এপ্রিলে আসছে নতুন উবুন্টু ১০.০৪ বা The Lucid Lynx। আসুন দেখে নেই কি কি নতুন ফিচার থাকবে এই নতুন এডিশনে ।
Me Menu: Ubuntu প্রতিষঠাতা Mark Shuttleworth এর দ্বারা ডিজাইন নতুন মেনুটি হবে সকল সোসিয়াল নেটওয়ার্কিং ও মেসেজিং স্টেটাসের ওয়ান স্টপ মেনু । চেটিং ইমপ্যথি ও সে্টটাস আপডেটিং ও মাইক্রোব্লগিং এর জন্য Gwibber কে এতে সংযুক্ত করা হচ্ছে । এর অন্যতম লক্ষ্য হচ্ছে এক জায়গা থেকেই সব এ্যকাউন্ট মেনেজ করার সুবিধা ।
Boot Loader: বুটিং মেনুতে টেক্সট ইন্টারফেসের জায়গায় গ্রাফিক্যাল ইন্টারফেস দেয়ার চিন্তা ভাবনা চলছে । এর ফলে বহুদিন ধরে চলা টেক্সটবেসড বুটিং মেনু অবসান ঘটবে ।
Ubuntu Software Centre: Ubuntu Software Centre ৯.০৪ এর পর ১০.০৪-এ পরিপূর্নতা লাভ করবে । Gdebi, Synapth ও Update Managerকেও রিপ্লেস করবে Ubuntu Software Centre ।
Update: সফটওয়্যার আপডেট যাতে সি্টেম সাটডাউনের সময় হয় তা ৯.০৪ এ আার কথা াকলেও আসছে ১০.০৪ এ ।
Speed: আশা করা হচ্ছে এটি বেশীর ভাগ মেশিনে ১০ সেকেন্ডের চেয়েও দ্রুত বুট হবে । তবে আমার জানা মতে ৯.০৪ এর ৭ সেকেন্ডেও বুট করার রেকর্ড আছে ।
যা থাকছে না : Gnome-3 এর আসবার কথা থাকলেও আসছে না ১০.০৪ এ । Gnome-2 ইন্টারফেস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ।
এই এডিশনটি আসছে LTS (long time support) এর সাথে । এতে ডেস্কটপে থাকবে ৩ বছরের সাপোর্ট ও সার্ভারে ৫ বছরের ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ভালো টিউন…