উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেটাপের পরে ডুয়েল বুট অপশন কাজ না করলে…..

অনেক সময়ই দেখা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেট-আপ দিলে উবুন্টু/মিন্ট সেট-আপ হবাপ পরে ডুয়েল বুট কাজ করে না। পিসি চালু করলে সরাসরি উবুন্ট/মিন্ট চালু হয়ে যায়। আর এই সময়ে অনেকে ধারণা করে বসেন যে, উবুন্টু/মিন্ট সেটাপ দেবার কারণে উইন্ডোজটা বুঝি নষ্ট হয়ে গেল। আসলে ব্যাপার কিন্তু তা নয়..... আপনার উইন্ডোজ ঠিকই আছে। শুধু ছোট্ট একটা টেকনিক খাটানোই বাকি.....

আপনি যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সোজা উবুন্টু/মিন্টের টার্মিনালে গিয়ে টাইপ করুন

sudo update-grub

এন্টার প্রেস করলে আপনার রুট পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার হিট করুন।

দেখবেন আপনার পিসিতে থাকা সকল অপারেটিং সিস্টেমের একটা লিস্ট দেখা যাচ্ছে.....

এবারে পিসিটা রি-স্ট্যার্ট করে দেখুন..... বুট অপশনে সব ওএস দেখা যাচ্ছে...

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিন্টে এইরকম করা যায়। কিন্তু যারা উবুন্টু ব্যাবহার করে থাকেন তারা এইরকম করলে হবে না। উবুন্টু ব্যাবহারকারীরা নীচের লিংকে গিয়ে এই পদ্ধতি সম্পর্কে জানতে পারেনঃ
http://ubuntubd.wordpress.com/2010/04/10/%E0%A6%89%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC-%E0%A7%A8-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%81/

    আপনাকে অনেক ধন্যবাদ….
    আশা করি লিংকটি অনেকের কাজে আসবে…..

ভাই উইন্ডোজ় এর প্রোগ্রাম গুলি উবুন্টুতে চালাবো কি ভাবে। যেমন, ইয়াহু,হটমিল, অন্যান্য। জানা থাকলে অবশ্যই জানাবেন।

    এগুলো চালানোর জন্য আলাদা ম্যাসেঞ্জার দেয়া আছে…….
    যেমন, ইয়াহু , গুগল টকের জন্য পিজিন। হটমেইলের জন্য এমএসএন। ফেসবুক, টুইটার, ফ্লিকারের জন্য গুইবার দেয়া আছে……..
    আপনি এদের ডাউনলোড সেন্টারে এমন হাজারো সফটওয়্যারের খোঁজ পাবেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু ভাই মিন্ট এর একটি সিডি বা ডিভিডির ব্যবস্থা করে দিতেপারলে ভাল হত।

    আপনি মিন্ট-এর সিডি/ডিভিডি বাজারে পাবেন না…..
    আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আপনি নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন

    ‘বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’
    জামিল সরোয়ার ট্রাস্ট
    ২৭৮ এলিফেন্ট রোড, ৪র্থ তলা
    ঢাকা

    ইমেইলঃ [email protected]

    ভাই সমস্যাতো ঐখানেই আমি থাকি চট্টগ্রাম।

ধন্যবাদ শুভদা কাজে লাগবে।
আচ্ছা যদি মিন্ট/উবুন্টু সরাসরি বুট না হয়ে এক্সপি তে বুট হয় তাহলে তখন কিভাবে গ্রাব পুনরুদ্ধার করব?

    এ ধরনের সমস্যায় পড়লে আপনি উবুন্টু/মিন্ট (যেটা আপনি ইন্সটল করেছেন) এর সিডি/ডিভিডি লাইভ মুডে চালিয়ে
    আমার এই ট্রিক্স বা তানিম ভাইয়ের দেয়া টিক্স অনুযায়ী কাজ করলে আশা করি কাজ হয়ে যাবে..

    আপাতত প্রিয় তে রেখে দিলাম 🙂
    ধন্যবাদ।

ভাই অনেক ধন্যবাদ। আমি আমার পিসিতে এক্সপি আর লিনাক্স দিয়েছি। এইটা ভালো সংবাদ হলেও এইটা ভালো সংবাদ নয় তা হলো আমার বাসার অন্যরা এক্সপি ব্যবহার করে। তারা লিনাক্স পছন্দ করে না কারণ ব্যবহার করতে পারে না। যার দরুন আমার খুব সমস্যায় পরতে হয়েছিল কারণ আমি এক্সপি আর লিনাক্স একসাথে ব্যবহার করতে পারছিলাম না। আজ বুটিং হওয়ার সময় দুইটা অপসন (এক্সপি/লিনাক্স) আনার নিয়মটা দেখলাম। এখন একটু মানসিক শান্তি পাচ্ছি কারণ এখন ভাইয়া বলবে না যে তোর লিনাক্স মুছে এক্সপি দে। আবারো অনেক ধন্যবাদ।