লিনাক্সে ffmpeg দিয়ে split করুন ভিডিও

মনে করুন আপনার হোম ফোল্ডারের Videos নামে ফোল্ডারে blue.flv নামে ৫ মিনিটের ভিডিও আছে। আপনি চাচ্ছেন
এটার 00:03:25 থেকে 00:04:35 এই সময়টুকু অর্থাত ১:১০ সেকেন্ড রাখতে চাচ্ছেন। এই কাজটি ffmpeg টুলের মাধ্যমে কমান্ডলাইনে খুব সহজে করা যায়।

Synaptic খুলে ffmpeg ইন্সটল করে নিন। সাথে দরকারি কোডেকসমূহ। এরপর টার্মিনাল খুলে cd কমান্ডের মাধ্যমে Videos ফোল্ডারে যান।উপরের ক্ষেত্রে কমান্ডটা হবে এরকম।

cd /home/jahidul/Videos লিখে এন্টার চাপলেই Videos ফোল্ডারে প্রবেশ করবে। এখানে আমার ক্ষেত্রে jahidul , আপনার ক্ষেত্রে আপনার নাম হতে পারে কিংবা আপনি যে নামে হোম ফোল্ডার বানিয়েছেন। নটিলাসে crtl+l চাপলে লোকেশন বারে /home/jahidul/Videos এভাবে দেখাবে।

এরপর টার্মিনালে লিখুনঃ

  • ffmpeg -i blue.flv -ss 00:03:25 -t 00:01:10 blue1.flv
  • এখানে blue.flv হচ্ছে আপনার ইনপুট ফাইল।
  • -ss হচ্ছে আপনি যেখান থেকে শুরু করতে চান।
  • -t হচ্ছে যতটুকু সময় আপনি ভিডিও রাখতে চান।
  • blue1.flv হচ্ছে আপনার split করা ফাইলের আউটপুট।

ইচ্ছা করলে এভাবে একসাথে অনেকগুলো split করতে পারেন। সেক্ষেত্রে যা করতে হবেঃ

ffmpeg -i blue.flv -ss 00:03:25 -t 00:04:35 blue1.flv -ss 00:00:10 -t 00:01:30 blue2.flv

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল হইছে। আপনাকে ধইন্ন্যা পাতা।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত