লিনাক্সে MS Office এর বিকল্প (Openoffice+আরো অনেক কিছু)

p { margin-bottom: 0.08in; }

যারা কম্পিউটারে অফিস সংক্রান্ত কাজ করেন তাদের অনেকেই মনে করেন MS Office ছাড়া আর বুঝি কোনো ভালো অফিস সফটওয়্যার নেই। তবে ধীরে ধীরে এ ধারণার পরিবর্তন হচ্ছে। অনেকেই এখন জানেন MS Office ছাড়াও অন্যান্য অফিস স্যুট আছে। MS Office এর বেসিক ভার্সনে Word, Exel এবং Powerpoint দেওয়া থাকে। তবে প্রফেশনাল ও প্রফেশনাল প্লাস ভার্সনে এগুলো ছাড়াও Access, Onenote, Groove, MS Visio, MS Exchange, MS Project ইত্যাদি দেওয়া থাকে।

যারা লিনাক্স ব্যবহারকারী তারা এগুলো সাধারনত ব্যবহার করতে পারে না। তাই বলে কি লিনাক্স ব্যবহারকারীদের কাছে কোনো বিকল্প নেই? অবশ্যই আছে। নিচে এমন কিছু সফটওয়্যারের নাম দেওয়া হলো যেগুলো MS Office এর

উপরোক্ত টুলগুলোর মতোই কাজ করতে পারে। এদের মধ্যে ওপেনসোর্স, ফ্রি-ওয়্যার(ফ্রি, কিন্তু ওপেনসোর্স নয়), শেয়ারওয়্যার(ফুল ভার্সন ব্যবহার করতে টাকা লাগবে) সবধরণের সফটওয়্যার আছে। সফটওয়্যারগুলোর তালিকাঃ

p { margin-bottom: 0.08in; }a:link { }

MS Word: Openoffice writer, Kword, IBM Lotus Symphony Documents, SoftMaker Textmaker

MS Exel: OO Calc/Spreadsheet, IBM Lotus Symphony Spreadshits, SoftMaker Planmaker

MS Powerpoint: OO Impress/Presentation, IBM Lotus Symphony Presentation, SoftMaker Presentation

MS Access (For Database): OO Base/Database

MS Project (For Project Purposes): Openproj , Kplato, Planner, Gantt Project

MS Groove (Colllaboration): Sogo Teamdrive Collaber

Microsoft Exchange: OpenXchange, Open Groupware, Zimbra Zarafa Citadel Scalix

MS Picture Manager: Picasa

MS Onenote (Note Taking): Nevernote Zim Keepnote Wikidpad

MS Sharepoint Designer ( HTML Editor): kompozer, Quanta Plus, NVU

Microsoft Visio (Diagraming Tool): Dia, Kivio, Skencil, ArgoUML, YED Graph Editor, Open Workbench

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লিজ আমার এই সমস্যার সমাধানটা দেন না ………………… http://www.somewhereinblog.net/blog/ohonab/29256099

উত্তরটা এখানে দেন ……

    এখানে কয়েকটা কথা আছে। যেমন ডিস্ক দেখিয়ে না দিলে উবুন্টু সরাসরি কোন ড্রাইভ ফরমেট করবে না। এটা খুজে পাওয়া খালি জায়গা আলাদা করবে। যেমন ডি ড্রাইভে যদি প্রয়োজনীয় জায়গা না পায়, যদি এফ ড্রাইভে পায় তবে সে এফ ড্রাইভকে রিসাইজ করবে। খালি জায়গাটুকু আলাদা করবে।
    তারপর সেটাকে আলাদা ড্রাইভ হিসেবে ফরম্যাট করবে। সে এখান থেকেই ডিফল্টভাবে সাধারণভাবে ২ গিগার একটা সোয়াপ বানাবে।
    মেমরীতে কুলালে সোয়াপ না দিলেও সমস্যা নেই। মোটামুটি ২ গিগার উপরে মেমরী থাকলে সোয়াপের খুব একটা দরকার হবে না। শুধু রুট ড্রাইভেই ইন্সটল করতে পারবেন।
    তবে পারলে ম্যানুয়ালী ড্রাইভ সিলেক্ট করে ইন্সটল করাই ভাল এবং আমার মতে সবচেয়ে নিরাপদ। ডাটা লসের ঝুকি কম।
    আনইন্সটল করতে চাইলে শুধু ড্রাইভ টা ফরম্যাট দিলেই হবে।

    তারপর সেটাকে আলাদা ড্রাইভ হিসেবে ফরম্যাট করবে। সে এখান থেকেই ডিফল্টভাবে সাধারণভাবে ২ গিগার একটা সোয়াপ বানাবে।

    ও আচ্ছা, তার মানে নতুন একটা ড্রাইভ বানিয়ে ইন্সটল হবে ? অনেক ভাল ।

    ম্যানুয়ালী ড্রাইভ সিলেক্ট করে ইন্সটল করাই ভাল
    ম্যানুয়ালী ড্রাইভ সিলেক্ট করার অপশন পাই নাই বলেই তো সামুতে সাহায্য চেয়েছি। উবি দিয়ে অবশ্য ড্রাইভ সিলেক্ট করা যায়। কিন্তু অভ্রনীল ভাই উবি দিয়ে ইন্সটল করার অনেক গুলো অসুবিধা তুলে ধরেছেন। তাই উবি দিয়ে ইন্সটল করতে চাই না।

    আনইন্সটল করতে চাইলে শুধু ড্রাইভ টা ফরম্যাট দিলেই হবে।

    আমি যদি এক্সপি ইউজ না করি , উবুন্টু ইউজ করা অবস্থায় ড্রাইভ ফরমেট করি তাহলে সমস্যা হবে না ?
    আমি কি এক্সপিতে থাকা অবস্থায় উবুন্টূর ইন্সটল হওয়া ড্রাইভ ফরমেট করব ?

    আচ্ছা আমার পিসিতে এক্সপি ছাড়া আর কোন অপারেটিং সিস্টেম নাই। এখন এক্সপি আমি অনস্টল করতে চাই। তাহলে কি এক্সপিতে থাকা অবস্থায় সি ড্রাইভ ফরমেট করলে এক্সপি আনস্টল হয়ে যাবে?

আমি লিব্রা অফিসের অপেক্ষায় আছি।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

হুম।

তথ্যবহুল টিউন, দারুন হয়েছে

ভাল ও তথ্য বহুল টিউন,
শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

আরেকটা পেলাম yozo office। এটা শেয়ারওয়্যার।