কিছুক্ষণ আগে বইটি ডাউনলোড করেছি। উবুন্টু'র এডভান্স ইউজারদের কাছে হয়তো অনেক আগে থেকেই বইটি আছে। ১৬০ পৃষ্ঠার চমৎকার এ বইটিতে যা আছে, তাতে উবুন্টু'র একেবারে নতুন ইউজার যারা উবুন্টু ব্যবহার করতে গিয়ে নানা সমস্যায় আছেন, তাদের কাজে লাগবে।
সমস্যা হচ্ছে বইটি ইংরেজীতে। বাংলায় হলে খুবই ভালো হতো। বাংলায় অনুবাদের কাজ চলছে এখানে। বইটি ইংরেজীতে হলেও সহজ ইংরেজীর সাথে স্ক্রীনশট থাকায় বুঝতে সমস্যা হচ্ছে না। নীচে বইটির ইনডেক্স থেকে নেয়া কিছু স্ক্রীনশট দেখুন।
ইনডেক্সের ভিতরের ইনডেক্সও দেখুন
এভাবে উবুন্টু ১০.০৪ এর ইনষ্টলেশন এবং ইউজ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে বইটিতে স্ক্রীনশটসহ।
এডোবি রীডার দিয়ে চমৎকার পড়া যাচ্ছে বইটি। প্রয়োজন হলে প্রায় ৫ মেগার বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে সমস্যা হলে লিঙ্কটি মজিলা'র ডিটিএ (ডাউন দেম অল) এর ইউ আর এল-এ পেষ্ট করে ডাউনলোড করতে পারেন। আমি মিডিয়াফায়ার ও রেপিডশেয়ারে দিতে চেষ্টা করেছি। নেট স্পীডের কারণে পারিনি।
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
বাংলায় নাকি উর্দুতে ?