উবুন্টু তে ভিডিও ফাইলের উইন্ডোজ এর মত থাম্বনেইল আসছে না ? তাহলে চলুন খুব সহজেই থাম্বনেইল নিয়ে আসি।

ভাইরাসের কারনে বিরক্ত হয়ে বেশ কিছুদিন থেকেই উবুন্টুকে ডেইলি অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করছিলাম। সম্প্রতি মুভি দেখতে গিয়ে দেখলাম উইন্ডোজ এর মত ভিডিও ফাইলের যে প্রিভিও আসে সেটা আসছে না। তাই বসে গেলাম প্রব্লেম সল্ভ করতে। বেশ কয়েকটি সমাধান থাকলেও সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আবারো হাজির হলাম আপনাদের সামনে। প্রথমেই বলে রাখি যারা উবুন্টু ব্যাবহার করেন তাদের জন্যই এই টিউন তবে ভবিষ্যতে যদি উবুন্টু ব্যাবহারের ইচ্ছা থাকে তাহলে এই টিউনটি অবশ্যই আপনার কাজে আসবে আশা করি।

যা যা লাগবেঃ 


১. উবুন্টু ইন্সটলড(যে কোন ভার্সন) পিসি/ল্যাপটপ

২. অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন।

কাজের ধাপঃ


১. প্রথমেই টার্মিনাল ওপেন করে নিন। (Ctrl + Alt + T)

২. এবার আমরা "FFmpegthumbnailer" ইন্সটল করব। শুধু নিচের কমান্ডটি রান করান

sudo apt-get install ffmpegthumbnailer

৩. এবার আমাদের একটা কনফিগার ফাইল নামাতে হবে যাতে আমরা আমাদের সিস্টেমকে বলতে পারি যে তুমি এই এই এক্সটেনশন এর ফাইল গুলোকে থাম্বনাইল শো করবা বাকি গুলা ইগনর করবা। ফাইল্টি এখানে ক্লিক করে নামান (৬০০ কিলোবাইট)

৪. এই পার্ট টা খুবই গুরুত্বপূর্ন লক্ষ্য করুন ফাইলটি এক্সট্রাক্ট করার পরে  totem.thumbnailer নামের একটি ফাইল পেয়ে গেছেন আপনি । এবার উবুন্টুর HOME ফোল্ডারে totem.thumbnailer টি রাখুন। কেন হোম ফোল্ডারে রাখব ? এর কারন আমরা এখন টার্মিনালে এই ফাইলটি রান করাব। সুবিধার জন্য কাজটি করলাম।

৫.  এবার টার্মিনালে রান করুন

sudo cp totem.thumbnailer /usr/share/thumbnailers/

nautilus -q

rm -r ~/.cache/thumbnails/fail/gnome-thumbnail-factory

৬. কাজ শেষ, এবার ভিডিও ফোল্ডারে যান এবং রিফ্রেশ করুন (F5) । দেখুন চমৎকার ভাবে থাম্বনেইল চলে এসেছে। আপনাকে অভিনন্দন আপনি কাজটি সফলভাবে করতে পেরেছেন।

পোস্টটি  কেমন লাগল কমেন্টে জানাবেন। ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। উবুন্টু আসলেই অনেক মজার একটা ওএস। ব্যাবহার না করে থাকলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব ব্যাবহার করতে। সমস্যা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন।আপনাদের উৎসাহ পেলে নতুন কিছু নিয়ে পরবর্তিতে হাজির হব ধন্যবাদ।

 

Level 0

আমি Ohok Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন। চালিয়ে যান 🙂

I am a all time Ubuntu user. I found many advantage in Ubuntu that Windows 7, though I have genuine Windows 7. But people are unknown about this.
I wish to contact you regarding some issues or problem, how can it be ? can you give me your email ID or contact number if no problem.

Level New

আসসালামু আলাইকুম। চমৎকার টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ।
আমি নিয়মিত মুক্ত প্রযুক্তি ব্যবহারকারী। ভাইরাস আমার কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় আমার স্বাধীনতা। তাই আমি এক সময় উবুন্টুর মাধ্যমে ফ্রি সফটওয়্যার বা মুক্ত প্রযুক্তি ব্যবহার করা শুরু করি। এখন আমি লিনাক্স মিন্ট কেডিই ব্যবহার করি। আপনার পোস্ট দেখে রাখলাম। আশা করি পরে কাজে লাগাতে পারবো।

    @sagir42: ওয়ালাইকুম আসসালাম । আপনার সাথে একমত পোষন করছি টিউনটি ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

I am highly interested of “Ubuntu”.Two weeks ago I installed “Ubuntu-14.04.2″. Everything is ok,but internet speed is 20% slower than ‘Windows”. I am using Broadband “dsl” [pppoe] internet. Where I get 258 to 268 kb speed in windows, but in ubuntu I just get 234-242 kb speed. I check this speed without any running update.
So is it true that in ubuntu we get less speed than windows? **Sorry for off topics** ””THANKS””

    @কামাল আহমেদ: হুম আমি বুঝতে পেরেছি ভাই, এটা nsswitch কনফিগারেশন ফাইলের কারনে হয়েছে। আপনি যেটা করবেন সেটা হল টার্মিনালে লিখুন

    sudo gedit /etc/nsswitch.conf

    দেখবেন এডিটরে কনফিগ ফাইলটা লোড হবে এবার আপনাকে একটা লাইন খুজে বের করতে হবে
    hosts: files mdns4_minimal [NOTFOUND=return] dns mdns4
    লাইনটা পেয়ে থাকলে এটাকে মুছে ফেলুন এবং এই লাইনটা দিয়ে রিপ্লেস করুন
    hosts: files dns

    এবার মেশিন রিস্টার্ট দিন। লক্ষ্য করুন স্পিড ঠিক হয়ে গেছে। আর যদি না হয় তাহলে লেটেস্ট ভার্সন এ কাজটি শুরুতেই করে নিতে হবে।

    কমেন্টের জন্য ধন্যবাদ।