উবুন্টু বনাম গেমস…. দেখুনতো আপনার প্রিয় গেমসটি উবুন্টুতে চলে কিনা….

গেমসের প্রতি আমার আগ্রহ কোন কালেই খুব একটা ছিলো না। তাই এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটিও করিনি কখনো। কিন্তু প্রায় সময়ই একটা কমন প্রশ্নের সম্মুখিন হতে হয়…. আর সেটা হল…’ভাই উবুন্টুতে কি গেমস আছে..?? এতে কি উইন্ডোজের সব গেমস চালাতে পারবো…??’ আজকের এই লেখাটা মূলত সেই সব প্রশ্নকারীদের জন্যই। অনেকেই হয়তো জানেন উবুন্টুতে ‘ওয়াইন’ নামের একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে বিভিন্ন উইন্ডোজ প্লাটফর্মের ফাইল অনায়াসে  উবুন্টুতে চালিয়ে ফেলা যায়। তাই ‘ওয়াইন’ ব্যবহার করে আপনি অনেক গেমসই উবুন্টুতে চালাতে পারবেন। তারপরেও অনেকের প্রশ্ন থাকতে পারে … ‘ওয়াইন’ দিয়ে কি কি গেমস চালানো যায় তা যদি আগে জানা থাকতো তাহলে বেশ সুবিধাই হত। বেশ…. নিচে কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি, সেখানে আপনি লিনাক্সে ‘ওয়াইন’ ভিত্তিক বিভিন্ন গেমসের পাশাপাশি লিনাক্সেরও বিভিন্ন গেমসেরও তালিকা পাবেন। তাহলে….. ঝটপট চোখ বুলিয়ে নিন তালিকা গুলোতে আর দেখুন, আপনার প্রিয় গেমসটি সেখানে খুঁজে পান কিনা…..

  • লিনাক্সে উইন্ডোজ ভিত্তিক কোন কোন গেমস চালানো যায় তার একটা ধারণা পেতে এখানে ক্লিক করুন

  • ওয়াইন সাপোর্টেড গেমসগুলোর তালিকা দেখতে পারেন এখানে

  • লিনাক্স নেটিভ ভার্সন আছে এমন প্রায় ৯০টি কমার্সিয়াল গেমের তালিকা পাবেন এখানে

তবে ধীরে হলেও বিভিন্ন কম্পানি তাদের গেমের লিনাক্স ভার্সন বের করা শুরু করেছে। আশা করা যায় ভবিষ্যতে লিনাক্সে আরো ভালোমানের গেম রিলিজ হবে। যদিও ইতিমধ্যে বেশ কিছু কম্পানি রিলিজ করেছে।

## আমার নিজিস্ব ব্লগেও প্রকাশিত।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টু আর লিনাক্স দুইটা এক জিনিস নাকি ভিন্ন।সেটাপ দিবার মঞ্চায় কিন্তক কিচুই তো জানিনা।

    Level 0

    লিনাক্স হচ্ছে কার্নেল আর উবুন্টু হচ্ছে লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে বানানো একটি OS। যেমন উইন্ডোজের কার্নেল হচ্ছে NT।কার্নেল ছাড়া OS সম্ভব নয়। উবুন্টুতে কিভাবে বিভিন্ন কাজ করতে পারবেন সেগুলো নিয়ে একটি সূচীপত্র তৈরি করা হয়েছে। এটা পাবেন http://forum.linux.org.bd/viewtopic.php?f=12&t=1168

Level 0

গেইমসগুলোর থাম্বনেইল সহ দিলে আরো আকর্শনীয় হতে পারতো টিউনটি
ধন্যবাদ

ওয়াইন দিয়ে সব না চললেও অনেক গেমই চলে। আর এরপরও যদি কারও আরও বেশি প্রয়োজন হয় তবে কমার্শিয়াল সফট আছে নাম কেডেজা

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

যারা লিনাক্স ইউযার তাদের কাজেলাগবে ধন্যবাদ।