কোনো ফাইল হারাবার ভয় ছাড়ায় উইন্ডোজ পিসিতে লিনাক্স ব্যবহার করুন ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আশা করি সবাই ভালো আছেন । এতদিন ধরে টেকটিউনস এ আছি, কিন্তু সত্যি কথা বলতে কি এখনো এইখানে লেখার মতো সাহস করতে পারি না । কিন্তু তার পরেও মাঝে মাঝে হঠাত করে অনেকটা পাগলামির বসেই লিখে বসি । আজও তেমনি একটা ইচ্ছে হলো লেখার, তাই বেশী কিছু চিন্তা না করে লিখতে বসে গেলাম ।

তো কি বলেন মূল কথায় আসা যাক । শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আমি কি বষয়ে লিখতে যাচ্ছি । জ্বী হ্যা আজ আমি আপনাদের দেখাবো যে কি করে আপনার স্বাধের উইন্ডোজ পিসিতে আপনি লিনাক্স ব্যবহার করতে পারবেন । তাও আবার আপনার উইন্ডোজের কোনো ফাইলের ক্ষতি না করে ।

লিনাক্স অনেকেই ব্যবহার করেন, আবার অনেকেই লিনাক্স সম্পর্কে অনেক শুনেছেন কিন্তু এখনো ইন্সটল দেন নাই । হয়তোবা ভয় পান যে আবার উইন্ডোজের ব্যাকআপ নিতে হবে বা যদি কনো ফাইল হারিয়ে যায় । যাই হোক এই সকল ভয় দূর করার জন্যই আমার এই ভয় নিরোধোক টিউন ।

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ব্যবহারের বিভিন্ন উপায় আছে, তার মধ্যে কিছু উপায় আমার সামান্য জ্ঞানথেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম ।

উপায়১- লিনাক্স ব্যবহার করুন ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে ।

শুনতে অনেকটা অবাক লাগলেউ সত্যি যে আপনি লিনাক্স (উবুন্টু) ব্যবহার করতে পারবেন আপনার ওয়েব ব্রাউজারে । এর জন্য আপনাকে বেশী কিছু করতে হবে না, যা করতে হবে তা হল, প্রথমে এই ওয়েব সাইটে যান এবং নীচের ফর্মটি পূরন করুন ও Get it a Try এ ক্লিক করুন ।

এবং এর পরে একটি জাভা অ্যাপলেটের ভেতরে হাজির হবে ফুল ভার্শন লিনাক্স (উবুন্টু) । ব্যাস কাজ শেষ, এইবারে লিনাক্সের ডেক্সটপ এডিশনের সকল ফিচার উপভোগ করুন আপনার উইন্ডোজ পিসিতে তাও আবার কনো চিন্তা ছাড়ায় ।

আচ্ছা এইবার দেখি ২য় উপায়

উপায়২- লিনাক্স ব্যবহার করুন সিডি/ফ্লাশ ড্রাইভের মাধ্যমে

এই উপায়টা কমবেশী আমরা সকলেই জানি এবং এটি সবচেয়ে ব্যবহৃত একটি উপায় । লাইভ ফ্ল্যাশড্রাইভ বা লাইভ সিডি হিসেবে লিনাক্সের ব্যবহার ।

এর জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে আইএসও ইমেজের । আপনি লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর সাইট থেকে আইএসও ইমেজ ডাউনলোড করতে পারেন ।

এছাড়াও আপনার নেটের স্পীড কম থাকলে আপনি আপনার পরিচিত করো কাছ থেকে সিডি নিতে পারেন ।

আইএসও ইমেজের জোগার  হয়ে গেলে এই বারে টুলের প্রয়োজন হবে । যা আপনার ফ্ল্যাশ ডাইভকে বুটেবল এ রুপান্তর করবে । টেক টিউনসে পেন ড্রাইভকে বুটেবল করার অনেক টিউন আছে ওইগুলো দেখে আপনার পেন ড্রাইভকে বুটএবল বানিয়ে নিন । এইবারে আপনার বুটেবুল ইউএসবি পেন্ড্রাইভকে আপনার উইন্ডোজ কম্পিউটারে প্রবেষ করান ।  এবং রিস্টার্ট করুন । যদি এইভাবে কাজ না করে তবে আপনার বায়োস সেটাপে গিয়ে বুট সিকুয়েন্স পরিবর্তন করুন । (১ম বুট=ইউএসবি)

এইবারে আবার রিস্টার্ট করুন এবং দেখবেন আপনার স্ক্রীনের বুট মেনুতে বিভিন্ন অপশন আসছে । একটি অপশন থাকবে এমন যে "Try Ubuntu without any change to your computer”  বা LIVE LINUX । এই বারে দুইটি অপশানের ভেতরে যে কনো একটি অপশান থাকলেই তাতে ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ । এখন ইচ্ছে মত  যে কোনো সফটওয়্যার ইন্সটল করুন বা আনইন্সটল করুন তাও আবার আপনার উইন্ডোজের কোনো ফাইল না হারিয়েই ।

উপায়৩- লিনাক্স ব্যবহার করুন উইন্ডোজের অ্যাপ্লিকাশন হিসেবে ।

এটি উইন্ডোজ ব্যবহার কারীদের জন্য অত্যান্ত সহজ একটি প্রক্রিয়া । কেনোনা উইন্ডোজে আমরা যে ভাবে সফটওয়্যার ইন্সটল দেই ঠিক সেই ভাবেই লিনাক্সকেউ উন্ডজের সফটওয়্যার হিসেবে ইন্সটল দেয়া যাবে ।

তো চলুন দেখাযাক কিভা ইন্সটল দেয়া যাই । এর জন্য আপনার প্রয়োজন হবে ছোট্টো একটি সফটওয়্যার । যার নাম Wubi (Windows-based UBuntu Installer). এই ছোট্টো সফটওয়্যারটিই আপনাকে লিনাক্স ইন্সটল করতে সহায়তা করবে।

তো চলুন দেখাযাক কি করে করা যায় ।

উপরের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন । এবং রান করুন ।

এর পরে আপনার পছন্দমত ডেস্কটপ এনভায়োরমেন্ট পছন্দ করুন, ইউজার নেম দিন এবং পাসওয়ার্ড দিয়ে ইন্সটলে ক্লিক করুন । এটি আপনার কম্পিঊটারে প্রয়োজনীয়ো লিনাক্স ফাইল ডাউনলোড করে ইন্সটল করে দেবে, এ ছাড়াও আরেকটি উপায় আছে সে হলো, আপনার আগে থেকেই যদি কোনো লিনাক্সের আইএসও ইমেজ থেকে থাকে তাহলে ঐ আইএসও ইমেজ টা Wubi এর সাথে একই ফোল্ডারে রাখুন । Wubi ইন্সটলারটি ঐ আইএসও ইমেজটিকে অটোমেটিক নিয়ে নেবে ।

ইন্সটল প্রক্রিয়া শেষ হবার সাথে সাথেই আপনার কম্পিউটার রিস্টার্ট নিতে চাইবে,‘Finish’ বাটনে ক্লিক করুন এবং রিস্টার্ট করুন ।এর পরে বুট মেনু থেকে উবুন্টু তে ক্লিক করুন এবং নিশ্চিন্তে লিনাক্স ব্যবহার করুন । এই পক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ ।

আশা করি টিউনটি আপনাদের উপকারে আসবে ।
ধন্যবাদ ।


Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro apner sathe aktu contact korte chai plz give ur phn num: [email protected]

    @ejaj haque: আপনার মতামতের জন্য ধন্যবাদ । আপনার মেইলটা চেক করুন ।

আমার নতুন উবুন্তুর ( ১২+ ) একটি ডিক্স প্রয়োজন পারলে মেইলে মোবাইল নম্বর সহ যোগাযোগ করুন………
[email protected]
01722285860

    @Himaloy Roy: ধন্যবাদ ভাই, তবে আমার কাছে কোনো সিডি নাই । আমি আইএসও ইমেজ ডাউনলোড করি আর কাজ চালায় । ধন্যবাদ । (মানে উপায় ২)

Level 0

প্রথমে আপনাকে ধন্যবাদ এই টিউনের জন্য । আপনার টিউনের ছবিতে দেখাচ্ছে সি ড্রাইভে install করতে । আমি যদি অন্য ড্রাইভে install করি তাহলে কি কোন সমস্যা হবে ?

    @nejacinize: ধন্যবাদ আপনাকে ।
    কোনো সমস্যা নাই ভাই । যে কোনো ড্রাইভে ইন্সটল করতে পারেন ।

Level 0

আমি নতুন উবুন্টু ১২.১০ (windows installer) use করতেসি . কিন্তু আমার banglalion usb মডেম কানেক্ট করতে পারসিনা l গুগল এ ওনেক খুজেও কোনো কাজ হইনি l
মডেম এর মডেল : WIXUBB-116…..
কেউ কি বলবেন কিভাবে উবুন্টু ১২.১০ এ banglalion মডেম কানেক্ট করব?

Level 0

ভাই উবুন্টূ ১২.০৪ ডাউনলোড দিছি ।এই টা কি উইন্ডোস ৭ এর সাথে ইউস করতে পারব………………।