উবুন্টু : আমার অভিজ্ঞতা

কিছুদিন আগে এই প্রথম উবুন্টু সেটাপ দিলাম সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে তুলে ধরব আজ.

প্রথমে বাসায় এসে দেখি shipit খেকে উবুন্টুর সিডি এসেছে আর স্হির থাকতে পারলাম না ভাবলাম আজ রাতেই উবুন্টু সেটাপ করব.রাতে darkland ভাই এর টিউনটি ভাল করে দেখলাম ভাবলাম এত সহজ উবুন্টু সেটাপ .প্রথমে I J নামে দুটি আলাদা পার্টিশন তৈরী করে নিলাম কিন্তু সেটাপ দিতে গিয়ে এক দূর্ঘটনা ঘটে গেল .সেটা এখন খুলে বলছি আমার জানামতে I এবং j ড্রাইভগুলো হবে sd10 এবং sd11 আমি e এবং f ড্রাইভ হতে জায়গা নিয়ে দুটি পার্টিশন তৈরী করেছিলাম তারপর আমি যখন উবুন্টু সেটাপ দিতে গেলাম তখন sd10 এবং sd11 কে পাটিশন করে ফেললাম আর এতেই ঘটে গেল দূর্গটনা .

কেন জানি আমার I নাম্বার পার্টিশনটি sd7 আর h নাম্বার পার্টিশনটি sd10 হিসেবে প্রদর্শন করল আর আমিও H পার্টিশনটি format করে উবুন্টু সেটাপ করে ফেললাম.উবুন্টু সেটাপ করার পর আমি যখন xp তে গেলাম তখন দেখলাম আমার h নাম্বার পার্টিশনটি নেই তখন ত আমার অবস্তা খারাপ কারন H পার্টিশনটি ছিল আমার ব্যাক্তিগত ফাইল নিয়ে তৈরী পার্টিশন .মাথা তখন খুবই গরম হয়ে গেল.কি করব বুঝতে পারলাম না.রাত তখন একটা. কি করব সব ছেড়ে ঘুমোতে গেলাম সকাল সকাল উঠেই অনেকগুলো ডাটা আর পার্টিশন রিকভারী সফটওয়্যার নিয়ে বসলাম কিন্তু হায় ৫/৬ ঘন্টা কাজ করেও কিছুই উদ্ধার করতে পারলাম না .অবশেষে সবকিছু ঠান্ডা মাথায় মেনে নিলাম .তারপর সবকিছু ঠিক ঠাক করে আবার ঠিকমত উবুন্টু সেটাপ করলাম.

উবুন্টু খুবই ভাল আর সহজ অপারেটিঙ সিস্টেম এর সেটাপও xp থেকে অনেক অনেক সহজ.উবুন্টু কে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তাই ডুয়েল বুটে চালাচ্ছি .আমার কাছে উবুন্টু অনেক সহজ লেগেছে .আর আমার অভিজ্গতা হতে কেউ ভয় পাবেন না আমার এই দূর্ঘটনা ঘটার পেছনে কারণ হল আমি সেটাপ করার সময় পার্টিশন এর সাইজ এর প্রতি খেয়াল করে পার্টিশন করলে এই ঘটনা ঘটতনা কারন উবুন্টুর জন্য যে দুটি পার্টিশন ব্যবহার করা হয় তার সাইজ ৫ জিবি আর ৩ জিবি.তাই সাইজ দেখে পার্টিশন সহজেই বুঝা যায়.

তাই আমি সকলকে পরামর্শ দেব উবুন্টু সেটাপ পানির মত সহজ ভয় পাবেননা.আর উবুন্টুর পার্টিশন করার সময় সাইজ দেখে পার্টিশন করবেন .তাহলে ঝামেলা হবেনা.

সকলকে ধন্যবাদ আর হ্যা সেটাপ দেয়ার আগে এই টিউনটি অবশ্যই একবার দেখে নেবেন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টুর কোন ভারসন পানির মত সহজ জানাবেন আমার ও ইচ্ছে করছে সেটআাপ দিতে ।

ভাই উবুন্টু 8.10 সেটাপ একেবারে সহজ নিচের টিউনটি দেথুন
https://www.techtunes.io/open-source/tune-id/2370/

Level 0

ওহ এজন্য সবার প্রতি অনুরোধ পার্টিশনিং এর ধাপটা সবাই সাবধানে ও মনযোগসহকারে করবেন

মামুন ভাই আমিও উবুন্ডুর সিডি রিকুয়েস্ট করেছিলাম। কিন্তু আজও তা আসেনি। আপনারটা কত দিন পর এল? প্লিজ জানাবেন।

মামুন ভাই আপনি দাঁড়ির বদলে ফুল স্টপ কেন ব্যবহার করেন?

আমার সিডি 3 সপ্তাহ পর এসেছে

ভাই আমি ও আপনার মত সমস্যা পরে ছিলাম,এখন ঠিক হয়েছে।:)

Level 0

amar ubuntu 18 din lagche ashte