বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা অনেকেই লিনাক্স বেবহার করি। আবের অনেকে ব্যবহার করবেন বলে ভাবছেন। লিনাক্স ডিস্ট্র গুলোর মধ্যে কালি লিনাক্স একটি স্বনামধন্য ডিস্ট্র। যারা হ্যাকিং জানেন বা শিখছেন তাদের জন্য এই লিনাক্স একটি অন্নতম মাদ্ধম।কালি লিনাক্স আমরা ইন্সটল দিয়ে ব্যবহার করতে পারি অথবা সরাসরি লাইভ সিডি ভা পেনড্রাইভ থেকেও ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের অবশ্যই এক্টি বুটএবল ডিভিডি বা পেনড্রাইভ দরকার। আজকের টিউন এ আমি সেটাই দেখবো। এর জন্য আমাদের দরকার হবে কালি লিনাক্স আইএসও এবং পাওয়ার আইএসও সফটওয়্যার।
কালি লিনাক্স আইএসও ডাউনলোড লিঙ্ক ঃ Download
এই লিঙ্ক থেকে কালি লিনাক্স আইএসও ডাউনলোড করতে পারবেন।আপনার পিসি যদি ৩২ বিট হয়ে থাকে তাহলে ৩২ বিট ভার্সন নামাবেন। আর ৬৪ বিট হলে ৬৪ বিট ভার্সন নামাবেন।
পাওয়ার আইএসও ডাউনলোড লিঙ্কঃ Download
লিঙ্কটিতে গেলে দেখতে পারবেন একটি ৩২ বিট ভার্সন অন্নটি ৬৪ বিট ভার্সন। আপনার পিসি যদি ৩২ বিট হয়ে থাকে তাহলে ৩২ বিট ভার্সন নামাবেন। আর ৬৪ বিট হলে ৬৪ বিট ভার্সন নামাবেন।
এবং কিভাবে কি করবেন তা নিচে দেয়া হোলঃ
ভিডিও লিঙ্কঃ এখানে
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
ফেসবুকএ আমি ঃ Ashraf Akon
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।