Linux, Tinycore Linux ইত্যাদি। আর LFS,BLFS পারলে আপনি সহযে যেকোন বিদ্যমান লিনাক্স ডিস্ট্রিবিউশন থেকে কাস্টোমাইজ লিনাক্স ওএস বানাতে পারবেন।
অনেক কথা বলে ফেললাম, এটা আমার প্রথম টিউন টেকটিউনে তাই কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। তবে মুল কথা হল LFS অনেক জটিল আর শ্রমসাধ্য ব্যাপার। আমি নিজে ২ বছর সময় পার করছি এই LFS তৈরী নিয়ে। আমি LFS 7.9 থেকে শুরু করি। কিছুদিন আগে LFS 7.10 রিলিজ হয়। আমি সেটা কয়েকদিনের মধ্যেই শেষ করি। যাই হোক আমার এপ্রিল থেকে ইন্টার পরীক্ষা। সবাই দোয়া করবেন। আর আমার তৈরী LFS সিস্টেমের লাইভ সিডি অর্থাৎ ISO ফাইল সোর্সফোর্গে আছে। ডাউনলোড করতে ভিজিট করুনঃ
http://lfs-livecd.sourceforge.io
আমি রিজওয়ান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।