Guayadeque: ফিচারে ঠাসা কম রিসোর্সহাংরি মিউজিক প্লেয়ার

লিনাক্সে বেশকিছু জনপ্রিয় ফিচার-রিচ মিউজিক প্লেয়ার আছে। এদের মধ্যে Rhythmbox, Banshee, Amarok (KDE), Songbird (অফিসিয়ালি সাপোর্টহীন) উল্লেখযোগ্য। এতসব ফিচারের পাশাপাশি এই মিউজিক প্লেয়ারগুলো ভালই মেমরিহাংরি, বিশেষ করে যারা কম কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য। এজন্য অনেকেই এগুলোর পাশাপাশি Audacious (Winamp এর মত দেখতে) কিংবা Exaile ব্যবহার করে থাকেন।

আজকে আমি আপনাদের একটি মিউজিক প্লেয়ার সম্পর্কে জানাবো যেটা বিভিন্ন ধরণের কার্যকরী ফিচারে পরিপূর্ণ এবং একই সাথে লিনাক্সের অন্যান্য ফিচার-রিচ প্লেয়ারগুলোর চাইতে কম রিসোর্স নেয়। মিউজিক প্লেয়ারটির নাম Guayadeque। নামটা অদ্ভুত হলেও কাজে কিন্তু মোটেই কম যায় না। আসুন জেনে নিই কি ধরণের সুবিধা দিচ্ছে এই অদ্ভুত নামের মিউজিক প্লেয়ারটি।

ফিচারসমুহঃ

  • ১ mp3, ogg, flac, wma, aac ইত্যাদি ফরমেট সাপোর্ট করে।
  • ২ google, amazon, last.fm থেকে এলবাম আর্ট ডাউনলোডের সুবিধা। এমনকি ম্যনুয়ালি সেট করা যায়।
  • ৩ ট্যাগ এডিটরের সাথে Musicbrainz সাপোর্ট।
  • ৪ Shoutcast সাপোর্ট। নিজের ইচ্ছেমত রেডিও সেট করা যায়।
  • ৫ last.fm থেকে artist এর বিভিন্ন তথ্য দেখায়।
  • ৬ অটোমেটিক লিরিক্স ডাউনলোড এর সুবিধা ৫ টি সাইট থেকে। যদি লিরিক্স খুজে না পান তাহলে ম্যানুয়ালি সেট করতে পারবেন।
  • ৭ Podcast সুবিধা।
  • ৮ বেশ কয়েকটি ট্যাব রয়েছে। এগুলো হলোঃ

Browser: এখানে এলবাম আর্টগুলো আর্টিস্ট, গান ইত্যাদির সর্টিংইয়ের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন।
Last.fm: এখানে চলমান গানের আর্টিস্ট, তার অন্যান্য গান, এলবাম সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।
Library: এখানে আপনার গানগুলো থাকবে। অনেকটা Rhythmbox এর লাইব্রেরির মত। এতে সার্চিং সুবিধা আছে।
Radio: এই ট্যাবে বিভিন্ন রেডিও যোগ করতে পারবেন। বেশ কিছু রেডিও চ্যানেল আগে থেকেই দেওয়া আছে। আপনাকে শুধু একটিভেট করতে হবে।

  • ৯ Track রেকর্ডিংয়ের সুবিধা আছে।
  • ১০ কাস্টোমাইজেবল লে-আউট, Crossfading, VU metre
  • ১১ বেশ কিছু preset সহ একটি equalizer আছে।
  • ১২ প্লে-লিস্ট করার সুবিধা।

gyu

no 2

no3

উবুন্টু ১০.১০ ব্যবহারকারীরা  synaptic অথবা ubuntu software center খুলে সার্চ করে ইন্সটল করে নিন। উবুন্টু ১০.০৪ ব্যবহারকারীরা  এখান থেকে deb প্যাকেজটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আর যারা rpm বেসড ডিস্ট্রো (ফেডোরা, ওপেনসুয্যে, রেডহ্যাট) ব্যবহার করেন তারা alien এর মাধ্যমে rpm এ কনভার্ট করে নিন।

আপনারা ব্যবহার করে দেখুন এই মিউজিক প্লেয়ারটি। কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম কাল সকালে করব। করেই জাহিদ ভাইকে জানাব। অনেক অনেক ধন্যবাদ

উবুন্টু ইন্সটল করে রেখেছি কিন্তু সময় পাই না দেখার জন্য,কিন্তু এখন মনে দেখার দরকার।
টিউন ভাল হইছে ধন্যবাদ।

আমি ইন্সটলাইছিলাম। কিন্তু একটা জিনিস খুব বিরক্ত করত সেটা হল, ক্লোজ করলে একেবারে ক্লোজ হয়ে যায়। সিস্টেম ট্রের ধার ধারে না।

উবুন্টু ১০.১০ নিয়ে বিস্তারিত টিউন চাই। টিউটোরিয়াল ও রিভিউ দুইটাই আশা করছি।
ধন্যবাদ।

    হুম ভালো প্রস্তাব। তবে ঐটা বিশাল ব্যাপার। একটা সম্পূর্ণ OS এর রিভিউ করা। আমি সাথে থাকতে পারি যদি কেউ লেখায় কন্ট্রিবিউট করতে রাজি থাকেন ।

    দিহান ভাই অবশ্যই চেষ্টা করবেন।

    আমি একটা কুইক রিভিউ লিখেছিলাম।
    এখানে দেখতে পারেন। http://blog.ibabar.com/tech/compu/ubuntu/maverick-quick-update.html
    তবে নাহিদ ভাই যদি বিস্তারিত লিখতে চান আমাকে সাথে পাবেন।

Level 0

ভাই ইন্টারফ্রেস টা ভাল লাগল না

    থীম চেঞ্জ করলেই ইন্টারফেস পরিবর্তন হয়ে যাবে।
    আর সবচেয়ে বড় কথা হল, এটা কম রিসোর্স হাংরি+অনন্য কিছু ফিচার। যার এটা দরকার সে ইন্টারফেস নিয়ে এতটা মাথা ঘামাবে না।
    যাদের হাই এন্ড ইন্টারফেস দরকার তাদের জন্য আছে এ্যামারক, রিদমবক্স, সংবার্ড।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.