আসুন খুব সহজেই উইন্ডোজের পাশাপাশি লিনাক্স (উবুন্টু /কুবুন্টু বা উবুন্টু বেইজড লিনাক্স)ইন্সটল করি

আমার শেষ টিউনটি ছিল একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন Netrunner os সম্মন্ধে। এখানে উদাহরন হিসাবে আমি নেটরানার ওএস কে ব্যবহার করেছি। আজকে আমি আলোচনা করবো কি করে তা উইন্ডোজের পাশাপাশি কোন একটি ড্রাইভে সেটাপ করা যায়। অনেকে উবির সাহায্যে ইন্সটল করে থাকেন এতে পারফর্মমেন্স তেমন পাওয়া যায়না। আবার অনেকে ভুল বশত ডুয়েল বুট করতে যেয়ে পুরো হার্ডডিস্ক পার্টিশন করে ফেলেন। আর যাতে এমন কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায়ে ডুয়েল বুটিং কিভাবে করতে হয় তা আলোচনা করবো।

আমি এই কাজটি ৩টি ধাপে দেখাবোঃ

ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাকা করন

খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরি   

গ) ইন্সটলেশন

ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করনঃ

উইন্ডোজে C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রইভ (১০-২০ গিগার) সম্পুর্ন ফাকা করুন। এই কাজের জন্য সবশেষ ড্রাইভ হলে ভাল হয়। ধরে নিলাম  আপনার ৫টি ড্রইভ আছে যেমন C, D, E, F, G তাহলে আমরা এক্ষেত্রে G ড্রাইভ কে ফাকা করলাম।

খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরিঃ

ধরে নিলাম আপনার কাছে কোন একটি লিনাক্স ডিস্ট্রোবিউশন ( উবুন্টু/ কুবুন্টু /মিন্টবা উবুন্টু বেইজড) আছে এবং তা বুটেবল সিডি/ডিভিডি বা বুটেবল পেনড্রাইভ করা আছে। দি বুটেবল করা না থাকে তাহলে আইএসও ফাইলকে পেনড্রাইভে বুটেবল করতে http://www.linuxliveusb.com/ অথবা http://www.pendrivelinux.com/downloads/Universal-USB-Installer/Universal-USB-Installer-1.9.0.6.exe ব্যবহার করতে পারেন। এখন লিনাক্স লাইভ চালু  করুন। ডেস্কটপে দেখুন লেখা আছে ইন্সটল, তাতে ডবল ক্লিক করুন। এখন ইন্সটল হওয়া শুরু হবে।

চিত্রঃ ১।

Continue চাপুন। তাহলে prepare অপসন আসবে, install this third-party software এ টিক দিয়ে কনটিনিউ চাপুন। এই সময় ইন্টারনেট কানেকশন থাকলে আপডেট নিবে। নেট কানেকশন অফ রাখায় ভাল যাতে বেশি সময় না লাগে।

চিত্রঃ২।

এখন বেশ গুরুত্বপুর্ন অংশ। ভাল ভাবে খেয়াল কারতে হবে।

Disk setup অংশে Manual সিলেক্ট করুন কারন G ড্রাইভ আমাদের ফাকা করাই আছে। Continue চাপুন।

চিত্রঃ৩।

এখন অনেকের মাথা খারাপ হতে পারে। ভয় নেই খুব সহজ প্রসেস। এই অবস্থায় ড্রাইভ প্রদর্শন করবে। এখানে C, D, E, F, G এভাবে ড্রাইভ প্রদর্শন করবেনা।

/dev/sda হচ্ছে আপনার পুরো হার্ডডিস্ক।

/dev/sda1= C ড্রাইভ

/dev/sda5= D

/dev/sda6=E

/dev/sda7=F

/dev/sda8=G ড্রাইভ নির্দেশ করে।

চিত্রঃ৪।

/dev/sda8 বা G ড্রাইভ সিলেক্ট করুন। বুঝতে সমস্যা হলে G ড্রাইভ কত গিগা করেছিলেন তা খেয়াল করুন তাহলেই প্রকৃত ড্রাইভ পাবেন। G ড্রাইভ ডিলিট করুন। তখন আনএলোকেটেড স্পেস থেকে আমরা একটি সোয়াপ পার্টিশন তৈরি করবো। এর জন্য এড/চেঞ্জ বাটনে চাপুন। সোয়াপ পার্টিশনের জন্য মোটামুটি ২গিগা হলে চলবে।

চিত্রঃ৫

New partition size: 2048 mb দিতে পারেন, use as: swap area দিয়ে  ওকে করুন। সয়াপ এরিয়া ফাইল পেজিং এর মত কাজ করে।

বাঁকি যে আনএলোকেটেড এরিয়া থকবে তাকে আমরা ext4 পার্টিশন করবো।এর জন্য আনএলোকেটেড এরিয়াকে সিলেক্ট করে এড বাটনে চাপুন তহলে নিচের মত একটি উইন্ডো আসবে।

চিত্রঃ৬

New partition size in mb: যা আছে তাই রাখুন

Use as: Ext4 journaling file system রাখুন

Format the partition: এ টিক চিন্হ দিন

Mount point:"/" চিন্হ দিন

Install now এ ক্লিক করুন

ইন্সটল হতে থাকবে।

Time zone: এ Asia /Bangladesh সিলেক্ট করুন

এগিয়ে যান

Keyboard লে আউট হিসাবে English us সিলেক্ট করুন।

এর পরের ধাপে User info আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনটিনিউ করুন। কিছুক্ষন পর ইন্সটলেশন শেষ হবে। সমগ্র ইন্সটলের জন্য  মোটামুটি ১৫+মিনিট সময় লাগতে পারে ।

এটি আমার লিনাক্স ডেস্কটপ।

রিস্টার্ট করুন। উপভোগ করুন লিনাক্স। আসুন আমরা প্রমিজ করি আজ থেকে যতটুকু সম্ভব পাইরেট সফটওয়ার ব্যবহার বন্ধ করবো।

বিঃদ্রঃ লিখতে অনেক কষ্ট হয়, এটি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার এই কষ্টের স্বার্থকতা। আমি লিনাক্সে পারদর্শি নই তাই ভুল হতে পারে । গঠন মূলক সমালোচনা স্বগত। আশা করি ভাল মন্তব্য করবেন। পূর্বে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পড়ে ভাল লাগল। যদিও আমার উবুণ্টু সম্বন্ধে কোন ধারণা নাই। দেখতে ভালই লাগছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আবার জি ড্রাইভ আবার খালি করতে চায় তাহলে কি ভাবে করব? মাদারবোর্ড, সাউন্ড কার্ড,ভিডিও কার্ড,মডেম কি ভাবে install করব? আমি ADSL ইণ্টারনেট ব্যবহার করি। এটি কি অটোমেটিক নিয়ে নিবে না আমাকে সেটাপ দিতে হবে? একটু জানাবেন কি?

    Level 0

    @nejacinize: ধন্যবাদ। জি ড্রাইভ খালিঃ লিনাক্সের লাইভ সিডি/ডিভিডি আবার চালান। পার্টিশন ম্যানেজার দিয়ে ফরম্যাট/ ডিলিট করুন। ভাল খবর এই যে লিনাক্সে সাধারনতো মাদারবোর্ড ড্রাইভার, সাউন্ড কার্ড, মডেম, ভিডিও কার্ড ড্রাইভার এমনিতেই পেয়ে যায়। গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার সমস্যা হলে ওই কম্পানির অয়েব সাইট থেকে ডাউনলোড করে নিলেই হল। বিটিসিএল এর এডিএসএল মডেম লিনাক্সে ব্যবহার করা যায় শুনেছি। খুব সহজেই কনফিগার করা যায়। সমস্যা হলে এই গ্রুপে জানাতে পারেন
    http://www.facebook.com/groups/linux.loverz/

ভালো লাগলো, যদি মুভি দেখা আর টাইপ করার জন্য পিসি ব্যাবহার করতাম তাহলে উবুন্টুই ভালো ছিল।

    Level 0

    @রাজু: ধন্যবাদ। আপনি কি ধরনের কাজ করে থাকেন। প্রায় সব ধরনের কাজই লিনাক্সে করা যায়।

      @Joy: আমি ভাই প্রফেসনাল গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও এডিটিং , এবং ফরেক্স এ ট্রেড করি । আর হালকা পাতলা মিউজিক নিয়েও কাজ করি । এগুলোর ভিতর যেকোনো একটা করতে পারলে লিনাক্স এ আসতাম।

        Level 0

        @রাজু: ফটোসপ এর বিকল্প জিম্প, ভিডিও এডিটিং এর জন্য kdenlive, 3d animation এর জন্য ব্লেন্ডার প্রফেসনাল সফট। ব্যবহার করে দেখতে পারেন।

Level 0

ধন্যবাদ… 🙂

    Level 0

    @Harry: আপনাকেও ধন্যবাদ

Level 0

সোয়াপ পার্টিশন তৈরি না করে করা যায় না ?? সোয়াপ পার্টিশন না করলে কি কোন সমস্যা হবে??

Level 0

আপনার কম্পিউটারে যদি র্যাম বেশি থাকে তাহলে সোয়াপ পার্টিশন না করলেও চলে। তবে করা ভাল।

    Level 0

    @Joy: র্যাম মানে কি বুজলাম না ।

      Level 0

      @Harry:ram বাংলাতে লিখতে র্যাম হয়ে যাচ্ছে।

Level 0

আমি লিনাক্স এবং উবুন্টু দুইটাই চালাই দেখছি কই আমার ডেস্কটপ তো আপনার মতো সুন্দর হয়নি । তবে আমারটা আরো জটিল ছিল। যাই হোক এখন আমার পিসিতে লিনাক্স, এক্সপি এবং উইন্ডোজ ৭ তিনটাই ইন্সটল করা আছে তারপর ও উইন্ডোজ ৭ ছাড়া বাকি গুলো খোলা হয় না কারণ তেমন ভাল লাগেনা আমার মতে ৭ ই বেস্ট ব্যাক্তিগত ব্যবহারের জন্য ।

    Level 0

    @Kyser: কোনটা বেষ্ট আর কোনটা বেষ্ট নয় তা নি এই পোষ্ট করা হয়নি। উইন্ডোজ ব্যবহার করা অন্যায় কিছু নয়, উইন্ডোজ অবশ্যই ভাল একটি ওএস। কিন্তু চুরি করে ব্যবহার করবেননা। ২০১৩ সাল থেকে মাইক্রোসফট আর ফ্রি দেবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে, পাইরেট উইন্ডোজ ব্যবহার করলে, কপিরাইট আইনে জেল জরিমানা হতে পারে। আপনি কি তৈরি?

আপনাকে ধন্যবাদ

Level 0

+ , ubuntu use kori. Gadjets gular nam bolben?

    Level 0

    @athalsten: ভাই আমি নেটরানার ব্যবহার করছি যা উবুন্টু নয় কুবুন্টুর উপর ভিত্তি করে তৈরি। উবুন্টুতে ডিফল্ট ডেস্কটপ হচ্ছে ইউনিটি কিন্তু কুবুন্টুতে কেডিই। আমি উইডগেটস হিসেবে সিস্টেম মনিটর, ওয়েদার রিপোর্ট এবং ডক হিসাবে কাইরো ডক এর নিয়োন থিম ব্যবহার করেছি।

ব্রাদার, উবুন্টু তে কি কিউবি চলবে ? চললে তা কিভাবে ইন্সটল করব ? উবুন্টু আসলেই জোস। নিশ্চিন্তে ব্যবহার করা যায়। কিন্তু কিউবি কানেক্ট করতে না পারায় কয়েকবার ইন্সটল করে ও আবার উইন্ডোজে ফিরে আসছি। পারলে হেল্প করেন। মুক্তি চাই পাইরেটেড এর জগৎ থেকে।

    Level 0

    @অন্বেষণ: কিউবি/ বাংলালায়ন লিনাক্স সাপোর্টেট কিছু মডেম আছে সেগুলো ট্রাই করতে পারেন। সমস্যা হলে ফেসবুক গ্রুপে জানাতে পারেন ( উপরে কমেন্টে দেয়া হয়েছে)।

hm…………………………

Level 2

যদিও জানা ছিল কিন্তু আপনার উপস্থপনাটা এতই সুন্দর লাগলো ধন্যবাদ না দিয়ে পারলাম না।

Level 0

উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ

Level 0

thanks…joy

Level 0

আমার প্রতিটি ড্রাইভে গুরুত্বপূর্ন ডেটা রয়েছে। এবং প্রতিটি ড্রাইভেইর মোট সাইজ 106 গিগা। প্রতিটি ড্রাইভেই 10,15,30 জিবি করে ফাকা রয়েছে। কোন ডেটা না সরিয়ে কিভাবে অন্য ড্রাইভে উবুন্টু ইন্সটল করব?

    Level 0

    @Imran bd: ধন্যবাদ। আপনি wubi এর সাহায্যে খুব সহজেই পার্টিশন না করেই উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। ইন্সটলের অন্য অপসন গুলো ব্যবহার করার সুযোগ হয়নি। আপনি দয়াকরে https://www.facebook.com/groups/linux.loverz/ গ্রুপে জয়েন করে আপনার সমস্যার কথা উল্লেখ করুন। আশা করি ভাল সমাধান পাবেন।

Level 0

vai amar hdd er 6 ti partition ase C,D,E,F,G,H ami jodi G drive e ubuntu setup dei kono problem hobe? ami win 8 use korsi. G drive 20gb purotai khali….

Level 0

vai amar hdd er 6 ti partition ase C,D,E,F,G,H ami jodi G drive e ubuntu setup dei kono problem hobe? ami win 8 use korsi. G drive 20gb purotai khali….

ar ami ki swap partition korte parbo ai G drive e???

    Level 0

    @tanvir222: Yes brother u can do it? U can install linux distro on your g drive. 1st create 2gb swap partition then create root (/) partition

Level 0

many many thanks

আচ্ছা ভাই লিনাক্স এ উইন্ডোজ এর সফটওয়্যার ব্যাবহার করা যাবে?

    Level 0

    @Saiful Islam: @Saiful Islam: ওয়াইনের সাহায্যে কিছু কিছু উইন্ডোজের সফটওয়ার ইন্সটল করা যায়। তবে উইন্ডোজের যে সব সফটওয়ার আছে তার অল্টারনেট সফটওয়ার লিনাক্সে আছে। ধন্যবাদ

আর কিছু দিন পর আমিও ভাবছি লিনাক্স এ যোগ দিবো