লিনাক্স এ গেমিং

কম্পিউটার ব্যবহারকারীদের একটি বিরাট অংশ বিশেষ করে টিনএজাররা অবসর সময় গেম খেলে অতিবাহিত করে থাকে। উইন্ডোজ থেকে লিনাক্সে আসার পর অনেকের অভিযোগ থাকে লিনাক্সে গেমের ভালো সাপোর্ট নেই । কথাটা একসময় সত্যি ছিল। আসলে গেম ডেভেলপারগণ লিনাক্স অপারেটিং সিস্টেম কে এখনো সিরিয়াসলি নেয়নি যখন তাদের মনে হবে লিনাক্স ওএস ইউজারদের সংখ্যা কম নয় তখন তারা হয়তো তাদের গেমকে লিনাক্স কম্পাটিবল করবে। তাই বলে তাদের স্বিদ্ধান্ত এর জন্য আমরা তো আর বসে থাকতে পারিনা। আর ওপেনসোর্স ডেভলপাররা বসেও নেই। তারাও তৈরী করেছে লিনাক্সের জন্য কিছু আকর্ষনীয় গেমস।

Playdeb

আর নতুন লিনাক্স ব্যবহারকারীদের জন্য লিনাক্স গেম ইনস্টল কে আরো সহজ করে দিতে  তৈরী করা হয়েছে  Playdeb এ্যাপলিকেশনটি। এটি মূলত ইন্টারনেটে সংরক্ষিত লিনাক্সগেম গুলোকে খুব সহজেই ডাউনলোড করতে পারে। গেম ডাউনলোড এবং ইনস্টলেশনের জন্য আপনাকে শুধু

playdeb.jpg

এখান থেকে যেকোন গেমের নিচের Install লিন্কে ক্লিক করতে হবে যেকোন ব্রাউজার থেকে। তবে এজন্য আপনাকে apturl package(এটি মূলত সফটওয়্যার ইনস্টলকে আরো সহজ করে দেয় শুধুমাত্র apt:dreamchess এজাতীয় লিন্কে ক্লিকের মাধ্যমে প্রোগামটি খোঁজা এবং ডাউনলোড ইনস্টলেশনের কাজ এটিই করে নেবে যা নতুন ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার ইনস্টলের সহজ পন্থা) এবং playdeb package টি সাইট থেকে ইনস্টল করে নিতে হবে।

ব্যাস আর কিছুনা  আপনি শুধু এইখান থেকে আপনার পছন্দের লিনাক্স গেম ইনস্টল করে নিতে পারেন। আমি এটি ব্যবহার করে Dreamchess গেমটি ইনস্টল করেছি সফলভাবে। তবে এটি উবুন্টু লিনাক্সের জন্য।

উইন্ডোজ ভিত্তিক গেম খেলার অন্যান্য পদ্ধতি

Wine

উইন্ডোজ ভিত্তিক গেম খেলতে আপনি ব্যবহার করতে পারেন Wine যেটি উইন্ডোজভিত্তিক প্রোগ্রাম লিনাক্সে চালানোর একটি অন্যতম এ্যাপলিকেশন। এর লেটেস্ট Wine 1.0.1 ব্যবহার করেও আপনি কিছু উইন্ডোজ ভিত্তিক গেম ইনস্টল করতে পারবেন।

Cedega

Cedega হচ্ছে লিনাক্সে উইন্ডোজ ভিত্তিক গেম খেলার আরেকটি সফটওয়্যার। এটিকে WineX ও বলা হত এটি wine এর উন্নত ভার্সন এবং এটির মাধ্যমে আপনি সাম্প্রতিক প্রায় সবগুলো গেম লিনাক্সে খেলতে পারবেন। এটি  তবে এটি ফ্রি নয় এটি ব্যবহারের জন্য আপনাকে monthly সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে।

PlayOnLinux

এটিও wine এর উপর ভিত্তি করে তৈরী । তবে এটি ফ্রি।

তবে আর অপেক্ষা কি এখনি গেম খেলতে বসে পড়ুন আপনার লিনাক্স ডেক্সটপে 🙂

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টু দিয়ে কি FIFA 12 বা Online Multiplayer Games যেমন League of Legends খেলা যাবে?