আমার দেখা সবচেয়ে ছোট কার্নেল এর Open Source Project (Google summer of code) Kolibri OS, যেটা GUI (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস) সাপোর্ট করে। পেন্টিয়াম+৮ মেগাবাইট র্যাম হলেই রান করবে এটি। আর মাত্র ১.৪৪ মেগাবাইট এর ISO ফাইল আর ১০ সেকেন্ডেই পিসি হয়ে যায়। আমার পিসি ২/৩ সেকেন্ড লাগে অন হতে :D। সম্পুর্ন চালু অবস্থা Windows 10 প্রায় ২০ গিগাবাইট জায়গা নেয় সেখানে KolibriOS মাত্র ৩ মেগাবাইট জায়গা নেয়। ডাউনলোড করার সময় অবশ্যই সকল ফাইল (১৮.৮০ মেগাবাইট) ডাউনলোড করে নিবেন। প্রায় ৩০ টা পিচ্চি পিচ্চি গেইমস পাবেন। আর ছোটখাটো বেশ কিছু সফটওয়ার বিল্টইন করা আছে, ওয়ার্ড, এক্সেল পিডিএফ রিডার, ইমেজ ভিউয়ার, ফায়ারফক্স সহ আরো বেশ কিছু সফটওয়্যার। আপনি হয়ত KolibriOS দিয়ে তেমন কিছুই করতে পারবেন না তবে ভালো রকমের লিনাক্স/ইউনিক্স এক্সপেরিয়েন্স করতে পারেন।
ইন্সটলেশন করার প্রক্রিয়া-
পেন ড্রাইভ/মেমোরী কার্ডে ইন্সটল করতে হলেঃ-
১-latest-distr.7z নামের ফাইল টা আনজিপ করে নিন।
২- পিসিতে পেন ড্রাইভ লাগান।
৩-kolibri.img (1.44 MB)+HD_Load\mtldr এ গিয়ে mtldr (8kb) ফাইল টাকে পেন ড্রাইভে কপি করে নিন (অন্যকোন ফোল্ডারের ভেতর রাখবেন না)। অথবা latest-distr.7z ফাইল পুরোটাই সরাসরি পেন ড্রাইভে আন জিপ করে দিন।
৪-এবার HD_Load\USB_Boot এ গিয়ে inst.exe চালু করুন।
৫-এবার ছোট বক্সের ভেতর আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটার দেখতে পাবেন। ওটার ওপরে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যাবে।
৬-এখন আপনার পিসিতে ফাষ্ট বুট ইউ.এস.বি/ফ্লাশ ড্রাইভ সেট করে পিসি চালু করুন।
আশাকরি ৩/৪ সেকেন্ডের মধ্যেই KolibriOS এর ডেক্সটপ দেখতে পাবেন।
পেন ড্রাইভ থেকে বুট করলে হার্ড ডিস্ক এর ফাইল গুলো পাবেন না। আপনাকে প্রথমে HDD এর ফাইল গুলো দেখার জন্য HDD Mount করে নিতে হবে। এখানে অথবা ফোরাম থেকে ইউনিক্স/লিনাক্সের বেসিক কোড গুলো শিখে নিতে পারেন।
হার্ডডিক্সে ডুয়াল বুট করে ইন্সটল করা আরো সহজঃ-
১-mtldr আর kolibri.img টু C:\ ড্রাইভ।(অন্যকোন ফোল্ডারের ভেতর রাখবেন না, অথবা latest-distr.7z ফাইল পুরোটাই সরাসরি পেন ড্রাইভে আন জিপ করে দিন।)
২-সি ড্রাইভ থেকে boot.ini ফাইলটা ওপেন করে নিচের কমান্ডটা এড করে নিন।
c:\mtldr="KolibriOS"
অথবা- Control Panel > System > Advanced > Startup and Recovery > Edit এখান থেকে এড করে নিন।
৩-এখন পিসি ওপেন হবার সময় আপনাকে OS choose করতে দিবে।
ডাউনলোড করুন এখানে থেকে KolibriOS
আর কেউ যদি আরো একটু ভালোভাবে পোর্টেবল লিনাক্সের স্বাদ নিতে চান তাহলে Slax (২১৬ মেগাবাইট) Slax English (US) ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যদি ডুয়াল বুট করে নিয়ে ফিক্সড ইন্সটল করতে চান তাহলে উবুন্টু-ই ভালো হবে। যেটা সাধারন সফটওয়ারের মত ইন্সটল করা যায়। এখান থেকে Ubuntu Download করে নিতে পারেন।
সেরা ১০ টি পোর্টেবল অপারেটিং সিস্টেম দেখতে চাইলে এখানে একবার ঢুঁ মেরে আসতে পারেন।
ভালো থাকুন- আল্লাহ হাফেজ।
আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিভাবে করবো কিছু ইস্কিন ফটো দিলে ভালো হতো।