"লিনাক্স" নামটা শুনলেই কেমন কেমন ভয় জাগে মনে। না জানি কি হয়। কত কঠিন! আমি পারবো তো! ইত্যাদি ইত্যাদি। বন্ধুগন অত ভয় পাওয়ার করন নেই। একবার লাইভ চালিয়েই দেখুন না কেন, আশা করি মন থেকে ভ্য় দুর হবে।
আজকে আপনাদের কে যে লিনাক্স ডিস্ট্রো সম্পর্কে আলোচনা করবো তার নাম নেটরানার ওএস (http://www.netrunner-os.com)। এটি কুবুন্টুর উপর ভিত্তি করে বানানো। অর্থাৎ এর ডিফল্ড ডেস্কটপ ইনভাইরনমেন্ট হচ্ছে kde। এর অসাধারন সুন্দর্য, প্রচুর কাষ্টমাইজ অপসন, প্রয়োজনিয় সফটওয়ার, কঠিন সিকিউরিটি একজন ব্যক্তিকে ভাল লাগাবেই। তাছাড়া এটি এখন পর্যন্ত ভাইরাস/ ম্যালওয়ার মুক্ত। তাই ব্যবহার করুন নিশ্চিন্তে।
আসুন কিছু স্ক্রিনশট দেখে নেই।
রয়েছে অজস্র widgets যা ডেস্কটপে রাখতে পারেন।
রয়েছে ৩ডি ডেস্কটপ ব্যবহারের সুবিধা
আসুন দেখে নেই কি কি সফটওয়ার এখানে বিল্ডইন ভাবে দেয়া আছে।
অত লিখতে গলে আমার হাত ব্যাথা করবে তার চেয়ে গুরুত্বপুর্ন সফটওয়ার গুলোর নাম দিচ্ছি
অর্থাৎ সাধারনের ব্যবহার করার জন্য যা প্রয়োজন তার সবকিছুই এতে আছে। যদি আরও কিছু লাগে তাহলে সফটওয়ার সেন্টার তো আছেই, মার্ক/ এপ্লাই করলেই হয়ে গেল।
বুজলাম ভাল যদি সমস্যায় পড়ি তবে কে সাহায্য করবে? ভয় নেই রয়েছে শক্তিশালী কমিউনিটি (http://forum.linuxdesh.org)। সবার সাথে আলোচনা করতে চাইলে ফেসবুক তো আছেই জয়েন করুন http://www.facebook.com/groups/linux.loverz গ্রুপে।
তা কোথায় পাওয়া যায়? হাঁ আপনার আশেপাশে হয়তো পাবেন না আপনি http://www.netrunner-os.com অয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারেন একেবারে বিনামূল্যে। অথবা আপনার আশেপাশে কারও কাছে থাকলে নিতেপারেন আইএসো, ডিভিডি ডিস্ক, দুরে হলে কুরিয়ার সার্ভিস তো আছেই, সামান্য কিছু খরচ করলেই পাওয়া যায়।
এছাড়া এটি লাইভ চালানো যায় অর্থাৎ ডিভিডি ডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ড, হার্ডডিস্ক ইত্যাদি বুটেবল করে চালানো যায়। ইন্সটল করা একদম সহজ কাজ। পরবর্তী আলোচনায় দেখাবো কি করে ইন্সটল করা যায়।
কিছু মানুষ পুরাতনকে আকড়ে ধরে রাখতে পছন্দ করে, তাই তারা অনেক কিছুর স্বাদ থেকে বঞ্চিত হয়।
আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chemistry (M.Sc)
সুন্দর হইছে ভাই ….