সকল লিনাক্স ব্যবহারকারীকে অভিনন্দন। এই পোষ্টটি বিশেষভাবে নতুনদের জন্য। যদিও সকল উবুন্টু ব্যবহারকারী উবুন্টুর এই সার্ভীসটি সম্পর্কে যানেন তবুও লিখছি কারন অনেকেই ড্রপবক্স এর উপর নির্ভরশীল এবং যানেননা এটি ড্রপবক্স বা গুগল ড্রাইভ থেকে অনেক ভালো। বেশ অনেকদিন আগের কথা, আমি গুগল ড্রাইভ ব্যবহার করতাম। হঠাৎ একদিন এমন হল যে আমি কোন ভাবেই গুগল ড্রাইভ একসেস করতে পারছিলামনা। কিন্তু ওখানে আমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল। পুরো এক সপ্তাহ আমি সার্ভিসটি ব্যবহার করতে পারিনি। বাধ্য হয়ে আমি ড্রপবক্স এ চলে গেলাম। ওখানে এ ধরনের সমস্যা হয়নি। কিন্তু গুগল ড্রাইভ এর মত ওদেরও একই সমস্যা আপলোড এর ক্ষেত্রে। অনেক সময় নেয়। আমার মনে আছে ১ মেবি আপলোড করতে আমার ১৫ মিনিট সময় লেগেছিল। উবুন্টু আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। কিন্তু উবুন্টু ওয়ান কখনও ব্যবহার করা হয়নি। ড্রপবক্স ব্যবহার করি এজন্য। আজ প্রথম আমি উবুন্টু ওয়ান ব্যবহার করলাম এবং চমৎকৃত হলাম যখন দেখলাম ১৭৮ মেবি আপলোড হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো।
উবুন্টু ব্যবহারকারী যারা এখনও ট্রাই করে দেখেননি, আজই দেখুন। উবুন্টু ওয়ান, উন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, এনড্রয়েড এবং আই ওএস এ ব্যবহার করা যায়। ব্যবহার করুন আর বেকআপ নিয়ে ফেলুন আপনার সব প্রয়োজনীয় ফাইল, ফটো, মিউজিক অথবা যা খুশি। অত্যন্ত দ্রুততার সাথে।
আপনারা আমার রেফারাল লিংক থেকে একাউন্ট খুললে আমি কিছু ফ্রি স্পেস পাবো। আমার লিংক: https://one.ubuntu.com/referrals/referee/2042849/
অথবা, আপনারা ব্যাক্তিগত ভাবেও একাউন্ট খুলতে পারেন। আপনাদের ইচ্ছা।
ধন্যবাদ
আমি ashikrobi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
178 MB মাত্র কয়েক সেকন্ডে ??