লিনাক্স ভীতি? আসুন পরিচিত হই দারুন একটি লিনাক্স ডিস্ট্রো সম্পর্কে – নেট রানার ওএস (Net Runner OS)

"লিনাক্স" নামটা শুনলেই কেমন কেমন ভয় জাগে মনে। না জানি কি হয়। কত কঠিন! আমি পারবো তো! ইত্যাদি ইত্যাদি। বন্ধুগন অত ভয় পাওয়ার করন নেই। একবার লাইভ চালিয়েই দেখুন না কেন, আশা করি মন থেকে ভ্য় দুর হবে।

আজকে আপনাদের কে যে লিনাক্স ডিস্ট্রো সম্পর্কে আলোচনা করবো তার নাম নেটরানার ওএস (http://www.netrunner-os.com)। এটি কুবুন্টুর উপর ভিত্তি করে বানানো। অর্থাৎ এর ডিফল্ড ডেস্কটপ ইনভাইরনমেন্ট হচ্ছে kde। এর অসাধারন সুন্দর্য, প্রচুর কাষ্টমাইজ অপসন, প্রয়োজনিয় সফটওয়ার, কঠিন সিকিউরিটি একজন ব্যক্তিকে ভাল লাগাবেই। তাছাড়া এটি এখন পর্যন্ত ভাইরাস/ ম্যালওয়ার মুক্ত। তাই ব্যবহার করুন নিশ্চিন্তে।

আসুন কিছু স্ক্রিনশট দেখে নেই।

 

 

রয়েছে অজস্র widgets যা ডেস্কটপে রাখতে পারেন।

রয়েছে ৩ডি ডেস্কটপ ব্যবহারের সুবিধা

আসুন দেখে নেই কি কি সফটওয়ার এখানে বিল্ডইন ভাবে দেয়া আছে।

অত লিখতে গলে আমার হাত ব্যাথা করবে তার চেয়ে গুরুত্বপুর্ন সফটওয়ার গুলোর নাম দিচ্ছি

  • ১। অডিও/ ভিডিও এর জন্যঃ ফুল মাল্টিমিডিয়া কোডাক সাপোর্ট, ভিএলসি, মিডিয়া প্লেয়ার, অ্যামারক ইত্যাদি
  • ২। অডিও/ ভিডিও কনভার্রটারের জন্যঃ উইন এফএফ
  • ৩। প্রফেসনাল ভিডিও এডিটিং এর জন্যঃ কেডিন লাইভ
  • ৪। ফুল অফিস সাপোর্ট দেবার জন্য রয়েছেঃ লিবরে অফিস
  • ৫। ইন্টারনেট ব্যবহারের জন্যঃ ফায়ারফক্স, কনকুইরর, এছাড়া রয়েছে স্কাইপ,  পিজিন, ফাইল জিলা, ট্রান্সমিশন টরেন্ট ক্লায়েন্ট ইত্যাদি।
  • ৭। rar/zip আরকাইভার এক্সট্রাকটর, পিডিএফ ভিউয়ার, স্নপশট নেয়ার জন্য কে স্ন্যাপশট ইত্যাদি।
  • ৮।বেশ কিছু উইনডোজ সফটওয়ার ব্যবহার করার জন্য রয়েছে Wine
  • ৯।ছবি সম্পাদনার জন্য রয়েছে gimp
  • ১০। ভার্চুয়াল বক্স তো আছেই, আরও কত কি যে আছে তা না দেখলে বুঝা মুশকিল।
  • ১১। রয়েছে ওয়েব এপস, গুরুত্বপূর্ন অয়েব সাইট

অর্থাৎ সাধারনের ব্যবহার করার জন্য যা প্রয়োজন তার সবকিছুই এতে আছে। যদি আরও কিছু লাগে তাহলে  সফটওয়ার সেন্টার তো আছেই, মার্ক/ এপ্লাই করলেই হয়ে গেল।

বুজলাম ভাল যদি সমস্যায় পড়ি তবে কে সাহায্য করবে? ভয় নেই রয়েছে শক্তিশালী কমিউনিটি (http://forum.linuxdesh.org)। সবার সাথে আলোচনা করতে চাইলে ফেসবুক তো আছেই জয়েন করুন http://www.facebook.com/groups/linux.loverz গ্রুপে।

তা কোথায় পাওয়া যায়? হাঁ আপনার আশেপাশে হয়তো পাবেন না আপনি http://www.netrunner-os.com অয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারেন একেবারে বিনামূল্যে। অথবা আপনার আশেপাশে কারও কাছে থাকলে নিতেপারেন আইএসো, ডিভিডি ডিস্ক, দুরে হলে কুরিয়ার সার্ভিস তো আছেই, সামান্য কিছু খরচ করলেই পাওয়া যায়।

এছাড়া এটি লাইভ চালানো যায় অর্থাৎ ডিভিডি ডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ড, হার্ডডিস্ক ইত্যাদি বুটেবল করে চালানো যায়। ইন্সটল করা একদম সহজ কাজ। পরবর্তী আলোচনায় দেখাবো কি করে ইন্সটল করা যায়।

কিছু মানুষ পুরাতনকে আকড়ে ধরে রাখতে পছন্দ করে, তাই তারা অনেক কিছুর স্বাদ থেকে বঞ্চিত হয়।

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হইছে ভাই ….

    Level 0

    @শরীফ: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ শরীফ ভাই

Level 0

কেডিই ডেস্কটপ দেখি ভালই লাগছে। আচ্ছা কেডিই নাকি আনস্ট্যাবল আর খুব র‍্যাম খায়। এটা কি ঠিক?

    Level 0

    @tokbel: স্ট্যাবল ভার্সন ব্যবহার করলে কোন সমস্যা সাধারনতো হয়না। তবে যে কোন ও এর ক্ষেত্রে আপডেট করলে স্ট্যাবিলিটি বাড়ে এটির ক্ষেত্রেও তাই। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @tokbel: খুব র‍্যাম খায়ঃ আমর কাছে তা মনে হয়নি কারন আমি স্যামসাং নেটবুকে ব্যবহার করেছি তাতে ১গিগা র‍্যাম ছিল। যদি লাইভ ব্যবহার করেন তা হলে তা সম্পুর্ন র‍্যাম এর উপর চলে তখন র‍্যাম তো একটু বেশি খাবেই। ইন্সটল করলে কোন সমস্যা হয়না। র‍্যাম ১গিগার কম থাকলে এক্সট্রা ইফেক্স বন্ধ করা ভাল।

Level 0

পুরাই চায়না সেট এর মতো ! এইটা কি চায়না ওএস?

    Level 0

    @Terminator: হা হা হা ব্যাপক মজা পেলাম ভাই, এরকম চায়না সেট আমার একটা দরকার , ঈদে একটা গিফ্ট করেন ভাই। লিনাক্স সম্পুর্ন অপেন সোর্স এবং ফ্রি তাই যে কেউ তা ব্যবহার করতে পারে চায়না সেট ও তা ব্যবহার করতে পারে। উইন্ডোজ ৭/৮ এ যে ট্রান্সপারেন্ট প্যানেন দেখেন তাও তো লিনাক্সের অবদান।

    @Terminator:
    আমারতো মনে হয় পাইরেটেড উইন্ডোজ চায়না ফোনের মতো একবার নষ্ট হলে রিপেয়ার বা আপডেট করা প্রায় অসম্ভব।

      Level 0

      @শরীফ: আপনার সাথে একমত।

        Level 0

        @Joy: ডেড ফ্ল্যাশ দিলেই ওকে হয় । লুলঃ

Dial Up Connection এর মাদ্ধমে ইন্টারনেট ব্যাবহার করা যায়। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করি উইন্ডোজে সহজে Password আর নাম দিয়ে সংযোগ করি ইন্টারনেট সাথে।

Level 0

vai ami download korta parsi na kaho parla janaben………..

    @ujjalbs:
    অবস্যই পারবেন

    Level 0

    @ujjalbs: ডাউনলোডের কি সমস্যা। টরেন্ট থেকে ডাউনলোড করেন এতে ফাইল মিসিং এর সম্ভাবনা থাকেনা। md5 চেক অবশ্যই করে নেবেন।

Level 0

vai namaita parsi 12 minit a namailam.

    Level 0

    @ujjalbs: বলেন কি মাত্র ১২ মিনিট। তা কার লাইন ব্যবহার করেন ভাই? আমার তো ৩দিন লাগছে রবি ব্যবহার করে।

ভাই এটা আমার পিসিতে ইন্সটল করতে চাই কি ভাবে করব কন tutorial থাকলে শেয়ার করেন।

    @রাতের বন্ধু:
    ভাই আপনি http://samollick.net/?p=203 এই পোস্ট টি দেখুন সেটাপ করার পদ্ধতি প্রায় এক রকম।

    Level 0

    @রাতের বন্ধু: উইন্ডোজ থেকে কোন একটি ড্রাইভ ফাকা করেন, এর পর লাইভ চালান, এবং ইন্সটল করুন এইভাবে http://www.netrunner-os.com/faq/installation/ ৬ষ্ঠ ধাপে ম্যানুয়াল সিলেক্ট করুন থেকে ২টি পার্টিশন করেন, প্রথমটি Swap (2gb), দ্বিতীয়টি ext4। ইন্সটলের সময় ম্যানুয়ালি সিলেক্ট করুন। ext4 কে ফরম্যাট করুন এবং রুট (/) করে দিন। এবার ইন্সটল করুন। ইনশাআল্লাহ আগামি কাল ইন্সটল করা নিয়ে পোষ্ট করবো। এর পর বিভিন্ন ইফেক্ট যোগ করা নিয়ে লিখবো।

Level 0

পড়ে ভাল লাগল। আমি ট্রাই করে দেখতে চাই এটি কেমন। আপনার দেওয়া লিন্ক-এ ক্লিক করে দেখলাম ২টি লিন্ক আছে ডাউনলোড করব কোনটি একটু জানাবেন কি?
আমি কপি করে এখানে পেষ্ট করে দিয়েছি নিচে দেখুন

Netrunner 4.2 Dryland Second Edition (32bit)

Size: 1.57 GB | Md5: 774968501c3909960f147b3f0a82ed87

Netrunner 4.2 Dryland Second Edition (64bit)

Size: 1.31 GB | Md5: 24d26419fccd82680a09a12668d82ff7

Netrunner 4.2 Dryland SE – 64bit – Torrent

    Level 0

    @nejacinize: ধন্যবাদ আপনাকে। লিনাক্স দুনিয়ায় আপনাকে স্বগতম। কোনটি ডাউনলোড করবেন তা নির্ভর করছে আপনার প্রসেসর, র্যাম এর উপর। আপনার প্রসেসর যদি ৬৪ বিট( মিনিমাম ডুয়েলকোর )সাপোর্ট করে এবং র্যাম ৪ গিগা বা তার বেশি হয় তাহলে আপনি Netrunner 4.2 Dryland Second Edition (64bit) ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি Netrunner 4.2 Dryland Second Edition (32bit) ডাউনলোড করেন সম্ভব হলে আপনি তা টরেন্ট থেকে ডাউনলোড করেন এতে ফাইল মিসিং এর সম্ভাবনা থাকবেনা।

ভাই টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করব, মানে ডাউনলোড লিঙ্ক দিবেন, আর এটা কত মেগাবাইটের সেটা যদি বলেন।

    Level 0

    @সৌমিত্র বিশ্বাস: ধন্যবাদ মন্তব্য করার জন্য। http://www.netrunner-os.com/wp-content/plugins/download-monitor/download.php?id=22 এই লিংক থেকে টরেন্ট ফাইল ডাউনলোড করে নিন মাত্র ১৬ কিলোবাইট ফাইল। এর পর এটি vuze, tixati, utorrent ইত্যাদি টরেন্ট ক্লায়েন্ট দিয়ে অপেন করুন তাহলে ডাউনলোড শুরু হবে। ভুজে এভাবে করুন- file>open> torrent file (ctrl+o) তে যান ডাউনলোড করা .torrent ফাইল দেখিয়ে দিন ok করুন। ডাউনলোড কিছুক্ষন পর শুরু হবে।

Level 2

Bhai ate windows installer ase?

    Level 0

    @shahinur75: windows installer মনে বুঝতে পারলাম না। এর মানে আপনি কি উবির কথা বলছেন। যদি উবির সাহয্যে করতে চান, আমি বলবো এভাবে ইন্সটল না করাই ভাল এতে অনেক সমস্যা হয়। একটি ড্রাইভ আনুমানিক ১২-২০ গিগার একটি ফাকা ড্রাইভে উইন্ডোজের পাশাপাশি ডুয়েল বুটের মাধ্যমে চালানো ভাল।

জয়@ শেষ কথাটা আপনি একদম সঠিক বলেছেন – “কিছু মানুষ পুরাতনকে আকড়ে ধরে রাখতে পছন্দ করে, তাই তারা অনেক কিছুর স্বাদ থেকে বঞ্চিত হয়।” লিনাক্স সম্পর্কে ধারণা না থাকার কারণে যারা লিনাক্স ইউজ করছে না, তারা আসলেই একটা অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে।

    Level 0

    @রউফ আলম: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ

Level 2

@joy: ১২-২০ গিগার একটি ফাকা ড্রাইভে উইন্ডোজের পাশাপাশি ডুয়েল বুটের মাধ্যমে ইন্সটল করে কম্পিউটার চালু করার সময় অপশন গুলোতে ১।linux 2. windows থাকে কিন্তু উবি দিয়ে ইন্সটল করলে অপশন গুলো থাকে এমন ১।windows 7 ২। Linux (মানে কোন কিছু না করলে ডিফল্ট ভাবে উইন্ডোজ চালু হয় যেটা আমি চাচ্ছি) ডুয়েল বুটের মাধ্যমে কি এরকম করা যায় যদি যায় তবে জানাবেন plz…

    Level 0

    @shahinur75: @shahinur75: ভাই খুব সহজে ডিফল্ট বুট হিসাবে উইন্ডোজ বা লিনাক্স করতে পারবেন। এর জন্য আপনি system settings>startup and shut down>Grub2 bootloader অপসনে যান এবং ডিফল্ট এন্ট্রি হিসাবে যেকোন একটি সিলেক্ট করুন।

Level 0

@ joy vai ami broadband use kori ar ami to isp ar office thaka namaisi ar ami ata vm ware a install korta pari nai live lsalaita parsi

    Level 0

    @ujjalbs: আপনি এখন হার্ডডিস্কে ইন্সটল করুন। একটি ext4 (12-20 gb) এবং swap 2gb পার্টিশন করে। খুব সহজ। বুঝতে অসুবিধা হলে ফেসবুকে জানাবেন

@ জয় ভাই :
আমি গ্রমীনফোন এর Huawei EG162G মডেম ব্যবহার করি ।
এই মডেম উবুন্টু, লিনাক্স মিন্টে খুব ভালোই চলে ।নেটরানারে কিভাবে এই মডেম ব্যবহার করবো বুঝতে পারছি না ।
নেটরানারে কিভাবে এই মডেম কানেক্ট করবো ?
সাহায্য করলে খুবই উপকৃত হোতাম ।

    Level 0

    @সুফিয়ান আহমেদ: খুব সহজে কানেক্ট করতে পারবেন। প্যানেলে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে ম্যানেজ কানেকশনে ক্লিক করুন ।একটি উইন্ডো আসবে, কানট্রি বাংলাদেশ, নেটওয়ার্ক ওপারেটর সিলেক্ট করুন, ডিফল্ট রেখে এপল্যায় করুন। IPv4 ট্যাবে অটোমেটিক ppp0 সিলেক্ট করুন।

Level 0

all nice…….

    Level 0

    @atiq_adil: আপনাকে ধন্যবাদ।

Level 0

tq……….

http://hostwisely.com/wp-content/uploads/2010/07/mac-os-x1_620x388.jpg
ম্যাক ওএর ডেস্কটপ এর মত নেটরানার ডেস্কটপ এর লুক দেয়া যাবে কি ?
যদি যায়, তবে কিভাবে করা যাবে বিস্তারিত বর্ণানা করে সাহায্য করুন ।

    Level 0

    @সুফিয়ান আহমেদ: প্রত্যেক অপারেটিং সিস্টমের একটি নিজস্ব সুন্দর্য আছে। তাই আমার মতে সেগুলো উপভোগ করা উচিৎ। ম্যাক এর ডক এর মত যদি ব্যবহার করতে চান তাহলে cairo-dock ইন্সটল করুন এবং থিম হিসাবে ম্যাক ওএসএক্স ব্যবহার করুন। ম্যাক এর মত কোন ওএস ব্যবহার করতে চাইলে পেয়ার ওএস http://pearlinux.fr/ ব্যবহার করুন। ধন্যবাদ

Level 2

@Joy: Thanks a lot…

নেটরানার ৪.২ তে .ডেব ফাইল এবং .sh (ব্যাশ) ফ্‌ইল ইনস্টল করতে পারছি না ।
http://www.mediafire.com/?q4ds82y186uywlq থেকে
ttf-bangalunicode_0.1b.zip ডাউনলোড করি ।
এর ভিতরের ব্যাশ ফাইলে ডাবল ক্লিক করলে, রান না হয়ে,টেক্সট আকারে ওপেন হয় ।
কিভাবে নেটরানার ৪.২ তে ব্যাশ ফাইল টি রান করবো?
নেটরানারে ফাইলগুলোর ইনস্টলেশানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করলে খুবই উপকৃত হোতাম ।

    Level 0

    @সুফিয়ান আহমেদ: খুব সহজে ডেব ফাইল ইন্সটল করতে পারবেন। এর জন্য আপনাকে .ডেব ফাইলে রাইট ক্লিক করে ওপেন উইথ qapt করবেন অথবা একটি ফোল্ডারে সব ডেব ফাইল রেখে সিনাপটিক প্যাকেজ ম্যানেজার চাল করে File> add downloaded package এ ক্লিক করুন উক্ত ফোল্ডার দেখিয়ে দিন, এপ্লায় করুন। ফন্ট ইন্সটলের জন্য যেকোন একটি ফন্টের উপর ডাবল ক্লিক করুন। এর পর ইন্সটল নাউ করুন। পার্সোনাল করুন। তাহলে ইন্সটল হবে। এর পর home এ যেয়ে হিডেন ফাইল শো (alt+.)করুন। .fonts নামে একটি ফোল্ডার থকবে তাতে সব ফন্ট পেষ্ট করুন। উক্ত ফাইল আনজিপ করুন এর পর .tar.bz2 এক্সট্রাট করুন তাতে সব ফন্ট দেখা যাবে। উপরের নিয়মে ইন্সটল করুন। ধন্যবাদ।

Level 0

linux ভীতি কি আর এমনি কাজ করে ? উবুন্টু ইন্সটল দিলাম ১২,০৪ এখন ইন্টারনেট ইউজ করতে পারছি না ল্যান খুজে পাচ্ছে না কি করে কি করবো তাও বুজতে পারছি না অনেক চেষ্টা করলাম পারলাম না পারলে একটু হেল্প করেন [email protected]