লিনাক্সে বাংলালায়ন মডেম দিয়ে https যুক্ত কিছু সাইটে এক্সেস করতে না পারার সমাধান।

সমস্যাটার ভুক্তভোগী আজ ৪ মাস ধরে। উবুন্টু লিনাক্স থেকে বাংলালায়ন মডেম দিয়ে ফেসবুক, জিমেইল, ওডেক্স বা গিটহাবের মত সাইটগুলোতে ঢুকতে পারতাম না। সমস্যা সমাধানে গুগল সার্চের বিভিন্ন সমাধান ইমপ্লিমেন্ট করেও কাজ হল না।  বাংলালায়ন কাস্টমার কেয়ারও ঠিকমত সমাধান দিতে পারল না।শেষ পর্যন্ত যে সমাধানটা পেলাম তা হল MTU ভেল্যু চেঞ্জ করে ১৪০০ দিতে হবে। তাহলেই কাজ হবে।

এ কাজটা করার জন্য উবুন্টুর নেটওয়ার্ক কানেকশনে যান।

Edit এ ক্লিক করুন।

এখানে MTU ভেল্যু ১৪০০ করে দিন।

এবার মডেমটি খুলে আবার লাগান। এখন থেকে https কানেকশনে আর সমস্যা হবে না।

ভাল থাকবেন সবাই।

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tgyuy

দয়া করে itrong.tk সাইটে প্রকাশ করুন !

Valo Tune. Thank u

Level 2

আমার তো বাই ডিফল্ট MTU 1400, ax226 মডেম, উইন্ডোজেও MTU 1400 দেয়া।

    @omi97: AirStream মডেমটাতে automatic দেয়া। তাই এতদিন সমস্যা হচ্ছিল।

amar onek iccha silo……. ubunto use korbo…. windows ar use korbona…. banglalion cnct.korte parinai tay oy iccha ar puron hoylona….. kew help korte paren?

    @আরিফ: উইন্ডোজ একেবারে ছাড়ার দরকার নেই। কারন লিনাক্স উইন্ডোজ ২ টাই এক এক ক্ষেত্রে কাজের জিনিস।
    আপনার বাংলালায়ন কোন মডেমটা?

      Level 0

      @Mashpy Says: vai ami onek din TT te login korini. apnar shathe contact korar jonnoi login korlam. ami linux mint + Ubuntu onek bar setup disi dual boot hisebe but Lion er modem connect korte parini tai Linux use kora bad disi.
      My Banglalion Modem: ZTE AX226 (USB dongle)
      apnar gtalk or skype ID dile khub khushi hoitam. me on skype: mm.mraj

    Level 0

    @আরিফ: কোন সমস্যা নেই। আপনি কি লিনাক্স এ একেবারে নতুন। যদি নতুন হন তাহলে VirtualBox দিয়ে Try করতে পারেন। তারপরও যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন।
    Yahoo ID: jeweel007
    Cell: 01919652763