উবুন্টু/ মিন্টে অভ্র ফনোটিকে বাংলা লেখার পেইনলেস উপায়

অনেকের ধারণা উবুন্টু/মিন্টে অভ্র ইন্সটল করা অনেক ঝামেলার….. সত্যি বলতে আমারো একসময় তাই মনে হত। কিন্তু খুঁজতে খুঁজতে একসময় ঠিকই সল্যুশন পেয়ে গেলাম।

তো …. চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক…..

কি কি করতে হবে…???

তেমন কিছুই না…..

প্রথমে Application> Ubuntu Software Center- এ গিয়ে Scim লিখে সার্চ দিন। নিচের ছবির মত যেটা পাবেন সেটা ইন্সটল করে নিন। (মিন্ট এর বেলায় এটা করার দরকার নেই….. কোডেকটা দেয়াই আছে।)

এবারে অভ্র-এর ডেবিয়ান ফাইলটা ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে এবার ইন্সটলেশনের কাজটা সেরে ফেলুন।

কি…. কাজ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি..??? আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে…..

এবারে টার্মিনালে গিয়ে নিচের কমান্ডটি লিখুনঃ

im-switch -c

এবারে এন্টার প্রেস করুন। নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হবে…


উপরের ছবিতে একটি তালিকা পাবেন। সেখান থেকে Scim লেখাটি খুঁজে বের করুন। ছবিতে 6 নম্বুরে রয়েছে। আপনার ক্ষেত্রে ভিন্নও হতে পারে। আপনি যে নম্বরটি পাবেন সেটা লিখে এন্টার প্রেস করুন।

ব্যাস…কাজ শেষ। পিসিটাকে এবার রি-স্টার্ট করুন।

আপনার পিসি এবার বাংলা লেখার জন্য তৈরী। যেখানে বাং লিখতে চান সেখানে কার্সর রেখে Ctrl+Space চাপুন।

দেখবেন বামদিকে নিচে কোনায় ছোট্ট একটা উইন্ডো ওপেন হয়েছে…..ওখানে ক্লিক করলে একাটা মেনুবার ওপেন হবে। এবার ওখান থেকে Bengali> Avro Phonotic সিলেক্ট করে দিন।

এবারে আর একটু কষ্ট করে পিসিটাকে আবার রি-স্ট্যার্ট করুন। এখন আপনার পিসি বাংলা লেখার জন্য পুরোপুরি প্রস্তুত।
এবার আপনারাই বলেন….. উবুন্টু/মিন্টে অভ্র সেট-আপ করা  কি খুব কঠিন…?? মোটেই না….

লেখাটা আমার নিজের ব্লগেও প্রকাশিত।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ, টার্মিনালের স্ক্রীনশট-টা দেখে মনে হচ্ছে, পিসি-টা অভ্রনীল-এর। আসলে কি তাই?

    হ্যাঁ….
    ইউআরএল ব্যবহার করে ইমেজ আপলোড করা হয়েছে………
    নেটের স্পীড স্লো থাকার কারণে স্ক্রীন শট নিয়ে সেটা আবার আপলোড করা অনেক সময়ের ব্যাপার….. তাই সময় বাঁচাতেই এটা করা হয়েছে…….
    তবে এটা ঠিক….. মূল ট্রিক্সটা অভ্রনীল ভাইয়ের কাছ থেকেই পাওয়া……

আমি উবুন্টুতে ইউনিজয় দিয়ে বাংলা লিখি…….. ইউনিজয়ই ভালো লাগে……. উবুন্টুতে দুইবার পিসি রিস্টার্ট একমুঠো মুড়ি খাওয়ার সমান…….. উবুন্টু চলানো ততটা কঠিন না যতটা আমরা ভাবি……

    কেন ভাই….. উবুন্টু/মিন্ট তো বেশ ফাস্ট….
    আসলেই….. আমরা উবুন্টু/মিন্ট যতটা কঠিন ভাই মোটেই ততটা কঠিন নয়……আমার বিশ্বাস কম্পিউটারের উপর সাধারণ জ্ঞান থাকলে যে কেউই উবুন্টু/মিন্ট চালাতে পারবে…..

ভালো তথ্য ধন্যবাদ।

নতুনদের কজে লাগবে।

Level 0

ধন্যবাদ অনেকের কাজে আসবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আরো ডিটেলস দিতেন তাহলে অনেকের সুবিধা হত। আমি তো ইউনিজয় অভ্র দুটোই ব্যবহার করি, দারুন কাজকরে। এমন কি ইলিস্ট্রেটরের কাজও।