লিনাক্স সিস্টেমে সবছেয়ে বেশি ব্যবহিত বুটলোডার গুলির মধ্যে একটি হচ্ছে গ্রাব।
বুটলোডার মেনুঃপিসি অন করার সময় যে উইন্ডো থেকে অপারেটিং সিস্টেম চালু করবেন যা দ্ধারা নির্বাচন করা হয় তাই বুটলোডার মেনু।সাধারনত এটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা থাকে।আপনি এটিতে যদি সন্তুষ্ট থাকেন তাহলে টিউটরিয়ালটি না পড়লেও হবে।কিন্তু বুটলোডার মেনুটি আপনি যদি এডিট করে আপনার পছন্দ অনুযায়ী তৈরি করতে চান তাহলে আশা করি এই লেখাটি আপনার উপকারে আসবে।
১. ছবি ডিজাইন করাঃএটি যে কোন ছবি এডিট করার সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা যায়।তবে ছবি নির্বাচনের সময় দুটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
১.ছবির সাইজ ৬৪০ ৪৮০ হয়।২.অতিরিক্ত রং বিহীন ছবি।কেননা,Grub মাত্র ১৪-বিট রং সমর্থন করে।কারন ছবিটি যখন Grub এর উপযোগী ফরম্যাটে পরিবর্তন করা হবে তখন অনেক কিছু ঠিক মত দেখা যাবেনা।http://www.gnome-look.org ওয়েব সাইটটিতে এ ধরনের বিভিন্ন ছবি পাবেন।আপনি ওখান থেকেও বেছে নিতে পারেন।ছবিটি এডিট করা হলে যে কোন(jpg,png) একটি ফরম্যাটে সেভ করুন।
২.এর উপযোগী করে ছবিটি তৈরি করাঃছবিটি প্রথমে GIMP (Applications >> Graphics >> GIMP Image Editor) নামের ছবিটি এডিট করার সফটওয়্যারটিতে ওপেন করতে হবে।এবং এভাবে ফরম্যাট পরির্বতন করতে হয়। Image >> Mode >> Indexed.
এখন একটি উইন্ডো হবে সেখান থেকে Generate optimum palette লেখাটি নির্বাচন করুন এবং Maximum number of cocor এ-14 লিখুন।উইন্ডোজের নিচের অংশে Color dithering None নির্বাচন করুন।ছবিটি এবার কনভার্ট করুন।
এখন.xpm ফরম্যাটে File>>Save as থেকে ছবিটি সেভ করুন।
৩.কিভাবে ছবিটি সংকুচিত করবেন???
মাউসের রাইট বাটন ছবিটির উপর রাখুন এবং Create Archive নির্বাচন করুন।
এবার একটি উইন্ডো ওপেন হবে সেখান থেকে Archive এর ধরন .gz নির্বাচন করুন।ছবিটি সংকুচিৎ হওয়ার পর ফাইলটির নাম হবে <image_name>.xpm.gz এখানে <image_name> হবে ছবিটির নাম।
দুই ভাবে বুটলোডারে ছবি সেট করা যায়।আপনি ইচ্ছা অনুযায়ী যে কোন একটি ব্যবহার করতে পারবেন।১.একটি সফটওয়্যার ইনস্টল করে ছবিটি সেট করা যাবে।২.এই পদ্ধতিতে আরও বেশী সহজ, নিদিষ্ট একটি ফোল্ডারে ছবিটি রাখতে হবে এবং ফাইলে লিখতে হবে ছবিটি কোথায় রাখা হয়েছে। বিস্তারিত
আমি বাবুই পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।