জাগো ডিপ্লোমা ইন্জিনিয়ার জাগো

বাংলাদেশে দাবি আদায়ের একমাত্র হাতিয়ার হচ্ছে রোডে গাড়ি ভাঙ্গা। আমার মনে হয়,, ঈদের আগের দিন/ পরের দিন সড়ক অবরোধ, গাড়ি বাংচুর করলেই একমাত্র সরকারের টনক নড়বে!
না হলে সরকারের মেয়াদ ২৪ তারিখের মধ্যে শেষ হয়ে গেলে- সরকার আমাদেরকে আবারো আশ্বাস দিবে, পূণরায় সরকার গঠন করতে পারলে, ডিপ্লোমার মান মর্যাদা উন্নায়ন করবে।
সরকার চাচ্ছে, ৯/৬ করে দিন কাটাতে কারন ডিপ্লোমাদের খুশি করা মানে BSC দের তেলে বেগুনে জ্বলে উঠা। তাই সরকার চাচ্ছে IDEB ও IEB উভয় নৌকায় পা দিয়ে কোনরকম নদী পার হতে। মনে রাখবেন আমরা দেশের সংখ্যাগরিষ্ট ইন্জিনিয়ার + আমাদের ভোট বেশি। সুতরাং যা করার নির্বাচনের আগে করতে হবে, না হলে আন্দোলনের আগুণ নিভে যাবে-তার চেয়ে আরো বেশি আগুন জ্বলবে যদি আমরা ৫দিন  ধর্মঘট করি।

সারা বাংলাদেশের সকল সরকারি/বেসরকারি/জরুরী সার্ভিস তথা- বিদুৎ , গ্যাস, পানি, পরিবহন , EPZ, সহ সকল প্রতিষ্ঠানের কর্মরত  ৩লক্ষা ডিপ্লোমা  ইন্জিনিয়ার এক সাথে ৫দিনের জন্য কর্ম বিরতি তে যাই! তখন সরকার বুঝবে ঠেলা কাকে বলে? তাই সংগ্রামি ডিপ্লোমা ইন্জিনিয়ার ও ছাত্র- ছাত্রীদের কে ফেণী কম্পিউটার ইন্সটিটিউট+ বাকাছাপ+IDEB  এর পক্ষ  থেকে  আহ্বান  জানাচ্ছি যে- ঈদের ছুটির পর  আপনারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিবেন না!!!!!!!!!! এবারের সংগ্রাম,চূড়ান্ত সংগ্রাম।

কারিগরি শিক্ষার সেকাল - একাল মোঃ আহসান হাবীব সেতু ( ঢা. প. ই ) দেড়শতাধিক বছর আগে শুরু হয়েছিলো পলিটেকনিক শিক্ষাব্যাবস্থা। দেশ ও জাতির অগ্রগতির জন্য মূলত এ শিক্ষাব্যাবস্থা র পথচলা। ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা হিসেবে পরিচিত করা হয় এই শিক্ষাব্যাবস্থা কে। ডিপ্লোমা প্রকৌশলীরা যাতে উ শিক্ষা অর্জন করতে পারে সেই লক্ষে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তাদের পড়ার সুযোগ করে দেয় তৎকালীন শিক্ষাপরিষদ। ডিপ্লোমাদেরকে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দশটি কোটা দে।

ভালই চলতে শুরুকরে ডিপ্লোমা ও অন্যান্য প্রকৌশল শিক্ষাব্যাবস্থা। দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে দেখাযায় প্রতিটি বিভাগে যে দশ জন করে ডিপ্লোমা প্রকৌশলী নেওয় এক থেকে দশম স্থান অর্জন করেছে। শুরু হয়ে গেল সাধারন শিক্ষার্থীদের আন্দোলন ( এটা প্রথম শুরু হয় রুয়েটে )। তারা দাবিকরে কোন ডিপ্লোমা প্রকৌশলী তাদের সাথে পড়তে পারবে না। তাদের লাগাতার কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ডিপ্লোমাদের ভর্তির সুযোগ দেওয়া বন্ধ করে দেয়। প্রায় এক লক্ষ শিক্ষার্থীর জন্য চালু করা হয় একটি মাত্র বিশ্ববিদ্যালয় ডুয়েট। যার আসন সংখ্যা মাত্র বারশত। ডিপ্লোমা প্রকৌশলীরা তা বীণা যাত্রা ও কঠিন পথে। উচ্চ শিক্ষার সুযোগ কমে যাওয়ায় ডিপ্লোমা প্রকৌশলীরা কর্ম সংস্থানে যোগ দিতে শুরু করে। সেখানে তারা তাদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে নিজেদের অবস্থান নিয়ে যায় উচ্চ শিক্ষিত বি.এস.সি প্রকৌশলীদের সমপর্যায়ে। শুরু হয়েগেল আবার দন্দ।

বি.এস.সিরা মানতে চাইলনা ডিপ্ এ পদন্নতি। শুরু হয়েগেল আন্দোলন, বৈষম্য ও শত্রুতা। এমন একটা কথা আছে, 'যে দিন থেকে কেউ ডিপ্লোমাতে ভর্তি হল, সেইদিন থেকেই সে বি.এস.সিদের শত্রু হয়ে গেল '। বি.এস.সিরা লাগাতার আবেদন জানাতে থাকল যে, ' ডিপ্লোমারা আমাদেরচেয়ে কম শিক্ষিত, তারা কোন কাজে প্রতিভা দেখাতে পারেনা, আমরা তাদের পদন্নতি মানি না '।

আবার নীল - নকশায় হারিয়ে গেল ডিপ্লোমা প্রকৌশলীরা। ২০০৮ সালে কেড়ে নেওয়া হল তাদের পদবী। তারা আর ডিপ্লোমা প্রকৌশলী থাকলনা, হয়েগেল "সুপারভাইজার"। "জাগো ডিপ্লোমারা জাগো। এভাবে আর চলতে দেওয়া যায় না। যদি তোমরা আজ না জাগো, আর কোনদিনও জাগতে পারবেনা। সারাটা জীবন তোমাদের জেগেও ঘুমিয়ে থাকতে হবে।"

(লিংকন_ফেণী কম্পিউটার ইন্সটিটিউট/০১৮২৬১০৬২৫৫)

Level 0

আমি fcilincon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

faul lok gulare techtunes theke bahir koira dea uchit.beta gari vangte chai.gari ki tor baper tk kena?

Level 0

nije gari kine tarpor vangen…..: D 😀

Level 0

এটা তো দেশ দ্রহিতা হয়ে গেলো ।। 🙁

ফালতু প্যাচালের জায়গা এইটা না। দূরে গিয়া মর।
আমি নিজে Diploma in Machanical Engineering from D.P.I. – 2012
আজকে আমি Junior CAD Engineer হিসাবে চাকরি করতেছি। আমাকে Junior CAD Supervisor হিসাবে রাখা হয় নাই।
কারো সাধ্য আছে আমারে এই পদ থেকে উপরে না উঠায়া নিচে নামাবে। কাজ জানলে এইসব কিচ্ছু না। পদ আর পদোন্নতি পায়ের কাছে ঘুর ঘুর করব। আর কাজ না জানলে গাড়ি ভাংতে ভাংতেই দিন যাইব।
আর একটা কথা সরন করিয়ে দিতেছি। আমাদের লেভেল যেখানেই শুরু হোক না কেন লেভেল শেষ কিন্তু “Assistant Chief Engineer” হিসাবে যেখানে “Chief Engineer” একজন Bsc Engineer. নিজের যোগ্যতায় সেই যায়গায় পৌছাতে হবে। গাড়ি ভেঙ্গে যদি সেই জায়গায় পৌছানো যাইত তাইলে আর বাংলাদেশে একটা গাড়িও থাকত না “৩ লক্ষাধিক” গাড়ি ভেঙ্গে সবাই “Assistant Chief Engineer” হয়ে যেত।

আর সম্মানীত মডারেটর দের বলছি,
এই ধরনের পোষ্ট site এ রাখা এই সর্ববৃহৎ Techonology comunity এর জন্য কতটা “সুনামের” তা বিবেচনায় আনবেন আশা করি।

Level 0

ja giya porte boi. Giya HSC xm deh.. diya pass kore dekh ki thela!!! ar bsc to porer kotha!! tokhn tui bujhbi toder koi thaka utchit?? Atoi jokhn respect niye bachte chass tahole bsc korte parish nah ken amon to na je toder bsc korer rastao bondho??

    Level 0

    @sophistken: ভাইয়া আমি, HSC (বিজ্ঞান বিভাগ থেকে ) ৪.৬ GPA নিয়ে পাস করে আবার ডিপ্লোমা করেছি। এখন BSc ও করছি…………………….. সব নদীর পানি খেয়ে বলছি- ডিপ্লোমা ই বেস্ট

      @fcilincon: এই point নিয়া তো কোন public engineering university এর admission form ও পাইতেন না। তাইলে সমান যোগ্যতা চান কিভাবে?? এখন তো মনে হয় আপনাদের দেখে নার্স রাও ডাক্তার এর সমান মর্যাদার জন্য আন্দোলন শুরু করবে। but এটা কি মানা সম্ভব।

      @fcilincon: আমি ভাই এস.এস.সি. আর এইচ.এস.সি. দুইটাতেই এ+।কিন্তু আমার বুয়েটে পরীক্ষা দেওয়ারো যোগ্যতা হয়নাই।আর অন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেও চান্স পাইনাই।
      “সব নদীর পানি খেয়ে বলছি- ডিপ্লোমা ই বেস্ট”
      মিয়া নদীর পানি বাদ দিয়া পানি ফুটায়া খান।নদীর পানি খাইয়া মাথায় উল্টা পাল্টা জিনিস ঘুরে …. :/

অই মিয়া sophistken, তর কমন সেন্সের অভাব আসে তর কইটা বাপ দিপ্লমা পাশ করসে তুই HSC এর সাথে ডিপ্লোমার তুলনা করস? অই বেটা এ+ পায়া ডিপ্লোমা পরবার আইছি! তর মত তার ছেড়ার সাথে কথা বলার রুচি হসসে না! একবার পরবার আশহিস ডিপ্লোমা পরা পাছা দিয়া বেরায় যাইব অন্তত তর মত 420 র!

আর গারি গুলা নিশ্চয়ই তগ বাপের না………………

Level 0

@sophistken
hala b.c diploma sh0mporke na jaina k0tha b0lbina…
Jani agula koia togo m0t0 dui akta m.c re bujhanu sh0mvob na taw boli parle akdin jaia library te diplomader boi gula deikha ashish….

Level 0

বি এস সি ভাইয়েরা ভাষাকে একটু মার্জিত করেন।আপনারাতো একটু বেশি বোঝেন
আমার মনে হয় খারাপ ভাষাটাও একটু বেশি।
আপনাদের কাছ থেকে ভাল কিছু শিখতে পারলাম না।

Level 0

তোরা-ত দুই তিন টা ফেল মাইরা শেষেssc দিয়া ডিপ্লোমাই ভর্তি হস, গাড়ি ভাঙ্গা ছাড়া তোদের কাছে আর কি আসা করা যায়? পারলে বুয়েটে ভর্তি হয়ে দেখা?

    @shona:
    আমি এই পোষ্টের প্রতিবাদ করেছি। আপনার এই কমেন্টের ও প্রতিবাদ করছি। আপনার বলা মত কেউ নেই তা বলব না, তবে আপনি সবাইকে এক সারি তে ফেল করা বলতে পারেন না। বিগত কয়েক বছরে বহু SSC তে A+ পাওয়া দের দেখেছি যারা Diploma in Engineering এর ভর্তি পরীক্ষায় চান্স পায় নি। এখন নুন্যতম রেজাল্ট নিয়া Diploma in Engineering এ ভর্তি হবার দিন শেষ। যারা বের হয় তারা মেধা কিছু হলেও নিয়েই বের হয়।

    কারো সবার উদ্দেশ্যে কিছু বলার আগে ভাববেন কি বলছেন? আর এমন কিছু Diploma Engineer আছে যারা অনেক BSC এর চেয়ে কোন অংশে কম যায় না।

    আর BUET এ যদি ভর্তি হবার সুযোগ করে দেয়া হত তবে অনেক HSC গোল্ডেন + পাওয়া ছাত্র এই ডিপ্লোমাদের জন্য ভর্তি হতে পারত না। HSC দের অনেক আসন কমে যেত ভর্তিযুদ্ধে হেরে গিয়ে।

আমার প্রিয় ডিপ্লোমা ভাইয়েরা, আপনারা শান্ত হন । আসলে ব্যাপারটা একটু জটিল । যারা বি এস সি ইন্জিনিয়ার , তারা যে কষ্ট করে পাবলিক ভার্সিটিতে চান্স পায় তা শুধু তারাই জানে । আপনারা তো লাফালাফি করতেছেন , কোন ইন্জিনিয়ারিং ভার্সিটিতে দরকার নেই , শুধু দয়া করে কোন পাবলিক ভার্সিটিতে কোন একটা ইন্জিনিয়ারিং বা যে কোন সাবজেক্টে চান্স পেয়ে দেখান । দেখবেন, নিজের মাথা থেকে ডিপ্লোমার ভুত এমনিতেই নেমে যাবে । আসলে কিছু কিছু ডিপ্লোমা রা কিছু কাজ জানলেও বেশীর ভাগই বাতিল । তাই আপনাদের দাবী কেমনে পূরণ হবে বলেন তো । আবেগে সব কথা বললে তা চলে না । আর পাবলিকে পড়লে বুঝতেন ভার্সিটি আর কোন আউল ফাউল পলিটেকনিকের ডিপ্লোমার মধ্যে পার্থক্য টা কোথায় ! যেকোন পাবলিক ভার্সিটির সবথেকে লো সাবজেক্টে যে পড়ে তার সাথে ও আপনাদের মত ফাউল লোকদের কোন তুলনা চলে না । শুধু কিছু কাজ জানলেই হয় না । সব দিকে যোগ্যতা লাগে । সো , আপনারা ঠান্ডা হয়ে থাকুন , আর নিজের পোলা পান , আর ছোট ভাইদের বিএসসি পড়ানোর চেষ্টা করুন । আপনাদের জন্য শুভ কামনা করি । ভাল থাকবেন ।

    @অরিন্দম পাল: ভালো বলেছেন

Level 0

@মেহেদী হাসান : ভাই প্রতি বছর এর মত এইবার ও এ+ এর বাম্পার ফলন হইছে. আমার সব ফ্রেন্ড রা এখন ডিপ্লোমা করার পর B.Sc করছে. আপনিও একটু কষ্ট করে কোর্স তা করে নেন. আপনার জন্য ই ভালো হবে. সব ভাই ভাষাকে একটু মার্জিত করতে শিখেন :/

বি.এস.সি. এর পড়াশোনা দেখলেইতো ডিপ্লোমারা ছাইরা দে মা,কাইন্দা বাঁচি বলবে।আর আমাদের দেশটাও এমন যে সবাই ভাবে গাড়ি ভাঙ্গলেই কি জানি কইরা ফেলসি।
ঈশপের এক গল্প পড়সিলাম।কাক ময়ূরের পেখম লাগিয়ে ময়ুর হওয়ার চেষ্টা করে।আর ডিপ্লোমারাও বি.এস.সি. এর মর্যাদা চায়।হাস্যকর …. :/

Level 0

double golden pawa student ra B.Sc te ese cgpa 3.0 tulte pare na…….. B.Sc porle bujhten How many rice how many paddy…… B.Sc engineering e j higher level er math & physics lage tar 1000 vager 1 vag o diploma te nay…….

amar mone hoi Diplomader ta hole sob Vercity te Vorti Exam a chance deua uchit. Ta hole buja jabe HSC naki Diploma ra basi chance pai.

oh arekta kotha kono Gari vengen na Rasta oborod koren ta hole to hoi. Garir vitor to niriho lok thake tader bari na aste den hospitale pathayen na.

মানুষের শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যাবহারে- ভাই তাই সবাইকে বলছি শালীন ভাষা ব্যাবহার করুন ।
আমি ssc,hsc দুইটাতে gldn a+ পাইছি আর এখন kuet এ পরতেছি। public versity তে chance পাইতে কিরকম কষ্ট করতে হয় সেটা খুব ভালমতই জানি। আর এখনতো আগের থেকে বেশি কষ্ট করতে হয়।
ভাই diploma পড়া যে একদম সহজনা সেটা অবশ্যই ঠিক কিন্তু তার মানে এইনা যে আপনারা bsc সমতুল্য পড়াশুনা করেন। এটাই কিন্তু সত্য সেটা আপনারাও জানেন। তাহলে সমমর্যাদার কথা আশে কিভাবে?!!
যাইহোক আপনারা যেটা ভাল মনে করেন সেটা করেন ,তাতে কোন সমস্যা নাই। কিন্তু গাড়ি ভাঙবেন এইটা কি ধরনের কথা!!! ভাই সহিংসতা দিয়ে আর যাইহোক আপনারা কিছু অর্জন করবেন বলে মনে হয় না……

ami iqbal.ami computer diploma porci.ami jani diploma pora ki cost ar baper.4year diploma porar por jodi BSC Korty na pari taholy ay ato taka cost korar kono darkar hoy na.r jara HSC korar por BSC kory tara ki subj. pory tar chay jara diploma pory tara besi jany.tai ky ki bollo ata niay amader bosy thakly chalby na?amader AIM ta thik rakty hoby?by……

এইগুলা কি ??? আমিই ভাল আছি ভাই, এই ঝামেলায় নাই, বিবিএ করেছি আর এমবিএ করছি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার=আমার বাল 🙂 আর কোন কথা নাই! 🙂

Level 0

আমি সরকারি একটা প্রকুশলী বিশ্ববিদ্যালয় পড়ি। আমার কাছে আপনাদের দাবিটা অযুক্তিক আর আবেগী মনে হয়। আপনারাই সরকারের কাছে DUET এর মত আর প্রকুশলী বিশ্ববিদ্যাল এর আবেদন না করে এমন একটা দাবি করছেন যেটার বিশ্বব্যাপী কোন গ্রহণযোগ্যতা নেই। আবেগ দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা না করে ন্যায্য দাবি করুন। দেশের মানুষ আর মিডিয়া সব আপনাদের পক্ষেই থাকবে। আর না হয় চিলে কান নিয়েছে শুনে চিলের পিছে ঘুরে নিজের জীবনেরই ক্ষতি করবেন।
আপনারা DUET এর ন্যায় আরও প্রকুশলী বিশ্ববিদ্যাল জন্য সরকার এর কাছে দাবি জানান। যোগ্যতা দিয়ে Engineer হওয়ার চেষ্টা করুন আবেগ দিয়ে নয়।