BURG: উবুন্টুর গ্রাবের পরিবর্তে ব্যবহার করুন স্টাইলিশ বুটলোডার

উবুন্টু/মিন্টে বুটলোডার হিসেবে বাই ডিফল্ট গ্রাব ২ ব্যবহার করা হয়। যা অনেকের কাছে পানসে মনে হয়। ইচ্ছে করে ইশ যদি কালো বিদ্ঘুটে স্ক্রিন এবং টেক্সটের বদলে যদি আরেকটু সুন্দর দৃষ্টিনন্দন কিছু ব্যবহার করা যেত, তাহলে কতই না ভাল হত। লেখাগুলোর বদলে থাকত শুধু লোগো। আর সেগুলো সিলেক্ট করে নিজের পছন্দমত OS এ বুট করা যেত। আপনি এটা করতে পারবেন BURG ইন্সটল করে।

BURG হচ্ছে GRUB এর উল্টো। BURG>----<GRUB. এটি আপনাকে সুন্দর গ্রাফিক্যাল ওয়েতে বুট করার সুযোগ দেবে। ইন্সটল করতে চাইলে Terminal খুলে লিখুন।

sudo add-apt-repository ppa:bean123ch/burg

sudo apt-get update && sudo apt-get install burg burg-themes

বিকল্প হিসেবে USC অথবা Synaptic থেকে burg লিখে সার্চ করে ইন্সটল করে নিন। ইন্সটলের মাঝপথে আপনাকে MBR burg ইন্সটল করতে বলা হবে। যদি একটি HDD ব্যবহার করেন তাহলে অপশন আসবে শুধু sda। আর ২ টি HDD ব্যবহার করেন তাহলে অপশন দেবে sda, sdb। এখানে sda হচ্ছে ১ম HDD এবং sdb হচ্ছে ২য় HDD। মনে রাখবেন যে HDD তে burg(MBR) ইন্সটল করবেন সেটা ছাড়া আপনি পিসি বুট করতে পারবেন না(যদি না আপনি ম্যনুয়ালি MBR পরিবর্তন করেন)

ইন্সটল করার পর অবশ্যই নিচের কমান্ডটি টার্মিনালে রান করবেন।

sudo update-burg

না হলে রিস্টার্ট করার পর কালো স্ক্রিন ছাড়া কিছুই দেখবেন না। তখন মাথার ছুল ছেড়া ছাড়া উপায় থাকবে না।

এরপর রিস্টার্ট করে দেখুন burg। তবে রিস্টার্ট ছাড়া দেখতে চাইলে টার্মিনালে লিখুনঃ

  • burg-emu

একটি নতুন উইন্ডোতে আপনার গ্রাব মেন্যুর এন্ট্রি দেখাবে। বন্ধ করতে চাইলে “c” চাপুন এবং exit লিখে বের হয়ে আসুন।

Burg এর কতিপয় প্রয়োজনীয় সর্টকার্টঃ

t,T- থিম পাল্টানোর জন্য

r,R- Resolution পরিবর্তনের জন্য

f,F- উবুন্তুর জন্য ১ বা একাধিক এন্ট্রি শো অথবা হাইড করা

q,Q- পুরোনো গ্রাব দেখার জন্য।

বার্গ লোডার

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল্লাগে না রে বাই এই বন্টু মামু,

ভালা লাগলো…..
প্রিয়তে হান্দাইয়া রাখলাম……

ধন্্যবাদ শেয়ার করার জন্য, প্রিয়তে রাখলাম।

ভালো পোষ্ট… তবে আমি শুধু উবুন্টু ব্যাবহার করি তাই এর প্রয়োজন নেই…
ধন্যবাদ এইরকম পোষ্ট করার জন্য…

Level 0

অনেক অনেক thanks….এই টাই খুজছিলাম কয় দিন ধইরা…।