লিনাক্সে বেশকিছু জনপ্রিয় ফিচার-রিচ মিউজিক প্লেয়ার আছে। এদের মধ্যে Rhythmbox, Banshee, Amarok (KDE), Songbird (অফিসিয়ালি সাপোর্টহীন) উল্লেখযোগ্য। এতসব ফিচারের পাশাপাশি এই মিউজিক প্লেয়ারগুলো ভালই মেমরিহাংরি, বিশেষ করে যারা কম কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য। এজন্য অনেকেই এগুলোর পাশাপাশি Audacious (Winamp এর মত দেখতে) কিংবা Exaile ব্যবহার করে থাকেন।
আজকে আমি আপনাদের একটি মিউজিক প্লেয়ার সম্পর্কে জানাবো যেটা বিভিন্ন ধরণের কার্যকরী ফিচারে পরিপূর্ণ এবং একই সাথে লিনাক্সের অন্যান্য ফিচার-রিচ প্লেয়ারগুলোর চাইতে কম রিসোর্স নেয়। মিউজিক প্লেয়ারটির নাম Guayadeque। নামটা অদ্ভুত হলেও কাজে কিন্তু মোটেই কম যায় না। আসুন জেনে নিই কি ধরণের সুবিধা দিচ্ছে এই অদ্ভুত নামের মিউজিক প্লেয়ারটি।
Browser: এখানে এলবাম আর্টগুলো আর্টিস্ট, গান ইত্যাদির সর্টিংইয়ের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন।
Last.fm: এখানে চলমান গানের আর্টিস্ট, তার অন্যান্য গান, এলবাম সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।
Library: এখানে আপনার গানগুলো থাকবে। অনেকটা Rhythmbox এর লাইব্রেরির মত। এতে সার্চিং সুবিধা আছে।
Radio: এই ট্যাবে বিভিন্ন রেডিও যোগ করতে পারবেন। বেশ কিছু রেডিও চ্যানেল আগে থেকেই দেওয়া আছে। আপনাকে শুধু একটিভেট করতে হবে।
উবুন্টু ১০.১০ ব্যবহারকারীরা synaptic অথবা ubuntu software center খুলে সার্চ করে ইন্সটল করে নিন। উবুন্টু ১০.০৪ ব্যবহারকারীরা এখান থেকে deb প্যাকেজটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আর যারা rpm বেসড ডিস্ট্রো (ফেডোরা, ওপেনসুয্যে, রেডহ্যাট) ব্যবহার করেন তারা alien এর মাধ্যমে rpm এ কনভার্ট করে নিন।
আপনারা ব্যবহার করে দেখুন এই মিউজিক প্লেয়ারটি। কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম কাল সকালে করব। করেই জাহিদ ভাইকে জানাব। অনেক অনেক ধন্যবাদ