Dockbarx(উইেনডাজ ৭ এর টাসবার উবুন্টু/মিন্টে)+ কিছু আইক্যান্ডি

বর্তমান সময়ে উইন্ডোজ ৭ অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এতে taskbar ভিন্নরূপে সাজানো হয়েছে। পুরোনো window list এর পরিবর্তে thumbnail view ব্যবহার করা হয়েছে। যা দেখতে অনেকটাই আকর্ষনীয়। উবুন্টূ/মিন্টে এ ব্যবস্থা করা যায় Dockbarx ইন্সটল করে।

ইন্সটল করার জন্য terminal খুলে নিচের কোডগুলো লিখুন(তাড়াতাড়ি করার জন্যই terminal ব্যবহার করা হচ্ছে। গ্রাফিক্যালি করতে সময় ও ক্লিক বেশি লাগে)

sudo add-apt-repository ppa:dockbar-main/ppa
sudo apt-get update && sudo apt-get install dockbarx

এরপর প্যানেলে রাইট ক্লিক করে add to panel ক্লিক করে dockbarx-applet প্যনেলে যোগ করে নিন।preference/properties চেঞ্জ করতে চাইলে DockbarX Preference এর মাধ্যমে আপনার ইচ্ছেমত অ্যাপ্লিকেশন পিন/আনপিন করতে পারবেন। ট্যাব সুবিধা ও পাবেন win 7 টাস্কবারের মত।

স্ক্রিনশটঃ


Dockbarx

Gloobus preview(লিনাক্সের কুইকলুক)

এই ছোট্ট অ্যাপের মাধ্যমে আপনি নিন্মলিখিত ফাইল/ফরমেট রিলেটড সফটওয়্যার ছাড়াই দেখতে পারবেন। এ্টা অনেকটা Mac OSX এরquicklook ফিচারের মত।

Supported File Formats

Images: jpeg / png / icns / bmp / svg / gif / psd / xcf
Documents: pdf / cbr / cbz / xls / odf / ods / odp 
Source: c++ / c# / java / javascript / php / xml / log / sh / python
Audio: mp3 / ogg / midi / 3gp / wav
Video: mpg /avi / ogg / 3gp / mkv / flv/ mp4
Other: folders / ttf / srt / plain-text
Archive:7z / zip / tar.gz / tar.bz / rar

 
ইন্সটল করার জন্য terminal খুলে নিচের কোডগুলো লিখুন(তাড়াতাড়ি করার জন্যই terminal ব্যবহার করা হচ্ছে। গ্রাফিক্যালি করতে সময় ও ক্লিক বেশি লাগে)
sudo add-apt-repository ppa:gloobus-dev/gloobus-preview
sudo apt-get update && sudo apt-get install gloobus-preview

তবে যাদের Elementary Nautilus ইন্সটল করা আছে তারা শুধু sudo apt-get install gloobus-preview লিখুন।কিংবা সফটওয়্যার সেন্টারে gloobus-preview লিখে সার্চ দিয়ে ইন্সটল করে ফেলুন।

এবার উপরের যেকোন ফাইল/ফরমেট সিলেক্ট করে স্পেসবার চাপুন(Elementary Nautilus user) আর দেখুন মজা। বন্ধ করতে পুনরায় স্পেসবার/Esc key চাপুন। যারা পুরাতন নটিলাস ব্যবহার করেন তারা ctrl+c চেপে তারপর স্পেসবার চাপুন।

স্ক্রিনশটঃ


Preview of a Mp3 file with gloobus preview

Covergloobus(গানের সাথে দেখুনlyricsএবং গিটার ট্যাব)

এই ছোট অ্যাপের মাধ্যমে আপনার প্লেয়ারে চালুরত কোনো গানের(বিশেষ করে ইংরেজি গানের ক্ষেত্রে) lyricsএবং গিটার ট্যাব দেখাবে। তবে এজন্য নেট কানেক্টেড থাকতে হবে।

ইন্সটল করার জন্য terminal খুলে নিচের কোডগুলো লিখুন(তাড়াতাড়ি করার জন্যই terminal ব্যবহার করা হচ্ছে। গ্রাফিক্যালি করতে সময় ও ক্লিক বেশি লাগে)

sudo add-apt-repository ppa:gloobus-dev/covergloobus

sudo apt-get update

sudo apt-get install covergloobus

এবার প্রথমে কোনো মিউজিক প্লেয়ার দিয়ে গান প্লে করে Accessories থেকে covergloobus চালু করুন। কিছুক্ষনের মধ্যে এলবাম আর্ট সহ লিরিক্স( লিরিক্স দেখতে চাইলে নেট কানেক্টেড থাকতে হবে) দেখতে পাবেন।

রাইট ক্লিক করে ট্যাব অপশনের মাধ্যমে গিটার ট্যাব দেখতে পারেন। এছাড়া সেটিংস থেকে থিম চেঞ্জ করতে পারেন।

স্ক্রিনশটঃ


covergloobus

আজ এ পর্যন্তই। আপনি ইচ্ছে করলে উবুন্টু/মিন্টে উইন্ডোজ অথবা কুবুন্টুর মত মেন্যু ব্যবহার করতে পারবেন। এমনকি উইন্ডোজের স্টার্ট মেন্যুর বাটন পর্যন্ত। কিংবা অ্যাপল ম্যাক এর। সে সম্পর্কে না হয় আরেকদিন লিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। Happy Linuxing

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বন্টু মিন্টু থাইক্যা আপাতত দুরে আছি