লিনাক্স হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যার রয়েছে অনেক গুলো ডিস্ট্রিবিউশন,অনেকগুলো ফ্লেভার যা ব্যবহারকারী কে স্বাধীনতা দেয় তার পছন্দ ও প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্দিষ্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন বেছে নেয়ার স্বাধীনতা। অর্থাৎ আপনি যদি মাল্টিমিডিয়া ব্যাবহারকারী হন বা অডিও ভিডিও এডিটিং এর কাজ করেন তবে আপনি সেসকল এ্যাপলিকেশন বা সুবিধা সম্বলিত লিনাক্স ডিস্ট্রিবিউশন খুঁজে পাবেন তাছাড়াও অফিস বা কর্পোরেট ইউজার,লোকনফিগারেশন পিসির জন্য, ক্লাউড কম্পিউটিং এর জন্য মাল্টিমিডিয়া স্টুডিওর জন্য রয়েছে আলাদা আলাদা লিনাক্স ডিস্ট্রিবিউশন। এর মধ্যে কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে যার মধ্যে উবুন্টু সম্পর্কে তো আপনারা প্রায় সবাই জানেন তবেন উবন্টু ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে যেসকল লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে যথাক্রমে ওপেনসুসি,ফিডোরা,ডেবিয়ান,ম্যানড্রিভা, পিসিলিনাক্সওএস অন্যতম। আমার এর আগের বেশিরভাগ পোষ্টে আমি উবুন্টু নিয়েই বেশী লিখেছি এতে কেউকেউ আমার কাছে অভিযোগ এবং ইচ্ছা প্রকাশ করেছেন আমি যেন অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন নিয়েও লিখি তাই ভাবলাম ওপেনসুসি ১১.১ দিয়েই শুরু করি। উবুন্টুর পর এটি আমার দ্বিতীয় পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশন।
সুসি লিনাক্স ওপেনসোর্স হলেও শুরুর দিকে এটি ফ্রি ছিলনা। এর এন্টারপ্রাইজ সার্ভার এডিশন কিনতে পাওয়া যেত যার টার্গেট ছিল এন্টারপ্রাইজ এবং কর্পোরেট ইউজার। তবে Novell Inc ২০০৩ সালের নভেম্বরে সুসি কে কিনে নেবার পর সুসির কমার্শিয়াল বা এন্টারপ্রাইজ ভার্সনের পাশাপাশি এর ফ্রি ভার্সন (SUSE Linux 10.0) রিলিজ করে যা ওপেনসোর্স কমিউনিটি ও ভলান্টিয়ার দ্বারা পরিচালিত এবং ডেভলপমেন্টের কাজ করা হয়। পরে এর নাম পরিবর্তন করে openSUSE 10.2 রিলিজ করা হয়। আসলে ফ্রি (openSUSE) ও এন্টারপ্রাইজ ভার্সনের মধ্যে খুব বেশী তফাৎ নেই। এন্টারপ্রাইজ এডিশন কিনলে আপনাকে সাপোর্ট এবং সার্ভিস প্রদান করা হবে আর ফ্রি ভার্সনে আপনি কমিউনিটি ও ভলান্টিয়ার দের কাছ থেকে সহায়তা পাবেন। তাই বলাযায় এটি হোমইউজারের পাশাপাশি অফিস ইউজারদের উপযোগী একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। ওপেনসুসির যে বিষয়টি আমাকে আকর্ষন করে তা হল এর অসংখ্য প্রয়োজনীয় এ্যাপলিকেশনের কালেকশন এবং প্রতিটি নতুন ভার্সনে ডজনখানেকের বেশী উল্যেখযোগ্য ফিচার। তবে নোভেল এর যে বিষয়টি ভালোলাগেনি তা হল নোভেল মাইক্রোসফটের সাথে চুক্তি করেছে । এই চুক্তি স্বাক্ষরের ফলে নোভেল তার প্রোডাক্টে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং মাইক্রোসফটও তাই করতে পারবে। আমি এ বিষয় নিয়ে আগে লিখেছিলাম এখানে দেখুন। তবে আমার মতে মাইক্রোসফট ভরসা করার মত কোম্পানী নয় । কেন সেটি আমার ওই লেখা থেকেই বুঝতে পারবেন তবে যাহোক ফলাফল যেটাই হোক সেটা নোভেলই ভোগ করবে।
যাক অনেক হল ইতিহাস এবার মূল বিষয়ে ফিরে আসি। আজকে যেটি সম্পর্কে আপনাদের জানাবো তা হল ওপেনসুসি এর সাম্প্রতিক প্রকাশিত সংস্করণ ওপেনসুসি ১১.১ সম্পর্কে যেটি ১৮ই ডিসেম্বর, ২০০৮ এ রিলিজ হয়েছে।
তবে আসুন দেখি ওপেনসুসির ফিচার ও আপডেট গুলিঃ
ওপেনসুসি ১১.১ এর ডিভিডি ইনস্টলার কে নতুন করে সাজানো হয়েছে এবং আরো আকর্ষনীয় করে তোলা হয়েছে। এছাড়াও ওপেনসুসি ১১.১ এর লাইভসিডিও পাওয়া যায় । Gnome এবং KDE ডেক্সটপ এর উপর ভিত্তিকরে দুটি আলাদা লাইভসিডি পাবেন অর্থাৎ আপনি ইনস্টল না করেও ওপেনসুসি ১১.১ পরখ করে দেখতে পারবেন লাইভ সিডির মাধ্যমে এবং উবুন্টুতে যেভাবে আপনি লাইভসিডির মাধ্যমে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সেভাবেই আপনি ওপেনসুসি ১১.১ ও ইনস্টল করতে পারবেন। এছাড়াও পার্টিশনিং এর ক্ষেত্রে ওপেন সুসি ১১.১ এ নতুন পার্টিশনিং মডিউল যুক্ত করা হয়েছে যা হার্ডডিস্ক পার্টিশনিং এর ক্ষেত্রে অভিজ্ঞ ইউজার দের জন্য সহায়ক হবে। তবে লাইভ সিডি থেকে আমি ডিভিডি ভার্সন থেকে সুসি ইনস্টল করার পক্ষে কারন এতে আপনি সকল ফিচার সহ যাবতীয় সব এ্যাপলিকেশন পাচ্ছেন আরআপনি পাচ্ছেন নির্দিষ্ট কিছু এ্যাপলিকেশন ইনস্টলেশনের জন্য সিলেক্ট করার ক্ষমতা।
ডেক্সটপ এনভায়রনমেন্টের মধ্যে আপনি পাচ্ছেনঃ
OpenOffice.org 3.0 এবং KOffice 1.6.3 – OpenOffice হচ্ছে একটি ওপেনসোর্স ক্রস-প্লাটফর্ম অফিস এ্যাপলিকেশন এবং মাইক্রোসফট অফিসের এক শক্ত প্রতিদ্বন্দী। ৩.০ হচ্ছে ওপেনঅফিস এর একটি বহুল প্রত্যাশিত ভার্সন। কারন এতে রয়েছে নানান গুরুত্বপূর্ন ইমপ্রূভমেন্ট যে ভার্সন টি আমরা উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ এ আশা করেছিলাম। নোভেলের কাস্টোমাইজড এই ওপেনঅফিস সুইটে রয়েছে উন্নত Microsoft Excel interoperability, ৩ডি স্লাইড ট্রানজিশন এছাড়াও ODF(Open Document Format) 1.2 এর জন্য সাপোর্ট, OOXML এর জন্য ইমপোর্ট ফিল্টার,Gstreamer (মাল্টিমিডিয়া এমবেডিং) Mono(.NET এর বিকল্প) এর জন্য সাপোর্ট সহ আরো নানাকিছু।
এছাড়াও রয়েছে কেডিই ডেক্সটপের জন্য আরেকটি অফিস এ্যাপলিকেশন সুইট KOffice যেটি ওপেনঅফিসের মতই একটি অফিস এ্যাপ্লিকেশন সুইট তবে এটি ক্রসপ্লাটফর্ম নয় । দুটোতেই রয়েছে ডকুমেন্ট লেখালেখি,স্প্রেডশিট,প্রেজেন্টেশন তৈরীর জন্য এ্যাপলিকেশন।
এছাড়াও রয়েছে SELinux , SUSE Firewall ও উন্নত YaST security module ।
এছাড়াও অন্যান্য আপডেটের মধ্যে রয়েছে · Linux kernel 2.6.27.7, X.Org 7.4, PulseAudio 0.9.12 ও অন্যান্য সফটওয়্যার সমূহের আপডেটেড ভার্সন।
তাহলে বুঝতে পারছেন তো কেন ওপেনসুসি লিনাক্স ডিস্ট্রিবিউশনটি আমার এত প্রিয় 🙂
Processor: Intel—Pentium 1-4 or Xeon; AMD—Duron, Athlon, Athlon XP, Athlon MP, Athlon 64, Sempron or Opteron
ওপেনসুসি ডাউনলোড করতে ভিজিট করুন http://software.opensuse.org/
সৌজন্যেঃ মুক্ত.অর্গ
http://mukto.org/content/view/111/41/
ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
http://software.opensuse.org/ এখান থেকে জিনোম বা কেডিই ডেকস্টপ সহ আলাদা আলাদা লাইভ সিডি ডাউনলোড করতে পারবেন বা ডিভিডিও ডাউনলোড করতে পারেন
ভাইয়া, ওপেনসুসি ব্যবহার করতে চাই, কিন্তু সিডি পাচ্ছিনা। কোথায় পাব??? আপনি কোথায় থাকেন??? প্লিজ একটু যোগাযোগ করবেন… [email protected]
আমার কাছে ডিভিডি ভার্সন নেই তবে গনোম ডেক্সটপ লাইভ সিডি ভার্সন টি আছে এটা নিতে পারেন
ভাই, ওপেন সুসি-র সিডি কোথায় পাব???