উবুন্টুতে মিডিয়া কোডেক গুলো প্রথম থেকই না দেয়া থাকার কারণে এবং সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনে প্রথমেই দরকার হয় একটা ইন্টারনেট কানেকশন । ইন্টারনেট থাকলেই উবুন্টুর আসল মজাটা বুঝা যায় । এমন সিকিউর আর টেনশনবিহীন ইন্টারনেট ব্রাউজিং লিনাক্স ছাড়া আপনাকে আর কে দেবে বলুন ?
ইন্টারনেট কানেকশন ২ রকমঃ ১. মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশন ২. ব্রডব্যান্ড কানেকশন
ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই মোবাইল বা মোডেম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন । উবুন্টুতে মোবাইল ইন্টারনেট ডিভাইসগুলোর সাপোর্ট খুব ভালো । যদাও মেক্সিমাম মোডেম উইন্ডোসকে টার্গেট করে বানানো হয় কিন্তু উবুন্টুর ডেভেলপাররা ব্যাপারটা খুব ভালো করেই সামলে নিয়েছেন । আর কিছু ডিভাইস যাও সমস্যা করে সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে ।
এবার আসি কিভাবে কনফিগার করবেন এই বিষয়ে -
কিছু বিশেষ কেস যেমন জিপির নতুন মোডেম ( পুরানোটা এমনি কনফিগার হয় ) , সিটিসেল জুম মোডেম, সিটিসেল জুম আল্ট্রা মোডেম এর ক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে । এগুলো নিয়ে একসময় লিখেছিলাম - তাই যে চাকা আবিষ্কার হয়ে গেছে তা আর আবিস্কার করে লাভ নাই । নীচের লেখাগুলো দেখুন -
উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার
উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার
উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( WVDIAL ছাড়া , সরাসরি নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে)
ব্রডব্যান্ড সাধারণত দুই রকম হয় - ১. পিপিপি ( যেখানে ইউজারনেম পাসওয়ার্ড শুধু দিতে হয় - আইপি এড্রেস বা এমন কিছু দিতে হয় না ) ২. ম্যানুয়াল ( যেখানে আইপি , সাবনেট মাস্ক ইত্যাদি বসিয়ে কানেকশন করা হয় )
১. পিপিপি কানেকশনঃ ( গ্রাফিক্যালি ) এটা কনফিগার করা খুবই সোজা ।
২. পিপিপি কানেকশনঃ ( কমান্ড লাইন ভিত্তিক ) গ্রাফিক্যালি অনেকসময় অনেক প্যারামিটার বাদ থেকে যায় - তাই কানেক্ট হয় না । এই দিক থেকে টারমিনাল বেসড এইটা খুবই ভালো । সাধারনত কোন প্যারামিটার বাদ না পড়ায় সবসময়ই কানেক্ট হয় ।
৩. আইপি , ম্যাক বসিয়ে ম্যানুয়ালি কনফিগারঃ এইটা অনেক সোজা - শুধু প্রোভাইডারের কাছ থেকে প্যারামিটার গুলো জেনে নিয়ে যায়গা মত বসিয়ে দেবেনঃ
ব্যস কানেকশন কনফিগার হয়ে গেলো । যদি আপনার কানেকশনে প্রক্সি সেটিং করতে হয় তবে নীচের মত করুন -
শেষ কথাঃ যাদের মোবাইল ব্রডবন্ড আছে তারা আশা করি কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন । কিন্তু যেহেতু বাংলাদেশের লোকাল প্রোভাইডাররা একেকজন একেকভাবে সেবা দেয় , একেকভাবে কনফিগার করে তাই একদম এক্সাক্টলি বলা অসম্ভব , তাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ।
ভালো থাকবেন সবাই । হ্যাপি লিনাক্সিং ।
আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার লেখাতো সবসময় ই প্রশংসনীয়। তাই আজকেরটা ও ব্যাতীকরম নয়।ধন্যবাদ আপনাকে।