[উবুন্টু টিউটরিয়াল] সবচেয়ে জরুরী বিষয় – উবুন্টুতে ইন্টারনেট কানেকশন কনফিগার

উবুন্টুতে মিডিয়া কোডেক গুলো প্রথম থেকই না দেয়া থাকার কারণে এবং সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনে প্রথমেই দরকার হয় একটা ইন্টারনেট কানেকশন । ইন্টারনেট থাকলেই উবুন্টুর আসল মজাটা বুঝা যায় । এমন সিকিউর আর টেনশনবিহীন ইন্টারনেট ব্রাউজিং লিনাক্স ছাড়া আপনাকে আর কে দেবে বলুন ?
ইন্টারনেট কানেকশন ২ রকমঃ ১. মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশন ২. ব্রডব্যান্ড কানেকশন

মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশনঃ

ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই মোবাইল বা মোডেম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন । উবুন্টুতে মোবাইল ইন্টারনেট ডিভাইসগুলোর সাপোর্ট খুব ভালো । যদাও মেক্সিমাম মোডেম উইন্ডোসকে টার্গেট করে বানানো হয় কিন্তু উবুন্টুর ডেভেলপাররা ব্যাপারটা খুব ভালো করেই সামলে নিয়েছেন । আর কিছু ডিভাইস যাও সমস্যা করে সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে ।

এবার আসি কিভাবে কনফিগার করবেন এই বিষয়ে -

  • আপনার মোবাইল বা মোডেমটি লাগাবেন । মোবাইল অবশ্যই পিসি-স্যুইট মোডে লাগাবেন ।
  • লাগানোর পরপরই New Mobile Broadband Device Found নামে একটা উইন্ডো পাবেন । Forward করুন । যদি এমন উইন্ডো না পান তবে নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন
  • আপনাকে দেশ সিলেক্ট করতে বলবে - Bangladesh সিলেক্ট করে Forward করুন
  • GrameenPhone , BanglaLink , Aktel , Warid যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করে Forward করলেই কানেকশন চালু হয়ে যাবে ।
  • পরের বার চালু করতে উপরে নেটওয়ার্ক আইকনটাতে ক্লিক করুন - ব্যস হয়ে গেল

কিছু বিশেষ কেস যেমন জিপির নতুন মোডেম ( পুরানোটা এমনি কনফিগার হয় ) , সিটিসেল জুম মোডেম, সিটিসেল জুম আল্ট্রা মোডেম এর ক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে । এগুলো নিয়ে একসময় লিখেছিলাম - তাই যে চাকা আবিষ্কার হয়ে গেছে তা আর আবিস্কার করে লাভ নাই । নীচের লেখাগুলো দেখুন -

উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার
উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার
উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( WVDIAL ছাড়া , সরাসরি নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে)

ব্রডব্যান্ড কানেকশন

ব্রডব্যান্ড সাধারণত দুই রকম হয় - ১. পিপিপি ( যেখানে ইউজারনেম পাসওয়ার্ড শুধু দিতে হয় - আইপি এড্রেস বা এমন কিছু দিতে হয় না ) ২. ম্যানুয়াল ( যেখানে আইপি , সাবনেট মাস্ক ইত্যাদি বসিয়ে কানেকশন করা হয় )

১. পিপিপি কানেকশনঃ ( গ্রাফিক্যালি ) এটা কনফিগার করা খুবই সোজা ।

  • System-> Preference -> Network Connections এ যান । DSL ট্যাবে যান
  • Add এ দিন । একটা নতুন উইন্ডো আসবে ।
  • Connection name এ নাম দিন ; Username , Password দিন - যদি সার্ভিস নেম লাগে তবে তাও দিন
  • Apply করে বরিয়ে আসুন । যদি স্টার্টআপের সময় অটো কানেকশন স্টার্ট করতে চান তবে Connect Automatically তে ঠিক দিয়ে দেবেন ।
  • আরো যদি এক্সট্রা কোন সেটিং থাকে যেমন ডিএনএস , প্রোভাইডার ম্যাক এড্রেস এগুলো দেবার অপশন বাকি ট্যাগগুলোতে পাবেন । তবে পিপিপি কানেকশনে সাধারনথ এসব থাকে না ।

২. পিপিপি কানেকশনঃ ( কমান্ড লাইন ভিত্তিক ) গ্রাফিক্যালি অনেকসময় অনেক প্যারামিটার বাদ থেকে যায় - তাই কানেক্ট হয় না । এই দিক থেকে টারমিনাল বেসড এইটা খুবই ভালো । সাধারনত কোন প্যারামিটার বাদ না পড়ায় সবসময়ই কানেক্ট হয় ।

  • টারমিনাল খুলে কমান্ড দিন - sudo pppoeconf
  • আপনার পিসিতে থাকা সবগুলো ইথারনেট ইন্টারফেস দেখাবে - সাধারনত eth0 তে কানেক্ট করা থাকে
  • ধাপে ধাপে যা যা চায় সব দিন
  • সব ঠিক থাকলে পিসি চালু হলেই কানেকশন চালু হবে
  • যেকোন সময় কানেকশন চালু করতে টারমিনালে কমান্ড দিন - sudo pon ; বন্ধ করতে কমান্ড দিন - sudo poff

৩. আইপি , ম্যাক বসিয়ে ম্যানুয়ালি কনফিগারঃ এইটা অনেক সোজা - শুধু প্রোভাইডারের কাছ থেকে প্যারামিটার গুলো জেনে নিয়ে যায়গা মত বসিয়ে দেবেনঃ

  • System->Preference->Network Connections এ যান ।
  • Wired ট্যাবে যান ।
  • Add বাটনে ক্লিক করে নতুন কানেকশন ডায়ালগ খুলুন ।
  • Wired connection 1 এর বদলে কানেকশনের একটা নাম দিন ।
  • Mac Address এর যায়গায় ফিজিকাল এড্রেস: aa-bb-cc-dd-ee-ff এমন কিছু একটা হবে
  • ipv4 settings এ যান ।
  • Method হিসেবে Manual নির্বাচন করুন ।
  • Addresses এর পাশের Add বাটনে ক্লিক করুন ।
  • Address এর ঘরে আই পি এড্রেস দিন ।
  • Netmask এ আপনাকে দেয়া নেটমাস্ক দিন
  • Gateway তে দিন আপনার গেটওয়ে দিন
  • DNS Servers এর ঘরে আপনাকে দেয়া ডি এন এস সার্ভার এড্রেস দিন

ব্যস কানেকশন কনফিগার হয়ে গেলো । যদি আপনার কানেকশনে প্রক্সি সেটিং করতে হয় তবে নীচের মত করুন -

  • System->Preference->Network Proxy তে যান ।
  • Manual Proxy Configuration সিলেক্ট করুন ।
  • Use the same proxy for all protocols এর চেকবক্সটা চেক করে দিন ।
  • HTTP Proxy এর বক্সে আপনার HTTP প্রক্সি এড্রেস লিখুন
  • Port এ পোর্ট এড্রেস দিন
  • Apply System Wide ক্লিক করে Close দিয়ে বেরিয়ে আসুন ।

শেষ কথাঃ যাদের মোবাইল ব্রডবন্ড আছে তারা আশা করি কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন । কিন্তু যেহেতু বাংলাদেশের লোকাল প্রোভাইডাররা একেকজন একেকভাবে সেবা দেয় , একেকভাবে কনফিগার করে তাই একদম এক্সাক্টলি বলা অসম্ভব , তাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে

ভালো থাকবেন সবাই । হ্যাপি লিনাক্সিং ।

Level New

আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লেখাতো সবসময় ই প্রশংসনীয়। তাই আজকেরটা ও ব্যাতীকরম নয়।ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ। আমি Nokia মোবাইল থেকে নেট ব্যবহার করতে পারি কিন্তু আমার জিপির মডেমে সমস্যা করে। মডেম পেয়েছে কি পায়নি তা বোঝার উপায় কি?

    কোন জিপি মোডেম – নতুনটা না পুরানটা ? একটু জানান ।

    পুরান মোডেমটা সমস্যা করলে System-> Preference -> Network Connections থেকে একটা Mobile Broadband কানেকশন করে নিন । পরে লাগিয়ে ড্রাইভটা আন-মাউন্ট করে ডায়াল করুন । কাজ হবার কথা ।

খুব ভাল হয়েছে। কাজে লাগবে।

    আচ্ছা আর একটা কথা, আমি যদি টেলিটক থেকে কানেকশন দেই মডেম দিয়ে কি ভাবে দেব।আপনাকে ধন্যবাদ।

    হুম ! একটা ভালো প্রশ্ন করেছেন ।

    কনফিগারেশনের যে পর্যায়ে আপনােক অপরেটর সিলেক্ট করার লিস্ট দেবে তখন নীচে একটা অপশন পাবেন ” My operator is not listed ” নামে । সেখানে ক্লিক করবেন – অপরেটর নাম হিসেবে Teletalk দেবেন ।
    তারপর Username , Password এবং Access Point দেবার জন্য বলবে ।
    username , password দুইটাই দেবেন gprs আর Access Point আপনার দরকার মত বসাবেন । ( টেলিটকের একেক প্যাকেজে একেক এক্সেস পয়েন্ট )
    ভালো থাকবেন ।

খুবই ভাল এবং মান সম্মত টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
    ভালো থাকবেন ।

Level 0

আপনার সব গুলো টিউনই ভাল লাগে। ধ্যবাদ আপনাকে।

Level 3

খুব ভাল হয়েছে। আমাদের সবার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহারে আগ্রহী হওয়া উচিৎ।

    ঠিক বলেছেন , ২০১৩ সাল আসার আগেই আমাদের সবার ফ্রী সফটওয়্যারে এডপটেট হওয়া উচিত – ধন্যবাদ মন্তব্যের জন্য ।

উবন্টুতে পারছি ১ বছর আগেই।
কুবন্টুতে পারি নাই 🙁

    কুবুন্টুতে নেটওয়ার্ক ম্যানেজার ইন্সটল করা না থাকায় সরাসরি উবুন্টুর মত করা যায় না । 9.04 থেকে wvdial ও দেয়া থাকে না তাই সেটা দিয়েও করতে পারবেন না । নেটকানেক্ট করতে চাইলে আপনাকে হয় wvdial কিংবা Network Manager ইন্সটল করে কনফিগার করে নিতে হবে ।

    ধন্যবাদ মন্তব্যের জন্য , ভালো থাকবেন ।

অসংখ্য ধন্যবাদ অতি চমৎকার একটি টিউন উপহার দেয়ার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

অনেক ভালো করেছো এই লিখা দিয়ে। আমিতো লিখার সময়ই পাই না…

Level 0

আমার connection হচ্ছে ppp.গত কয়েকদিন ধরেই একটা উদ্ভট সমস্যায় পড়েছি।আমি আপনার উল্লেখিত পদ্ধতি অনুযায়ী net connect করেছি এবং আমার কোন ধরনের সমস্যায় পড়তে হয় নি।কিন্তূ গত কিছুদিন আগে সমস্যাটির সূত্রপাত।একদিন দেখি আমার net connection নেই।প্রথমেই গেলাম System-> Preference -> Network Connections->dsl.দেখলাম service name,user name,password সবই ঠিক আছে।এইবার command line এ গেলাম।সবকিছুই করলাম কিন্তু connection হল না।একই কাজ কয়েকবার করলাম এবং মজার ব্যাপার হল ৫-৭ বার একই কাজ করার পর connected হল।আমি প্রত্যেক বার ই একই user name,password দিয়েছি।২-৩ ঘন্টা পর connection terminated হয়ে গেল এবং একইভাবে ৫-৭ বারের প্রচেষ্টায় reconnect করতে পারলাম।এরপর প্রতিদিন ই একই সমস্যায় পড়ি।এরপর গতকাল আর সমস্যায় পড়লাম না,পড়লাম বিপদে।কারণ আগে ৫-৭ বার চেষ্টা করে connect করতে পারলেও এখন কিছুতেই আর connect করা যাচ্ছে না।plog command টি দিলে বলছে bad username or password connection terminated,কিন্তু আমার username password ঠিক আছে এ ব্যাপারে আমি ১০০% sure.(উল্লেখ্য আমি windowsএ কোন সমস্যা ছাড়াই connect করতে পারছি অর্থাত আমার isp জনিত কোন সমস্যা নেই।)

    আপনার কী ম্যাক বাইন্ড করা – মানে এই কানেকশন কী অন্য পিসিতেও ব্যবহার করতে পারেন ? যদি ম্যাক বাইন্ড করা না হয় তবে এক কাজ করুন কানেকশন কনফিগারেশন গুলো ডিলিট করে দিন । তারপর নতুন একটা কানেকশন করুন ।
    যখন নতুন কানেকশন বানাবেন তখন দেখবেন উপরে Connect Automatically নামে একটা চেকবক্সে চেক করা – সেখান থেকে চেক উঠিয়ে দেবেন ।

    এরপর কানেক্ট করুন । দেখুন কী হয় । আর ম্যাক এড্রেস বাইন্ড করা থাকলে নীচের লিন্কে থাকা নেটওয়ার্ক ম্যানেজারটা ব্যবহার করে দেখতে পারেন –

    http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5828

Level 0

না এই কানেকশন অন্য পিসিতে ব্যবহার করতে পারিনা।আমি নতুন কানেকশন করেছিলাম যদিও Connect Automatically চেক উঠিয়ে দেই নি।দেখি আবার করে।কিন্তু কথা হল প্রায় ১৫-২০ দিন কোন ঝামেলা ছাড়াই use করলাম।আর automatically connected ও হত।হঠাৎ করে কি এমন হল যে এরকম হচ্ছে।যাই হোক সমাধান হলে জানাব। তোমাকে ধন্যবাদ।

    কোন কারণে হয়ত কোন প্যারামিটার পরিবর্তন হয়েছে … দেখুন কী হয় । কাজ হলে জানাবেন ।
    ভালো থাকুন ।

জামাল, ভাবি নি কাজে লাগবে। কিন্তু আজ লেগে গেল। দারুন সব টিঊন কর তুমি। অনেক ভাল লাগে। থেমে যেও না প্লিজ।
– নাহিদ

Level 0

উবুন্টুতে বাংলালায়ন মোডেম সেটাপ দিবো কিভাবে?

Level 0

জানি, উত্তর হয়তো দিবেন না, তারপরও জিজ্ঞেস করছিঃ ১০১০ এ কিউবি কানেকশন দেবো কিভাবে?

জামাল ভাই আমার btcl এর ব্রডব্যান্ড PPPoEব্যবহার করি,এখন উবুন্টুটে কিভাবে কানেকশন দিব আর মোবাইল দিয়ে blutooth এর মাধ্যমে কি ইন্টারনেত কানেকশন দেয়া যাবে?

আর আমার মডেম huawei adsl

Level 0

vai আমি বাংলা লায়ন এর ইনডোর মোডেম ইউজ করছি আমি উবুন্টু ১২।০৪ ইন্সটল দেবার পরে আর ইন্টারনেট পাচ্ছি না কেব্‌ল আনপ্লাগ দেখায় …( আমি ল্যন কেব্‌ল দিয়ে চেষ্টা করছি ) ম্যানুয়ালি করার চেষ্টা করলাম কিন্তু হলো না কি করলে প্রব্লেম সলভ হবে প্লিজ একটু বলবেন না হলে আমাকে উবুন্টু আনইন্সটল করতে হবে উপায় নাই 🙁