আপনি হয়ত বিভিন্ন ব্লগে লিনাক্সের গুণগান শুনে বা এর সুবিধা সম্পর্কে জানতে পেরে লিনাক্স ব্যবহারে উৎসাহী। কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন। আবার এমনও হতে পারে আপনি লিনাক্স ব্যবহার করছেন ঠিকই কিন্তু বিভিন্ন সমস্যার মুখুমুখি হচ্ছেন এবং সমাধান খুজে পাচ্ছেন না। লিনাক্স সম্পর্কে আপনার সকল প্রশ্নের জবাব দিতে এবং আপনাকে সকল প্রকার সাহায্য করতে প্রস্তুত BLUA। আসা করি লিনাক্স সম্পর্কে সবারই ধারনা আছে। তাই এসম্পর্কে এখানে আর লিখছি না। আপনি লিনাক্স সম্পর্কে জানতে চাইলে টেকটিউনসের লিনাক্স বিভাগ দেখতে পারেন বা উইকিপিডিয়ার এই লিঙ্ক ভিজিট করুন।
BLUA কীঃ
বিএলইউএ হলো বাংলাদেশ লিনাক্স ইউজারস এলায়েন্স এর সংক্ষিপ্ত রুপ। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স। সারা বিশ্বের বিভিন্ন দেশে লিনাক্স ব্যবহারকারীদের নিজস্ব সংগঠন রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএলইউএ হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য অনুমোদন প্রাপ্ত একটি স্বেচ্ছাসেবক সংগঠন, যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা লিনাক্স এর সকল ব্যবহারকারী, অনুবাদক, স্বেচ্ছাসেবক ও ডেভেলাপারগণ অংশগ্রহন করছেন। পাশাপাশি এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্বও করছে।
BLUA এর লক্ষঃ
বাংলাদেশ লিনাক্স ইউজারস অ্যালায়েন্স (বিএলইউএ) এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে লিনাক্স শিখাতে ও শিখতে সাহায্য করতে পারেন। শুধু তাই নয়- হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সহ সবধরনের প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের মাঝে লিনাক্সের প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছেন ও যাবেন।
BLUA কি এবং কি জন্য কাজ করছে নিশ্চই বুঝতে পারছেন। এবার জেনে নিন কিভাবে এটি আপনাকে সাহাজ্য করতে পারেঃ
বিভিন্ন আর্টিকেলঃ লিনাক্সের বিভিন্ন টেউটোরিয়াল এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে পরামর্শ আছে এতে। এর মধ্যে যে বিভাগগুলো রয়েছে সেগুলো হলঃ টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস, সফটওয়্যার, সাধারণ কথাবার্তা, ফিচার্ড, সাজগোজ, বিভিধ, সহায়ীকা এবং লিনাক্স গেমিং। আর্টিকেলগুলো আপনাকে লিনাক্স ব্যবহার শিখতে বেশ সাহায্য করবে।
সংবাদঃ লিনাক্স বিষয়ে সাম্প্রতিক বিভিন্ন খবরা খবর রয়েছে এতে। লিনাক্স জগতে ঘটে যাওয়া বিভিন্ন খবর জেনে নিন এ বিভাগথেকে।
ফোরামঃ আপনার বিভিন্ন সমস্যার সমাধানে এটি সবচেয়ে বেশি কার্যকর। লিনাক্স এবং লিনাক্সের বাইরের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এতে। আপনার বিভিন্ন বিষয় নিয়ে ফোরামে আলোচনা করুন। BLUA এর সদস্যরা আপনার সমস্যা সমাধানে স্বর্বাত্বক চেষ্টা করবে। সমস্যা সমাধানের বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ এতে রয়েছে।
উইকিঃ BLUA সম্পর্কে এবং এর বিভিন্ন সেচ্ছাসেবক টীম সম্পর্কে আরও জানতে রয়েছে উইকি।
অন্যান্যঃ লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো সম্পর্কে জানতে এবং ডিস্ট্রোগুলোর হোমপেজ এবং ডাউনলোড লিঙ্ক পাবেন BLUA-তে। তাছাড়া বাংলাদেশে লিনাক্স ছড়িয়ে দিতে আপনিও অবদান রাখতে পারবেন। বি.এল.ইউ.এ এর মাধ্যমে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো এর সিডি/ডিভিডি আদান-প্রদান করতে পারবেন। তাই লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো নিজেই পরখ করে দেখতে পারবেন। স্লো ইন্টারনেট কানেকশন এবং ইন্টারনেট কানেকশন বিভিন ইউজারদের জন্য এ সিডি/ডিভিডি আদান প্রদান একটি বিরাট সুবিধা।
লিনাক্স ইউজারদের সংগঠন BLUA। এতে অভিজ্ঞ অনাভিজ্ঞ সকল প্রকার লিনাক্স ইউজারদের আনাগোনা রয়েছে। সুতরাং লিনাক্স বিষয়ে সবকিছুই শেয়ারের সর্বোৎকৃষ্ট প্লার্টফর্ম এটি। তাই লিনাক্স বিষয়ে আপডেটেড থাকতে BLUA -তে রেজিষ্ট্রেষন করুন। লিনাক্সকে চেনার এর থেকে ভাল যায়গা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা এখানে সবাই বাংলা ব্যবহার করে। আমাদের এ সংগঠনে বাংলাদেশী বাংলাভাষী সকল লিনাক্স ব্যবহারকারী আমন্ত্রিত। বাংলাদেশে লিনাক্সকে ছড়িয়ে দেবার যাত্রায় বিএলইউএ এর সহযাত্রী হিসেবে আমরা আপনাকেও আমাদের পাশে আশা করছি।
আপনিও অবদান রাখতে চান?
আপনি বিভিন্নভাবে বাংলাদেশ লিনাক্স ইউজারস এলায়েন্স (বিএলইউএ) এ অবদান রাখতে পারেন। প্রথমেই আপনাকে বিএলইউর'র সদস্য হিসেবে নিবন্ধিত হতে হবে। যেকোন বাংলাদেশী বাংলাভাষী লিনাক্স ব্যবহারকারী বিএলইউএ তে সদস্য হিসেবে যোগ দিতে পারবেন। আপনাকে আমাদের এই কমিউনিটিতে অনেক মেধাবী ও উদ্দ্যমী সদস্য রয়েছেন যাঁরা বিএলইউতে তাদের স্বেচ্ছা সেবা দিয়ে সর্বদা অবদান রেখে চলেছেন। বিভিন্ন টিমে ভাগ হয়ে তাঁরা বিএলইউএ'র বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। নীচের তালিকায় বিএলইউএ'র সকল টিম ও প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এই তালিকা থেকে আপনার আগ্রহের টিম ও প্রজেক্টগুলো থেকে ঘুরে আসুন। কোনো টিমের সাথে কিভাবে যুক্ত হতে হবে বা কিভাবে টিমে অবদান রাখতে পারবেন - এসব সম্পর্কে সংশ্লিষ্ট টিম পেজেই সব প্রয়োজনীয় তথ্য পাবেন।
এক নজরে BLUA -এর বিভিন্ন স্বেচ্ছাসেবক টিমঃ
ফেডোরা বাংলাদেশ ফেডোরার বাংলাদেশী কমিউনিটি এবং বিএলইউএ এর একটি অঙ্গ-সংগঠন। | উবুন্টু বাংলাদেশ উবুন্টুর বাংলাদেশী কমিউনিটি (লোকো টিম) এবং বিএলইউএ এর একটি অঙ্গ-সংগঠন। | ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশে ক্রিয়েটিভ কমন্স (CC) এর সাহায্যকারী |
বিএলইউএ ডেভেলপমেন্ট বিএলইউএ'র নিজস্ব লিনাক্স ডিস্ট্র এবং বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে বিএলইউএ ডেভেলপমেন্ট টিমের মূল লক্ষ্য। | বিএলইউএ এডমিন হার্ট অফ বিএলিউএ। সার্ভার, বিভিন্ন প্রয়োজনীয় টুল সহ বিএলইউএর সবরকমের কারিগরী ব্যবস্থাপনা দায়িত্বে আছে এই টিম। | বিএলইউএ ডকুমেন্টেশন লিনাক্স ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সহায়িকা প্রকাশ পরিবর্তন ও পরিবর্ধন করার দায়িত্বে আছে এই টিম। |
বিএলইউএ ওয়েবসাইটস বিএলইউএ এবং এর অঙ্গসংগঠনগুলোর ওয়েবসাইট তেরি ও ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে এই টিমের উপর। | বিএলইউএ মার্কেটিং বাংলাদেশে লিনাক্স নিয়ে সকল ধরনের প্রচারনা চালাবার সব কাজ করে যাচ্ছে বিএলইউএ মার্কেটিং টিম। | বিএলইউএ সাপোর্ট বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের বিভিন্ন রকম কারিগরী সাহায্য ও সহায়তা দিচ্ছে এই টিম। |
বিএলইউএ ট্রান্সলেশান লিনাক্স সম্পর্কিত সারা বিশ্বের সবকিছুকে মাতৃভাষা বাংলায় পরিবর্তন ও প্রকাশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই টিম। | বিএলইউএ আর্ট ওয়ার্ক বিএলইউএ'র যেকোন ধরনের আর্টওয়ার্ক (লোগো, আইকন), মাল্টিমিডিয়া প্রমোশনসহ সব ধরনের সৃজনশীল কাজগুলোর দায়িত্বে রয়েছে ডিজাইন টিম। | বিএলইউএ ইভেন্টস বিএলইউএ'র বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে এই টিম। |
সিডি/ডিভিডি বিনিময় বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের নিজেদের মধ্যে লিনাক্সের সিডি/ডিভিডি আদানপ্রদানের জন্য এই প্রজেক্টের সৃষ্টি। |
<table width="100%" align="center">
<tbody><tr>
<td style="width: 33%; border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Fedora-48px.png" class="image" title="ফেডোরা বাংলাদেশ"><img alt="ফেডোরা বাংলাদেশ" src="http://wiki.linux.org.bd/images/5/50/BLUA-Fedora-48px.png" height="42" width="42"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Fedora" title="Fedora"> ফেডোরা বাংলাদেশ</a></b> ফেডোরার বাংলাদেশী কমিউনিটি এবং বিএলইউএ এর একটি অঙ্গ-সংগঠন।
</td><td style="width: 34%; border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Ubuntu-48px.png" class="image" title="উবুন্টু বাংলাদেশ"><img alt="উবুন্টু বাংলাদেশ" src="http://wiki.linux.org.bd/images/8/81/BLUA-Ubuntu-48px.png" height="47" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/index.php?title=Ubuntu&action=edit&redlink=1" class="new" title="Ubuntu (page does not exist)"> উবুন্টু বাংলাদেশ</a></b> উবুন্টুর বাংলাদেশী কমিউনিটি (লোকো টিম) এবং বিএলইউএ এর একটি অঙ্গ-সংগঠন।
</td><td style="width: 33%; border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Creative-Commons-48px.png" class="image" title="ক্রিয়েটিভ কমন্স"><img alt="ক্রিয়েটিভ কমন্স" src="http://wiki.linux.org.bd/images/4/47/BLUA-Creative-Commons-48px.png" height="48" width="47"></a> <b><a href="http://wiki.linux.org.bd/index.php?title=CreativeCommons&action=edit&redlink=1" class="new" title="CreativeCommons (page does not exist)"> ক্রিয়েটিভ কমন্স</a></b> বাংলাদেশে ক্রিয়েটিভ কমন্স (CC) এর সাহায্যকারী
</td></tr>
<tr>
<td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Development-48px.png" class="image" title="বিএলইউএ ডেভেলপমেন্ট"><img alt="বিএলইউএ ডেভেলপমেন্ট" src="http://wiki.linux.org.bd/images/f/f2/BLUA-Development-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Developement" title="Developement"> বিএলইউএ ডেভেলপমেন্ট</a></b> বিএলইউএ'র নিজস্ব লিনাক্স ডিস্ট্র এবং বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে বিএলইউএ ডেভেলপমেন্ট টিমের মূল লক্ষ্য।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Infrastructure-48px.png" class="image" title="বিএলইউএ ইনফ্রাস্ট্রাকচার"><img alt="বিএলইউএ ইনফ্রাস্ট্রাকচার" src="http://wiki.linux.org.bd/images/d/dd/BLUA-Infrastructure-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/index.php?title=Admin&action=edit&redlink=1" class="new" title="Admin (page does not exist)"> বিএলইউএ এডমিন</a></b> হার্ট অফ বিএলিউএ। সার্ভার, বিভিন্ন প্রয়োজনীয় টুল সহ বিএলইউএর সবরকমের কারিগরী ব্যবস্থাপনা দায়িত্বে আছে এই টিম।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Documentation-48px.png" class="image" title="বিএলইউএ ডকুমেন্টেশন"><img alt="বিএলইউএ ডকুমেন্টেশন" src="http://wiki.linux.org.bd/images/7/76/BLUA-Documentation-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Documentation" title="Documentation"> বিএলইউএ ডকুমেন্টেশন</a></b> লিনাক্স ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সহায়িকা প্রকাশ পরিবর্তন ও পরিবর্ধন করার দায়িত্বে আছে এই টিম।
</td></tr>
<tr>
<td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Websites-48px.png" class="image" title="বিএলইউএ ওয়েবসাইট"><img alt="বিএলইউএ ওয়েবসাইট" src="http://wiki.linux.org.bd/images/8/8c/BLUA-Websites-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Websites" title="Websites"> বিএলইউএ ওয়েবসাইটস</a></b> বিএলইউএ এবং এর অঙ্গসংগঠনগুলোর ওয়েবসাইট তেরি ও ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে এই টিমের উপর।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Marketing-48px.png" class="image" title="বিএলইউএ মার্কেটিং"><img alt="বিএলইউএ মার্কেটিং" src="http://wiki.linux.org.bd/images/c/c0/BLUA-Marketing-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Marketing" title="Marketing"> বিএলইউএ মার্কেটিং</a></b> বাংলাদেশে লিনাক্স নিয়ে সকল ধরনের প্রচারনা চালাবার সব কাজ করে যাচ্ছে বিএলইউএ মার্কেটিং টিম।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Support-48px.png" class="image" title="বিএলইউএ সাপোর্ট"><img alt="বিএলইউএ সাপোর্ট" src="http://wiki.linux.org.bd/images/4/43/BLUA-Support-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Support" title="Support"> বিএলইউএ সাপোর্ট</a></b> বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের বিভিন্ন রকম কারিগরী সাহায্য ও সহায়তা দিচ্ছে এই টিম।
</td></tr>
<tr>
<td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Translation-48px.png" class="image" title="বিএলইউএ ট্রান্সলেশান"><img alt="বিএলইউএ ট্রান্সলেশান" src="http://wiki.linux.org.bd/images/e/e4/BLUA-Translation-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Translation" title="Translation"> বিএলইউএ ট্রান্সলেশান</a></b> লিনাক্স সম্পর্কিত সারা বিশ্বের সবকিছুকে মাতৃভাষা বাংলায় পরিবর্তন ও প্রকাশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই টিম।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Artwork-48px.png" class="image" title="বিএলইউএ আর্ট ওয়ার্ক"><img alt="বিএলইউএ আর্ট ওয়ার্ক" src="http://wiki.linux.org.bd/images/3/35/BLUA-Artwork-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Artwork" title="Artwork"> বিএলইউএ আর্ট ওয়ার্ক</a></b> বিএলইউএ'র যেকোন ধরনের আর্টওয়ার্ক (লোগো, আইকন), মাল্টিমিডিয়া প্রমোশনসহ সব ধরনের সৃজনশীল কাজগুলোর দায়িত্বে রয়েছে ডিজাইন টিম।
</td><td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-Events-48px.png" class="image" title="বিএলইউএ ইভেন্টস"><img alt="বিএলইউএ ইভেন্টস" src="http://wiki.linux.org.bd/images/5/59/BLUA-Events-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/Events" title="Events"> বিএলইউএ ইভেন্টস</a></b> বিএলইউএ'র বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে এই টিম।
</td></tr>
<tr>
<td style="border-width: 0px;"><a href="http://wiki.linux.org.bd/File:BLUA-CD-DVD-Exchange-48px.png" class="image" title="সিডি/ডিভিডি বিনিময়"><img alt="সিডি/ডিভিডি বিনিময়" src="http://wiki.linux.org.bd/images/c/ce/BLUA-CD-DVD-Exchange-48px.png" height="48" width="48"></a> <b><a href="http://wiki.linux.org.bd/CD-DVD" title="CD-DVD"> সিডি/ডিভিডি বিনিময়</a></b> বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের নিজেদের মধ্যে লিনাক্সের সিডি/ডিভিডি আদানপ্রদানের জন্য এই প্রজেক্টের সৃষ্টি।
</td></tr></tbody></table>
</div
দরকারি জিনিসটা দেবার জন্যে থ্যাঙ্কস