প্রকাশিত হয়েছে উবুন্টু নিয়ে প্রথম বাংলা ইবুক ''সহজ উবুন্টু শিক্ষা''। বইটি লিখেছেন আদনান কাইয়ুম (সাইবারস্পেসে অভ্রনীল বলে পরিচিত) এবং সম্পাদনা করেছেন রেজওয়ানুর রহমান পান্থ। বইটি সম্পূর্ণ ফ্রি। ১৫২ পৃষ্ঠার এ বইতে রয়েছে ৫ টি অধ্যায়। লিনাক্স ও উবুন্টুর ইতিহাস, লিনাক্স ও উবুন্টুর মধ্যেকার সম্পর্ক, উবুন্টু কী ও কেন, ইন্সটলেশন, ব্যাবহার ইত্যাদি সকল কিছুই এখানে আলোচনা করা হয়েছে যা একজন উবুন্টু সম্পর্কে আগ্রহী ব্যাক্তিকে যথেষ্ঠ সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, বইটির ভাষা এতটাই প্রাঞ্জল যে বইটি পড়তে আপনি কখনই বোর ফিল করবেন না।
বইটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। সাইয ৬.৮১ এমবি।
https://www.dropbox.com/s/t2mix0fwg4c307d/Shohoj%20Ubuntu%20Shikkha.zip
বইটি যিপ করে দেওয়া হয়েছে। ডাউনলোডের পর যিপ ফাইলটি আনযিপ করুন এবং বইটি উপভোগ করুন। আনযিপ করার জন্য ডাউনলোড করা ফাইলটির ওপর রাইট ক্লিক করে Extract All-এ ক্লিক করুন এবং নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন।
এ বইটির একটি সংশোধিত রিপ্রিন্ট বের হয়েছে।
আমি রেজওয়ানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টার ফাস্ট ইয়ারের একজন ছাত্র। প্রযুক্তি ভালবাশি। মুভি দেখা আমার হবি। বই-ও পড়ি একটু আধটু। কম্পিউটার নিয়ে সময় কাটাতে বেশ লাগে। থাকি চট্টগ্রামে।
লিংক ভুল আছে ঠিক করুন।
ডাউনলোড করে দেখি, তারপরে মতামত জানাচ্ছি 😀