আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো Linux এর উপকারিতা ও অপকারিতা !
Linux is a Unix-like and mostly POSIX-compliant computer operating system (OS) assembled under the model of free and open-source software development and distribution. ! এটা হচ্ছে হ্যাকারদের সবচেয়ে পছন্দের operating system ! Operating System সম্পর্কে আপনাদের আগেই বলেছি ! OS বা Operating System কি ?? দেখে নিতে পারেন !
এর অনেক উপকারিতা আর অপকারিতা আছে ! তাই এটা নিয়ে আমার ছোট্ট একটা টিউন 🙂
উপকারিতা :
*প্রায় সব অ্যাপস Open Source, মানে এপ্স এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত !
*কমান্ড দিয়ে সব কাজ করা সম্ভব !
*বেশিরভারগ Linux লাইভ বা ইন্সটল না করে সরাসরি চালানো যায় !
*Slow/Low Configuration PC তে ফাস্ট চলে !
*হ্যাকিং এর কাজে বহুল ব্যবহার করা যায় !
*আলাদা Driver ইন্সটল করার দরকার হয় না ! (বেশিরভাগ ক্ষেত্রে)
*ভাইরাস এর আক্রমন নেই বললেই চলে !
*নতুন ভার্সন ইন্সটল করার দরকার পরে না ! আপডেট করলেই হয় !
*Windows এর তুলনায় হাজারগুন নিরাপদ !
*ইচ্ছামতো মডিফাই করা যায় !
*Sudo Power নিয়ে বা রুট (root) পাওয়ার নিয়ে কাজ করা যায় !
*Wine সফটওয়্যার দিয়ে অনেক উইন্ডোজ এর সফটওয়্যার চালানো যায় !
অপকারিতা :
*কাজ ইকটু জটিল ! তাই বুঝার জন্য মাথা খাটাতে হয় অনেক !
*ইন্সটল দিতে গিয়ে হার্ড ডিস্ক ফরমেট করে ফেলেন অনেকে !
*Third Party Useful Apps মানে Photoshop আরো ভালো কিছু সফটওয়্যার সরাসরি কাজ করে না !
*কমান্ড দিয়ে অনেক কাজ করতে হয় তাই অনেকে না বুঝে ঝামেলায় পরে যান !
আরো অনেক আছে কিন্তু এগুলাই মূলত সমস্যা হয় !
আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran !! সবাইকে ধন্যবাদ !
Do Not Copy ! Copying Don't Make You Writer ! 😉
কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
থ্যাংকস ওনেক ভাল হয়েছে