অসম্ভব ভালো একটি ক্লাউড স্টোরেজ, উবুন্টু ওয়ান।

সকল লিনাক্স ব্যবহারকারীকে অভিনন্দন। এই পোষ্টটি বিশেষভাবে নতুনদের জন্য। যদিও সকল উবুন্টু ব্যবহারকারী উবুন্টুর এই সার্ভীসটি সম্পর্কে যানেন তবুও লিখছি কারন অনেকেই ড্রপবক্স এর উপর নির্ভরশীল এবং যানেননা এটি ড্রপবক্স বা গুগল ড্রাইভ থেকে অনেক ভালো। বেশ অনেকদিন আগের কথা, আমি গুগল ড্রাইভ ব্যবহার করতাম। হঠাৎ একদিন এমন হল যে আমি কোন ভাবেই গুগল ড্রাইভ একসেস করতে পারছিলামনা। কিন্তু ওখানে আমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল। পুরো এক সপ্তাহ আমি সার্ভিসটি ব্যবহার করতে পারিনি। বাধ্য হয়ে আমি ড্রপবক্স এ চলে গেলাম। ওখানে এ ধরনের সমস্যা হয়নি। কিন্তু গুগল ড্রাইভ এর মত ওদেরও একই সমস্যা আপলোড এর ক্ষেত্রে। অনেক সময় নেয়। আমার মনে আছে ১ মেবি আপলোড করতে আমার ১৫ মিনিট সময় লেগেছিল। উবুন্টু আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। কিন্তু উবুন্টু ওয়ান কখনও ব্যবহার করা হয়নি। ড্রপবক্স ব্যবহার করি এজন্য। আজ প্রথম আমি উবুন্টু ওয়ান ব্যবহার করলাম এবং চমৎকৃত হলাম যখন দেখলাম ১৭৮ মেবি আপলোড হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো।

উবুন্টু ব্যবহারকারী যারা এখনও ট্রাই করে দেখেননি, আজই দেখুন। উবুন্টু ওয়ান, উন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, এনড্রয়েড এবং আই ওএস এ ব্যবহার করা যায়। ব্যবহার করুন আর বেকআপ নিয়ে ফেলুন আপনার সব প্রয়োজনীয় ফাইল, ফটো, মিউজিক অথবা যা খুশি। অত্যন্ত দ্রুততার সাথে।

আপনারা আমার রেফারাল লিংক থেকে একাউন্ট খুললে আমি কিছু ফ্রি স্পেস পাবো। আমার লিংক: https://one.ubuntu.com/referrals/referee/2042849/

অথবা, আপনারা ব্যাক্তিগত ভাবেও একাউন্ট খুলতে পারেন। আপনাদের ইচ্ছা।

ধন্যবাদ

Level 0

আমি ashikrobi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

178 MB মাত্র কয়েক সেকন্ডে ??

১৭৮ মেবি মাত্র কয়েক সেকেন্ডে…
আগের স্পীডের তুলানায় এটা অসম্ভব…

Level 5

মানতে কেন জানি কষ্ট হচ্ছে

Level 0

জি ভাই মাত্র কয়েক সেকেন্ডেই হল। আমিও টাসকি খেয়েছি। কিভাবে সম্ভব এটা? আমি ২৫৬ কেবি স্পিড এর ইন্টারনেট ব্যবহার করি। সুতরাং আপলোড স্পিড ৩০ মেবি পাওয়া অসম্ভব। কিন্তু উবুন্টু ওয়ান এটা কিভাবে সম্ভব করলো আমি জানিনা। @তানভির ভাই, মানতে কষ্ট হলে ট্রাই করে দেখেন। আমার বিশ্বাস, অবাক আপনাকে হতেই হবে।

    Level 0

    @ashikrobi: aita eto quick kaj kore na, khali link ta generate kore. background e upload chole.

Level 0

আর সবাইকে বলছি, ভাই আমি কোন টেকনিকেল পারসন না। যদি কোন ভুল হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন।

ভাই লিনাক্সের নতুন ডিস্ট্রো PCLinuxOS কেও ব্যবহার করেছেন?ইন্টারফেসটা ভাল লেগেছে,কিছুটা ম্যাক এর মত।ট্যাব আকারের প্রসেস।

Level 0

২.২৪ মেগাবাইট ড্রপবক্স বা অন্য কোন ফাইল স্টোরেজে আপলোড করতে ঠিক যতটুকু সময় লাগে উবুন্টু ওয়ানেও একই সময় লাগল। ২ মিনিটের মত।

আমার নরমাল ডাউনলোড স্পীড ৩৫-৪০ কেবিপিএস আর আপলোড ২০-২৫ কেবিপিএস।

ভাই, কেউ কি বলতে পারবেন কিভাবে উবুন্টুতে সিটিসেল ব্যবহার করতে পারব।

ভাই, কেউ কি বলতে পারবেন কিভাবে উবুন্টুতে সিটিসেল মডেম
ব্যবহার করতে পারব।

Level 0

khali 5GB storage!!!

Level 0

@Mohammad kabir Hossain আপনি wvdial নামে command line software আছে। আমি যখন citycell use করতাম তখন এ ছাড়া আর কোন পদ্ধতি কাজ করেনি। তাই আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। তাছড়া টেক টিউনে wimax উবুন্টুতে চালানোর জন্য শাওন ভাই একটা পোষ্ট করেছেন। দেখেন ওখানে ভালো কোন পদ্ধতি পেতে পারেন। আর wvdial command line হলেও কঠিন না। install করে wvdial command দিলেই আপনাকে খুব সহজে modem configure করতে দেবে।

Level 0

@iron maiden ভাই, pclinux os আমি অনেক আগে একবার download করেছিলাম। কিন্তু use করা হয়নি কিছু কিছু বিষয় নিজে configure করতে হয় বলে। এখন কি অবস্হা বলতে পারবোনা। তবে macos এর মত interface আর একটি distro আমি use করেছি। pearos 7। ভালো লেগেছে কিন্তু অনেক বাগ আছে। বাগ থাকার কারন হয়ত gnome 3 এর কারনে। যাই হোক এতে super fast কাজ করা যায় gnome 3 এর কারনে। ট্রাই করতে পারেন। ঠিকানা: http://pearlinux.fr/

Level 0

@towfiq ভাই আমি ঠিক বুঝতে পারলামনা তাহলে আমার এত বড় ফাইলটা আপলোড হয়ে গেল কিভাবে। আমিতো ওয়েব সাইটেও দেখলাম ১৭৮ মেবি ফাইল ঠিক ঠাক মতোই আছে। আর background এ upload হতে থাকলে তো sync complete দেখানোর কথা না। কি জানি ভাই আমি টেকনিক্যাল পারসন না। আমার ফাইল আপলোড হয়ে গেছে এতেই আমি খুশি।

Level 0

এটাতো ফেইক ও হতে পারে। আপনি পারলে আবার ডাউনলোড করে দেখেন।

Level 0

ভাই আমি আবারও আপলোড করে দেখেছি। আমার storage এ ১.৩ gb used দেখাচ্ছে। তবে যে জিনিস টা লক্ষ করেছি তা হল লিনাক্স এর software upload করলে instant হয়ে যায়। আমি একটা movie upload করতে গিয়ে দেখেছি সেই ২১-২৩ কেবি তে আপলোড হয়। আমি amnesia নামে লিনাক্স এর একটি গেইম upload করেছি। মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। গেইমটি ১.২ gb ছিল।

Level 0

Apnar phn no. ba fb id dile valo hoto…
fb te ami
[email protected]