ইন্টারনেট ব্যবহার করলে প্রক্সি দরকার হতেই পারে। বিশেষ করে ব্লকড সাইটগুলো একসেস করার জন্য। অনেক ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ডাউনলোডের জন্যও দরকার হতে পারে।
এজন্য আজকে আমরা দেখব কিভাবে উবুন্টুতে প্রক্সি কনফিগার করতে হয়। এজন্য আমরা টর(Tor) ব্যবহার করব।
আসুন এবার শুরু করা যাক। আপনি টার্মিনাল খুলে একে একে নিচের কমান্ডগুলো রান করুন।
sudo add-apt-repository ppa:sevenmachines/tor
sudo apt-get update
sudo apt-get install tor tor-geoipdb
sudo apt-get remove privoxy
sudo apt-get install polipo
তারপর এখান থেকে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করে নিন। (ডাউনলোড করার জন্য লিংকের উপর রাইট ক্লিক করে সেভ এ্যজ-এ ক্লিক করুন।
এরপর হোম ফোল্ডারে .polipo নামে একটা ফোল্ডার তৈরী করে তাতে ফাইলটা কপিপেস্ট করুন।
এখন টার্মিনালে নিচের কমান্ডটি রান করুন।
sudo nautilus
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।
তারপর ফাইল ব্রাউজার ওপেন হলে /etc/polipo/ ফোল্ডারটি খুজে বের করুন। দেখুন ফোল্ডারের ভিতর config নামে একটা ফাইল পাবেন। এটা ডিলেট করুন। তারপর ডাউনলোড করা ফাইলটা এখানেও পেস্ট করুন এবং রিনেম করে config নামে সেভ করুন।
কাজ প্রায় শেষ। এরপর এই লিংক থেকে টর বাটন নামক ফায়ারফক্স এডঅনটি ইন্সটল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট দিন।
এইবার শেষ কমান্ডটি রান করুন
sudo /etc/init.d/polipo restart
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।
কাজ শেষ।
এবার ফয়ারফক্সের ডানকোনায় দেখুন টর বাটনটি উপস্থিত। সেটা ক্লিক টর এনাবল করুন।
এবং এই ঠিকানা থেকে দেখে নিন আপনার টর এক্টিভ কিনা।
------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব
উবুন্টু ভাল্লাগে না , মানে আমি পারছি না