মূল লেখাটি এখানে। লেখক অভ্রনীল। এর আগে তাঁর একটি লেখা এখানে শেয়ার করেছি (অনুমতি নিয়ে)। এবারে শিরোনামটি একটু বদলে দিয়েছি। কারণ এখানে শিরোনামের সর্বনিম্ন দৈর্ঘ্য থাকতে হয়। এবারে মূল লেখায় আসি।
কেন উবুন্টু
যারা নতুন লিনাক্সে আসেন তারা প্রথমেই যে সমস্যায় পরেন সেটা হল লিনাক্সের শত শত ডিস্ট্রো থেকে কোনটা ব্যবহার করবেন? অবশ্যই আপনার প্রয়োজনমত যেটাকে সবচেয়ে কাজের মনে হয় সেটা ব্যবহার করবে। কারন একেকজনের প্রয়োজন একেকরকম, যিনি ভিডিও এডিটিং করেন তার কাজের সাথে যিনি প্রোগ্রামার তার কোন মিল নেই, এই দুজনের জন্য দরকারী সফটওয়্যারও ভিন্ন হবে। তবে যারা সাধারন ইউজার তাদের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে উবুন্টু।
কেন উবুন্টু ব্যবহার করবেন- এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে বের হন তবে হাজার হাজার জবাব পাবেন। বর্তমান কালের সবচেয়ে জনপ্রিয় এই ডিস্ট্রটি লিনাক্সের কার্নেলের উপর তৈরি বলে সিকিউরিটি থেকে শুরু করে লিনাক্সের সব ধরনের সুবিধাই এতে পাবেন। তাহলে কোন বৈশিষ্ট্য একে অন্য ডিস্ট্রগুলো থেকে আলাদা করেছে? আসুন তাহলে এক ঝলক দেখে নেই।
উবুন্টু কাদের জন্য?
উবুন্টু অন্যান্য ডিস্ট্রোর মত “কেবলই আরেকটা লিনাক্স”ডিস্ট্রো না। এটা ডেবিয়ানের মত শক্তিশালী ডিস্ট্রোর উপর বেস করে তৈরি হওয়া এক ডিস্ট্রো যার মূল স্লোগান হল “মানুষের জন্য লিনাক্স”। আক্ষরিক অর্থেই উবুন্টু সাধারন মানুষের জন্য বানানো হয়েছে। এক সময় মনে করা হত খোঁচা খোঁচা দাড়ি গোফ ওয়ালা জিনিয়াস টাইপের লোকজন কীবোর্ডে খটাখট আওয়াজ করে লিনাক্স ব্যবহার করে। দিন এখন পালটে গেছে, সেই সাধারন ব্যবহারকারীদের জন্য কমান্ডের লিনাক্সের যুগ এখন আর নেই। ডেস্কটপে লিনাক্স এসেছে অনেক বছর। আর সেই ডেস্কটপ লিনাক্সকে অন্য মাত্রায় নিয়ে গেছে উবুন্টু। উবুন্টু ব্যবহার করতে খুব আহামরি কোন কম্পিউটার জ্ঞানের দরকার নেই, এতই সোজা এই অপারেটিং সিস্টেমটি। আর এর ইউজার ফ্রেন্ডলিনেসের কথা তো লিনাক্সের এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। উবুন্টুই একমাত্র লিনাক্স ডিস্ট্র যেটাকে মাইক্রোসফট “অতি” সমীহ করে চলে কারন উবুন্টু ইউজার ফ্রেন্ডলিনেসের দিক থেকে উইন্ডোজের চেয়েও উন্নত।
কেমন জিনিষ?
সবচেয়ে সহজ ওএস ইন্সটলেশন পদ্ধতি সম্ভবত উবুন্টুর। খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসে কেবল মাউস দিয়ে টিপে টিপে যে কেউ উবুন্টু ইন্সটল করতে পারবে মাত্র সাত থেকে আট ধাপে। সফটওয়্যার খোঁজার জন্য নেট ঘাঁটাঘাটির দরকার নাই। সফটওয়্যারের বিশাল রিপজিটরি আছে এতে যেখানে হাজার হাজার ফ্রী সফটওয়্যার তালিকাভুক্ত হয়ে আছে। শুধু গিয়ে ইন্সটল দিলেই হল, সাথে সাথে ইন্সটল হয়ে যাবে। যেকোন সফটওয়্যার আপডেটও খুব সহজেই করা যায়। উবুন্টুই আপডেট নোটিফিকেশন শো করবে আর আপডেটের অপশন দিবে। গুগুল সার্চ করে আপডেট নামানোর কোনই প্রয়োজন নাই।
সাহায্য চাইলে পাবো তো?
উবুন্টুর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর বিশাল ইউজার কমিউনিটি। লিনাক্সের সবচেয়ে বিশাল কমিউনিটি হচ্ছে উবুন্টুর। যেকোন সমস্যায় কেবল কমিউনিটির কাছে ধর্না দিলেই হবে, সমাধান করার জন্য লোকজন ঝাঁপিয়ে পড়বে।
কোথায় পাবো?
উবুন্টুই একমাত্র ডিস্ট্রো যেটা অর্ডার দিলে ফ্রী তে বাসায় পৌঁছে দেয়া হয়। তারওপর এর সিডি আবার লাইভ সিডি অর্থাৎ পিসিতে ইন্সটল না করেই আপনি সিডি থেকে সব প্রয়োজনীয় এ্যাপলকেশনসহ উবুন্টু ব্যবহার করতে পারবেন, এমনকি ইন্টারনেটেও কানেক্ট হয়ে ব্রাউজ করতে পারবেন!
আপডেট হবে তো?
হার্ডওয়্যার কম্পিটিব্যালিটি উবুন্টুর সবচেয়ে বেশি। অর্থ্যাৎ সবচেয়ে বেশি সংখ্য হার্ডওয়্যার উবুন্টুই চিনতে পারে। ফলে ওয়্যারলেস নেটওয়ার্ক এডাপ্টারের মত হার্ডওয়্যার চিনে নিতেও উবুন্টুর কোন সমস্যা হয়না। আর প্রতি ছয় মাস পর পর উবুন্টু আপগ্রেড হয়। ফলে বছরে দুইবার আপনার পিসি আপগ্রেড হতে থাকবে।
সিদ্ধান্ত নিন
বলা হয় বর্তমানে লিনাক্সের জয়যাত্রার পতাকা যদি কারো বহন করার ক্ষমতা থাকে তো সেটা উবুন্টুর আছে। গুগলের মত বিশ্বখ্যাত কোম্পানি তাদের অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টুকে বেছে নিয়েছে। তাহলে আর আপনি বসে থাকবেন কেন? ঘুরে আসুন উবুন্টুর সাইট থেকে, সংগ্রহ করুন আপনার ভার্সনটি!
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
vai! windows er pashapashi ki ubuntu install dea use kora jabe ???
ami vista ultimate(chorai) os use kori.
duita ki ekshate use kora jabe ????