উবুন্টুতে Oracle 10g XE ইন্সটল ও কনফিগার

প্রাককথনঃ
Oracle 10g XE ইন্সটল করতে হলে আপনার পিসির মিনিমাম রিক্যুয়েরমেন্ট হচ্ছে
Intel Pentium 4,  512 MB RAM with 1024 MB swap space
HDD space: 495 MB

ইন্সটল করার প্রক্রিয়াঃ

১ প্রথমেই উবুন্টুতে ওরাকলের রিপো যোগ করে নিতে হবে। এর জন্য System>Administration থেকে Software Sources চালু করুন। এরপর Other Software ট্যাবে গিয়ে add বাটনে ক্লিক করুন। যে উইন্ডো আসবে তাতে লিখুনঃ

deb http://oss.oracle.com/debian unstable main non-free

GPG key এর জন্য টার্মিনাল খুলে লিখুনঃ

wget http://oss.oracle.com/el4/RPM-GPG-KEY-oracle -O- | sudo apt-key add -

এবার নিচের ছবির মত add sources বাটনে ক্লিক করে রিপো আপডেট করুন। উল্লেখ্য এসময় নেট কানেক্টেড থাকতে হবে। এরপর close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

oracle1

২ এবার Synaptic খুলে oracle-xe নামে সার্চ দিন।এখানে আপনি oracle-xe, oracle-xe universal(ইংরেজি ছাড়াও অন্য ভাষার জন্য) এবং oracle-client(অন্য মেশিন থেকে রিমোট কানেকশনের জন্য) নামে তিনটি প্যাকেজ পাবেন। এদের মধ্যে oracle-xe ইন্সটল করলেই চলবে। ডাউনলোড হতে কিছু সময় লাগতে পারে। ইন্সটল হবার পর Application ট্যাবে other মেন্যুতে ওরাকলের এন্ট্রি পাবেন।

যেভাবে কনফিগার করতে হবেঃ

ইন্সটল হয়ে যাবার পর ওরাকল কনফিগার করতে হবে। এর জন্য টার্মিনাল খুলে লিখুনঃ

sudo /etc/init.d/oracle-xe configure

কনফিগার করতে আপনাকে ৪ ধরণের তথ্য দিতে হবে।
১ Apex http port যার ডিফল্ট মান হচ্ছে 8080
২ ডাটাবেসের জন্য এর জন্য একটি পোর্ট সিলেক্ট করতে হবে। ডিফল্ট মান 1521
৩ sys এবং system ডাটাবেস একাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। এটা অবশ্যি মনে রাখবেন।
৪ বুটের সময় ডাটাবেস চালু হবে নাকি ম্যানুয়ালি চালু করবেন তা ঠিক করা।

যেহেতু আমি বুটের সময় ডাটাবেস চালু করতে চাইনা+http port চেঞ্জ করে 8081 করতে চাই তাই আমার ক্ষেত্রে অনেকটা এরকম হবে

Oracle Database 10g Express Edition Configuration

-------------------------------------------------

This will configure on-boot properties of Oracle Database 10g Express Edition. The following questions will determine whether the database should be starting upon system boot, the ports it will use, and the passwords that will be used for database accounts.
Press <Enter> to accept the defaults.

Ctrl-C will abort.

Specify the HTTP port that will be used for Oracle Application

Express [8080]:8081

Specify a port that will be used for the database listener [1521]:

Specify a password to be used for database accounts.Note that the same password will be used for SYS and SYSTEM. Oracle recommends the use of different passwords for each database account.This can be done after initial configuration:

Confirm the password:

Do you want Oracle Database 10g Express Edition to be started on boot

(y/n) [y]:n

Starting Oracle Net Listener...Done

Configuring Database... Done

Starting Oracle Database 10g Express Edition Instance...Done

Installation Completed Successfully.

To access the Database Home Page go to "http://127.0.0.1:8081/apex"

To check that the database is up and running, try accessing your database home page via a web browser.

If the page comes up, you’re up and running.

ওরাকল কনফিগার হয়ে গেল। এবার ফায়ারফক্স চালু করে ডাটাবেসের হোম পেজের ঠিকানা লিখে দেখুন কাজ করে কিনা।

তারপরেও মেন্যু এন্ট্রিগুলো কাজ নাও করতে পারে। এর জন্য আপনাকে user কে dba গ্রুপের অন্তর্ভুক্ত করতে হবে। এর জন্য System> Administration> User & Groups এ যান। সেখানে দেখবেন oracle নামে একটি user ডিজ্যাবল করা আছে। আপনি যদি oracle কে dba গ্রুপের সদস্য করতে চান তাহলে আগে এটাকে এনাবল করুন। এনাবল করার সময় পাসওয়ার্ড সেট করে দিন। তারপর manage group নামের বাটনে ক্লিক করে dba গ্রুপ সিলেক্ট করে properties ক্লিক করে oracle অথবা আপনার ইউজারকে dba গ্রুপের সদস্য করে নিন। যাকে dba গ্রুপের সদস্য করবেন তাকে নিয়েই ডাটাবেসের কাজ করতে হবে।oracle2
এবার Application>Others মেন্যু থেকে ডাটাবেসের কাজগুলো করুন।

SQL* PLUS কে শেল থেকে চালানোঃ

বাই ডিফল্ট কমান্ডলাইনে sql দিয়ে লেখা যায়। যদি আপনি sql * plus ব্যবহার করতে চান তাহলে /usr/lib/oracle/xe/app/oracle/product/10.2.0/server/bin/oracle_env.sh
ফাইলটিকে টেক্সট এডিটর দিয়ে খুলে

NLS_LANG=`$ORACLE_HOME/bin/nls_lang.sh`

উপরের লাইনের পরিবর্তে নিচের লাইনটি বসিয়ে দিন।

NLS_LANG=`. $ORACLE_HOME/bin/nls_lang.sh`

এবার ফাইলটি সেভ করে বের হয়ে আসুন।

এবার Application>Others> Run Sql Command Line চালু করলে sql এর জায়গায় sql * plus দেখাবে।

Sql * Plus command line এ কানেক্ট করতে হলে আপনাকে Run Sql Command Line চালু করে

connect system/

লিখে পাসওয়ার্ড(যেটা আপনি oracle কনফিগার করার সময় দিয়েছিলেন) এন্টার করতে হবে। ইচ্ছে করলে আপনি ফায়ারফক্স দিয়ে কাজ করতে পারেন। এর জন্য কনফিগার করার সময় পাওয়া হোম্পেজের ঠিকানা ব্যবহার করুন।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জট্টিল হইছে জাহিদ ভাই।
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি। আপনি কি থীম ইউজ করেন?

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    Level 0

    আমি equinox glass theme ব্যবহার করি। সাথে faenza আইকন।

    কোথায় আছে। আমিতো equinox রিপোতে equinox glass theme খুজে পেলাম না।

    ও, পাইছি। দিলাম। সাথে Tango icon.

উবুন্টু অনেক জনপ্রিয় হয়ে গেছে এখন টেকটিউন্সে,অনেকেই এখন উবুন্টু নিয়ে সুন্দর সুন্দর টিউন করতেছে,
ধন্যবাদ জাহিদ ভাই সুন্দর টিউনটি করার জন্য।

    জাহিদ ভাই তো বস মানুষ।

sun এ Oracle 10g মারলাম কঠিন ভাল লাগল……linux red hat 5 এও মারলাম…উবুন্টু তে try করতে হবে…তবে Oracle এর মত এরকম একটা জিনিস কোনো প্রতিষ্ঠানে Ubunto তে চালাবে বলে মনে হয় না……তবে এখন প্রিয়তে গেল…

    Level 0

    sun solaris ওরাকলের নিজস্ব প্রোডাক্ট। ওটাতে ভালো চলবে না তো কোনটাতে ভাল চলবে? অফিসিয়ালি ওরাকল sun solaris, রেডহ্যাট, ডেবিয়ান+ওরাকলের নিজস্ব লিনাক্স ডিস্ট্রো কে সাপোর্ট করে। তবে rpm এবং ডেবিয়ান বেসড অন্য ডিস্ট্রোগুলোতেও চালানো যায়। এটা Xpress Editon। এন্টারপ্রাইজ এডিশনের জন্য সার্ভার ব্যবহার করাই যুক্তিযুক্ত।আর wikipedia, weta digital এরা সার্ভার হিসবে উবুন্টু ব্যবহার করে। তবে এটার মূল ফোকাস ডেস্কটপে। যাই হোক দিন শেষে যার যেটাতে ইচ্ছা সেটা ব্যবহার করবে। no hard feeling 😀