সাধারণত অডিও সিডি থেকে হার্ডডিস্কে সরাসরি কপি করে সেটা শোনা যায় না। আমাদেরকে কোনো রিপার দিয়ে mp3 কিংবা অন্য কোনো ফরমেটে রিপ করতে হয়। লিনাক্সে sound juicer, Asunder CD Ripper, k3b ইত্যাদি দিয়ে গ্রাফিক্যালি রিপ করা যায়। কিন্তু আপনার পিসিতে রিপার ইন্সটল করা না থাকে বা তাৎক্ষণিক নেট কানেকশন না থাকে এগুলো ইন্সটল করার জন্য? আসুন একটু অন্যভাবে সিডি রিপ করি। যাদের কমান্ডলাইন দেখে জ্বর আসে না এই টিউন তাদের জন্য। 😀
এর জন্য আমাদের lame(mp3 করার জন্য) এবং flac(flac ফরমেট করার জন্য) ইন্সটল করা থাকতে হবে।
যেভাবে করবেনঃ
১ সিডি-রমে সিডি ঢুকিয়ে সেখান থেকে wav ফাইলগুলো অন্য কোনো ফোল্ডারে কপি করুন।
২ মনে করি সেই ফোল্ডারটি ডেস্কটপে আছে। ফোল্ডারটির নাম myrip।
৩ এবার টার্মিনালে cd কমান্ডের মাধ্যমে সেই ফোল্ডারে যান। এক্ষেত্রে হবেঃ
cd Desktop/myrip/
এবার নিচের কমান্ডটি রান করুন----
mp3 করতেঃ
for f in *.wav; do lame -b 160 -q 0 "$f" "${f%.wav}.mp3"; done
এখানে ১৬০ এর পরিবর্তে ৯৬, ১১২, ১২৮, ১৯২, ২৫৬, ৩২০ দিতে পারেন।
flac করতেঃ
for f in *.wav; do flac --best "$f" "${f%.wav}.flac"; done
হয়ে গেল গ্রাফিক্যাল রিপার ছাড়া সিডি রিপ করা। রিপ করার পর সেই ফোল্ডারের wav ফাইলগুলো মুছে ফেলুন।
বিঃ দ্রঃ কাজ করার সময় সিডি-রমে অবশ্যই সিডি থাকতে হবে।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ