Linux এর উপকারিতা ও অপকারিতা ! আপনিও জেনে নিন আর দেখে নিন আপনার পছন্দ হয় কি না ??

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো Linux এর উপকারিতা ও অপকারিতা !

Linux  is a Unix-like and mostly POSIX-compliant computer operating system (OS) assembled under the model of free and open-source software development and distribution. ! এটা হচ্ছে  হ্যাকারদের সবচেয়ে পছন্দের operating system ! Operating System সম্পর্কে আপনাদের আগেই বলেছি ! OS বা Operating System কি ?? দেখে নিতে পারেন !

এর অনেক উপকারিতা আর অপকারিতা আছে ! তাই এটা নিয়ে আমার ছোট্ট একটা টিউন 🙂

উপকারিতা :

*প্রায় সব অ্যাপস Open Source, মানে এপ্স এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত !

*কমান্ড দিয়ে সব কাজ করা সম্ভব !

*বেশিরভারগ Linux লাইভ বা ইন্সটল না করে সরাসরি চালানো যায় !

*Slow/Low Configuration PC তে ফাস্ট চলে !

*হ্যাকিং এর কাজে বহুল ব্যবহার করা যায় !

*আলাদা Driver ইন্সটল করার দরকার হয় না ! (বেশিরভাগ ক্ষেত্রে)

*ভাইরাস এর আক্রমন নেই বললেই চলে !

*নতুন ভার্সন ইন্সটল করার দরকার পরে না ! আপডেট করলেই হয় !

*Windows এর তুলনায় হাজারগুন নিরাপদ !

*ইচ্ছামতো মডিফাই করা যায় !

*Sudo Power নিয়ে বা রুট (root) পাওয়ার নিয়ে কাজ করা যায় !

*Wine সফটওয়্যার দিয়ে অনেক উইন্ডোজ এর সফটওয়্যার চালানো যায় !

অপকারিতা :

*কাজ ইকটু জটিল ! তাই বুঝার জন্য মাথা খাটাতে হয় অনেক !

*ইন্সটল দিতে গিয়ে হার্ড ডিস্ক ফরমেট করে ফেলেন অনেকে !

*Third Party Useful Apps মানে Photoshop আরো ভালো কিছু সফটওয়্যার সরাসরি কাজ করে না  !

*কমান্ড দিয়ে অনেক কাজ করতে হয় তাই অনেকে না বুঝে ঝামেলায় পরে যান !

আরো অনেক আছে কিন্তু এগুলাই মূলত সমস্যা হয় !

 

আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂

আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran  !! সবাইকে ধন্যবাদ !

Do Not Copy ! Copying Don't Make You Writer !  😉 

কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !

Level 0

আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস ওনেক ভাল হয়েছে

আমি উবুন্টু ইন্সটল দিতে গিয়ে ৫০০ জিবি ফরম্যাট দিছিলাম 😛

আমি রেড হ্যাট ইন্সটল দিতে গিয়ে হার্ডডিস্ক ফরম্যাট দিয়ে দিয়েছিলাম! এখন কালি লিনাক্স ব্যবহার করি

Level 2

দারুণ হইসে

Modem diye kivabe net chalai linux e janaben.

unlike or report option টা কোথায় আছে বলতে পারেন… উপক্রিত হতাম… 🙂

তো ফটোশপের বিকল্প কিছু কি??

Linux এবং Windows একসাথে ইউজ করা যাবে ?

Level 0

লিনাক্স নিয়ে লেখার জন্য ধন্যবাদ। পোষ্ট বেশ ভাল হয়েছে, তবে কিছু ছবি দিলে আরো ভাল হত। তবে লিখনিতে কিছু কারেকশন করলে ভাল হয়।

“Linux – is an open-source operating system Based on UNIX”
————— লিনাক্স ইউনিক্স বেইজড নয়, ইউনিক্স লাইক।লিনাক্স শুধুমাত্র কার্নেল, কার্নেলের সাথে বিভিন্ন এপ্লিকেশন সফওয়ার দিয়ে ওপারেটিং সিস্টেম তৈরি হয়, যেমন লিনাক্স ভিত্তিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে উবুন্টু, ফিডোরা, রেডহ্যাট, কালি, এন্ড্রোয়েড ইত্যাদি। এইগুলোকে লিনাক্স ডিস্ট্রিবিউশন বা লিনাক্স ডিস্ট্রো বলে।

“Open Source, মানে টাকা লাগে না”
—– বিষয়টা আপেক্ষিক।

“Third Party Useful Apps মানে Photoshop আরো ভালো কিছু সফটওয়্যার কাজ করে না !”
——-ওয়াইনে ফোটোশপ ব্যবহার করা যায়। তবে ফোটোশপের বিকল্প বেশ কিছু এপ্লিকেশন আছে।