লিনাক্স বনাম উইনডোজ: কিছু বিতর্ক

আসসালামু আলাইকুম। টেকটিউনসে এটি আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি।
শুরুতেই একটি কথা বলে নেই। আমার এ টিউনের উদ্দেশ্য কারও ধারনাকে খাটো করা না। বরং নিজের ধারনাকে প্রকাশ করা।
লিনাক্স নিয়ে অনেক কথা শুনি। কিন্তু কখনই জানা হয়নি লিনাক্স জিনিসটা কি। প্রচণ্ড আগ্রহ থেকে উবুন্টু ১২.০৪ উইনডোজ ৭ এর সাথে ডুয়েল ইন্সটল করলাম।
এরপর প্রথম যে সমস্যায় পরলাম, তা হল সফটওয়্যার ইন্সটল।
পরে বুঝতে পারলাম, লিনাক্স এ সফটওয়্যার ইন্সটল উইনডোজ এর মত এত সোজা না যে exe ফাইল টা ডাউনলোড করে ক্লিক করলাম আর হয়ে গেল। ইন্টারনেট এ সফটওয়্যার এর যে debian pack পাওয়া যায়, এতে সব information থাকে না। সেই debian ফাইল টি ক্লিক করলে সহজেই ইন্সটল হবে ঠিক আছে, কিন্তু এর জন্য অবশ্যই নেট এ কানেক্টেড থাকতে হবে। কারন সফটওয়্যারটি ইন্সটল হওয়ার সময় প্রয়োজনীয় কিছু ফাইল নেট থেকে নিয়ে নেয়। যার নেট নেই, তার লিনাক্স চালানো একটা দুঃস্বপ্নের মত। এর চেয়ে মরে যাওয়া ভাল।
আমি বাংলালায়ন ব্যাবহার করি। অনেক কষ্টে বাংলালায়ন দিয়ে নেট কানেক্ট করলাম। এরপর বাকি ব্যাপারগুলা কিছুটা সহজবোধ্য হয়ে গেল।
আমার টিউনের বিষয় এগুলো নয়। এবার মূল প্রসঙ্গে আসি।
সব অপারেটিং সিস্টেমেরই কিছু ভাল ও খারাপ দিক আছে। আমি এখানে উইনডোজ ও লিনাক্স এর মধ্যে কিছু তুলনা করছি। এখানে কোন অপারেটিং সিস্টেমকে হেয় করা আমার উদ্দেশ্য না।

প্রথমে বলে নেই, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কোন কিছুকে অপারেট বা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা কি অপারেট করব? মূলত কম্পিউটারে আমরা দুটি জিনিসকে  অপারেট করে থাকিঃ
১. ফাইল সিস্টেম (ফোল্ডার তৈরি করা, ড্রাইভ এ জিনিসপত্র রাখা, কপি পেস্ট করা, পার্টিশন করা ইত্যাদি)
২. এপ্লিকেশন (সফটওয়্যার ইন্সটল করা,সফটওয়্যার চালানো ইত্যাদি)
এখন সাধারন কাউকে যদি প্রশ্ন করা হয়, কোন অপারেটিং সিস্টেমটা ভাল? সে যদি বুদ্ধিমান হয় তবে উত্তর দিবে, যে অপারেটিং সিস্টেম দ্বারা উপরোক্ত দুটি কাজ সহজে করা সম্ভব সেটাই ভাল।
আর যদি প্রশ্নটা Advanced কাউকে করা হয়, তার উত্তর হতে পারে এইরকম, যেটা দ্বারা উপরোক্ত দুটি কাজ নিরাপদে ও সহজে সম্ভব সেটা ভাল।

প্রথমে নিরাপত্তার কথায় আসি।

লিনাক্স উইনডোজের চেয়ে অনেক বেশি নিরাপদ। কারন এতে কোন ভাইরাস আক্রমণ করে না। আর আক্রমণ করবেই বা কিভাবে? কারনঃ
১. বর্তমানে উইনডোজ ব্যাবহারকারীর সংখ্যা ৮৫% এর উপরে। বেশিরভাগ মানুষই windows user. তাহলে ভাইরাস প্রস্তুতকারকরা কেন উইনডোজ বাদ দিয়ে লিনাক্স এর জন্য ভাইরাস প্রস্তুত করবে যার ব্যাবহারকারীর সংখ্যা অনেক কম? অদূর ভবিষ্যতে যদি লিনাক্স ব্যাবহারকারীর সংখ্যা উইনডোজকে ছাড়িয়ে যায়, তবে অবশ্যই লিনাক্স এর জন্য ভাইরাস তৈরি হবে।
২. একথা সত্য যে, microsoft এর সিকিউরিটি আসলেই দুর্বল। সেদিক থেকে লিনাক্স শক্তিশালী।

এবার সহজবোধ্যতার কথায় আসা যাক। কোনটি বেশি user friendly?

আমার মতে উইনডোজ। এখানে লিনাক্সপ্রেমিরা একটি কথা প্রায়ই বলে থাকেন, "আপনি উইনডোজে অভ্যস্ত,লিনাক্স এখন প্রথম ব্যাবহার করছেন,তাই জটিল মনে হচ্ছে। আপনি যখন উইনডোজ প্রথম ব্যাবহার শুরু করেছিলেন, তখন কিন্তু ঐটা জটিলই ছিল।" তাদের উদ্দেশে বলতে চাইঃ
আপাতদৃষ্টিতে কথাটা ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা নিরপেক্ষভাবে বিবেচনা করে দেখুন। নতুন কেউ যদি কমপিউটার চালানো শুরু করে, এবং দুটি অপারেটিং সিস্টেমই তাকে ব্যাবহার করতে দেয়া হয়, কোনটিতে অভ্যস্ত হতে কম সময় লাগবে? আমার মতে উইনডোজ। আপনি নিজের উপরেই পরীক্ষাটা করে দেখতে পারেন। ধরুন আপনি অপারেটিং সিস্টেমের কোন একটা বিষয় কিভাবে পরিবর্তন করতে হয় জানেন না। আপনি কি করবেন? অবশ্যই google এ সার্চ দিবেন। এরপর google এ পাওয়া সমাধান অনুযায়ী কাজ করবেন। আপনি ব্যাপারটা দুটি অপারেটিং সিস্টেমের উপরই প্রয়োগ করে দেখতে পারেন, লক্ষ্য করবেন কোনটিতে সমাধান সহজে হয়। বলতে দ্বিধা নেই, উইনডোজে যতটা সহজে হবে, লিনাক্স এ তা হবে না।
আমি একটা উদাহরন দেই। আপনি যদি না জানেন কিভাবে উইনডোজের theme পরিবর্তন করতে হয়,তাহলে google এ how to change windows 7 theme লিখে সার্চ দিন। লিনাক্সেও একই পদ্ধতি প্রয়োগ করুন। দেখুন কোনটাতে সুফল দ্রুত আসে।

আবার অনেক লিনাক্সপ্রেমি বলেন, "লিনাক্স কিন্তু উইনডোজ না, এটি মাথায় রাখতে হবে।" তাদের উদ্দেশে বলছি, হ্যাঁ কথাটা ঠিক আসে। লিনাক্স অবশ্যই উইনডোজ না, তাই বলে কি লিনাক্স উইনডোজের চেয়ে বেশি user friendly হতে পারে না? লিনাক্স বের হয়েছে উইনডোজের পরে। সেক্ষেত্রে লিনাক্স প্রস্তুতকারকদের অবশ্যই একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, কারা পরবর্তীতে লিনাক্সে আসবে (১. পূর্বে উইনডোজ ব্যাবহারকারিরা।এবং ২. নতুনরা )। অপারেটিং সিস্টেমকে user friendly করতে হলে এদের উভয়ের সুবিধার বিষয়টিই দেখতে হবে। মনে রাখা প্রয়োজন, নতুন অপারেটিং সিস্টেম মানেই শুধু নতুন একটা interface সৃষ্টি করা নয়, বরং interface টি যেন আগের অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে বেশি user friendly বা upgrated হয়, তাও দেখতে হবে।

লিনাক্সে কিছু কাজ কঠিন করে দিয়েছে linux terminal window. কিছু কাজ দরকারি কাজ terminal এ command prompt ছাড়া করা কঠিন। যেমন, লিনাক্স system folder এ কোন কিছু  সহজে paste করা যায় না। আগে আপনাকে permission পরিবর্তন করতে হবে।এজন্য terminal window তে একটা কমান্ড লিখে password দিয়ে system folder টি খুলতে হবে, তারপর কাজটি করতে পারবেন।

আপনি যদি বর্তমানে সিকিউরিটির কথা বিবেচনা করেন, তাহলে হয়ত আপনার জন্য লিনাক্স ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মানুষই প্রাধান্য দেয় user friendly-র ব্যাপারটা। এবং একথাটা অনস্বীকার্য, লিনাক্স উইনডোজের তুলনায় মোটেই user friendly না।

অনেকে হয়ত লিনাক্স কে prefer করে থাকে তার একমাত্র কারন, এটি ফ্রি। এটি অবশ্যই ভাল একটা কারন। কিন্তু একটি বার চিন্তা করুন, আপনি যদি ভাল কিছু পেতে চান, আপনার তোঁ এর বিনিময়ে কিছু দেওয়াই উচিত। একটা processor কিনতে গেলেও তোঁ ৮০০০+ টাকা লাগে, একটা genuine windows কিনতে ১০০০০ টাঁকা খরচ করতে পারবেন না? আর এটির লাইসেন্স মেয়াদ সারাজীবন।

free product কি paid product এর চেয়ে ভাল হতে পারে না? অবশ্যই পারে। যেমন, notepade++,vlc player ইত্যাদি। কিন্তু বাস্তব সত্য এই, লিনাক্স এর মধ্যে পড়ে না। লিনাক্স ডেভেলপাররা কেন যে একে উইনডোজের চেয়ে user friendly করেনি, এটি একটি বিস্ময়। হয়ত ভবিষ্যতের version গুলোতে করবে। কিন্তু যতদিন তা না করবে, ততদিন কোনভাবেই লিনাক্স ব্যাবহারকারীর সংখ্যা উইনডোজকে ছাড়িয়ে যেতে পারবে না,আমার বিশ্বাস।

Level 2

আমি অর্ধ শূন্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 196 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একমত 🙂

ঠিক বলেছেন। যে অপারেটিং সিস্টেম ইউজার ফ্রেন্ডলি, সেটাই সবাই গ্রহণ করবে। তবে লিনাক্স উইনডোজ থেকে বেশি সিকিউর।

ধরা যাক, আমার শহরে বিরাট এক মিষ্টি ব্যবসায়ী আছেন – শ্রীমান বিলমদন ঘোষাল। মিষ্টি ব্যবসা করে তিনি প্রভূত অর্থের মালিক হয়েছেন, তার নামে অনেক দাতব্য সংস্থাও আছে। উনার মূল প্রতিষ্ঠান মাইক্রোমিষ্টান্ন ভান্ডারের সুনাম চারিদিকে, শহরের ৮০% লোকই উনার দোকানের মিষ্টি কেনে। উনি চড়া দাম যেমন রাখেন, আবার জিনিসও দেন প্রিমিয়াম মানের। মাঝে মধ্যে কেউ কেউ মাইক্রোর মিষ্টিতে সহজে পোকামাকড় ধরে যায়, বেশিদিন ফেলে রাখা যায়না এই ধরণের অভিযোগ করে বটে, কিন্তু জিনিসটা বেসিকালী ভালোই।

আবার ধরি, আমাদের শহরে আছেন আরেক মিষ্টি সমঝদার ড: মো: লিউনুস তোরভাহল্ডস – তিনি খুব প্রতিভাবান, নোবেলটোবেলও পাইতে পারেন বলে কানাঘুষা শোনা যায়। উনার আবার ব্যবসা বাণিজ্যে তেমন একটা খেয়াল নাই, মাঝেমাঝেই ফ্রি মিষ্টি বানিয়ে সবার মাঝে বিতরণ করেন।

আবার ধরি, কিছু সংখ্যক চোরাকারবারি বিলমদনের মাইক্রোমিষ্টি চোরাবাজারে বিক্রি করছে। যে মিষ্টি বিলমদনের দোকানে ৫০০০ টাকা কেজিতে কিনতে হয়, সেটা শহরের ইস্টার্ণ চোরাইমার্কেটে ৫০ টাকাতেই কিনতে পাওয়া যায়।

আরো ধরি, আমি সামান্য এক মানুষ। বিলমদনের মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু অত টাকাও নেই যে সরাসরি দোকান থেকে অরিজিনাল মিষ্টি কিনে খাবো। তাই একদিন লোভে পড়ে কালোবাজার থেকে এক কেজি মিষ্টি কিনে নিলাম।

বাড়ি যাবার সময় রাস্তায় দেখি ড: লিউনুসও তার গনু/জিপিএল ব্র্যান্ডের মিষ্টি বিলাচ্ছেন সাধারণের মাঝে। আমি পেটুক মানুষ, না করতে পারলাম না। লিউনুসের দোকান থেকেও এক হাড়ি তুলে নিলাম।

যাকগে, বাসায় ফিরে মজা করে দুই হাড়ি থেকেই মিষ্টি খেলাম।

খেয়াল করলাম, ৫০০০ টাকার মিষ্টি যেটা আমি ৫০ টাকায় এনেছি, সেটা সেরা মানের ক্রিম, ঘি, দুধ দিয়ে বানানো। বাক্সটিও চকচকে, ফয়েলটয়েল রিবনফিবন কত কি লাগানো। দেখলেই চোখ জুড়িয়ে যায় আহ হা! হাজার হোক ৫০০০ টাকা দামের মিষ্টি (যদিও আমি ৫০ টাকায় দাও মেরেছি তাতে কি?)।

আবার, মাগনা পাওয়া লিউনুস সাহেবের গনু ফ্যাক্টরীর মিষ্টিও যথেষ্ট ভালোই। তবে এতে বিলমদনের মিষ্টির মত এত ছাম্মাকছাল্লু ধামাকাদার কিছু নাই। চাছাছোলা টাইপের বেসিক মিষ্টি, কোন এক্সট্রা ফ্লেভার নাই। মোড়োকটাও দেখতে একটু ম্যাড়মেড়ে। তবে, জিনিসটা ১০০% খাটি। লিউনুস সাহেব নিজের শ্রম দিয়ে গাটের পয়সা খরচ করে মানুষের মাঝে বিনামূল্যে বিলাচ্ছেন, খাটি হবারই কথা।

আমার প্রয়োজন ছিলো খালি পেট ভরার। সেটা বিলমদনের প্রিমিয়াম মিষ্টি এবং লিউনুসের ওপেন মিষ্টি দু’টোই মেটাতে পেরেছে ১০০%, কোন সন্দেহ নেই।

আবারও ধরি, বিকেলে বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় গিয়ে দেখি বিলমদনের মিষ্টি আর লিউনুসের ফ্রী মিষ্টির সাপোর্টারদের মাঝে তুমুল তর্কবিতর্ক চলছে। যারা বিলমদনের পক্ষে বলছে, তাদের অবস্থাও আমার মতই – তারা বেশিরভাগই আমার মত চোরবাজার থেকে ৫০ টাকায় মিষ্টি কিনে খায়।

একটু ফাপড়ে পড়ে গেলাম, দুই দোকানের মিষ্টিই আমার পছন্দ।

তো প্রশ্ন হলো, এখন আমার কি করা উচিত? চোরবাজার থেকে কেনা মিষ্টির গুণ গাইবো (হাজার হোক বিলমদনের মিষ্টি খেয়েছি), আর লিউনুস সাহেবের বিনামূল্যের মিষ্টির বদনাম করবো? নাকি অন্য কিছু করা উচিত?

সেখানে আপনি থাকলে কি করতেন? আপনার কাছেই প্রশ্ন রাখলাম…;D

– মন্তব্য বাই ইনভাব্রাস | লিংক

Level 2

@মিনহাজুল হক শাওন ভাই এর মন্তব্য আসলেই অসাধারন। ধন্যবাদ। তার গল্প টি পড়ে ভাল লাগল।
তার প্রশ্নের উত্তরে বলতে চাই। বিলমদনের মিষ্টি হোক,চোরবাজারের মিষ্টি হোক, আর লিউনুসের ফ্রী মিষ্টি হোক, মিষ্টি মিষ্টিই। যেকোনো মিষ্টিই আমাদের পেট ভরানোর ক্ষমতা রাখে, তাই কোন মিষ্টিরই বদনাম করা উচিত না। তবে যেকোনো মিষ্টিরই বৈশিষ্ট্য বা গুণাবলী প্রকাশ করতে গেলে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করা উচিত, মূল্যের দিকে তাকিয়ে করা উচিত নয়। আর তর্ক-বিতর্ককারীর কে ফ্রি মিষ্টি কিনছে,কে প্রিমিয়াম কিনছে, আর কে চোরাইবাজার থেকে কিনছে, তা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এসব ব্যাপার তো আর কোন মিষ্টির গুণাবলীকে বাড়াতে বা কমাতে পারবে না। তাই তর্কের মধ্যে এগুলো আনা উচিত নয়।
বাকিটা জনগনের ব্যাপার। জনগন মিষ্টির স্বাদ, ফ্লেভার ও মিষ্টির দাম সবকিছু হিসাব করে যেটা তার কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেটাই খাবে।

টিউনার কে বলছি ভাই জানেন তো এডিসন কে?মহান সেই আবিস্কারক ও বিজ্ঞানী ২০০০+ বারের চেস্টায় বাল্ব বানিয়েছেন।লিনাক্সও এমন করেই আগাবে।আর লিনাক্সেরও গ্রাফিক্যাল ইন্টারফেস আছে আর সেটা যথেষ্টই USER FRIENDLY

আর সবচাইতে বড় কথা কেউ পড়ালেখার সুযোগ পেয়েও যদি গর্ব করে আমি টিপসই দিতে জানি তাহলে সেটা নিয়ে আমাদের কিছু করার নেই।লিনাক্স এমন একটা ফ্রীওয়ার যেখানে হাজার হাজার ডেভেলপার নিজের ইচ্ছায় এটাকে ডেভেলপ করে যাচ্ছে প্রতিনিয়ত।সেখানে আপনার মত ২ একজন এটা ব্যবহার না করলে কিচ্ছু আসে যায় না।শুভকামনা আপনার প্রতি মাইনাচ আপনার ভুল ধারনার প্রতি

Level 0

আসলে এসব বিষয় নিয়ে বিতর্ক করা ঠিক না। উইন্ডোস ও ভালো লিনাক্স ও ভালো।
আমার মতে প্রযোক্তিতে আমরা পিছিয়ে থাকলে চলবে না। একজন ছবি প্রিন্টারকে যখন ভাঙ্গা একটি দোকানে পটোশফের কারিশমাতিতে মোবাইলের ছবিকে নিখুত ডিজিটাল প্রিন্টিং করে টাকা রোজগার করতে দেখি, খুব ভাল লাগে একটা অসহায় গরিব বেকারের কর্মসন্থান হলো। অথচ সে ছিনতাইকারিও হতে পারত।
আর আমরা নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণের জন্য আরেকজনকে চোর, বাটপার ডেকে থাকি।

Level 2

@Ochena Balok কে বলছি

১. “লিনাক্সও এমন করেই আগাবে।” হ্যাঁ, আমিও কথাটা বিশ্বাস করি। কিন্তু এই আগানোর পথে আমি আপনি যদি সমালোচনা না করি এবং ভুলগুলো ধরিয়ে না দেই, তাহলে আগানোটা কি আরও দ্রুত হবে না দেরি হবে?একটা কথা মনে রাখতে হবে, উপকারি বন্ধু সেই,যে তার বন্ধুর শুধু তোষামোদই করে না, তার সমালোচনাও করে।
২. “লিনাক্সেরও গ্রাফিক্যাল ইন্টারফেস আছে আর সেটা যথেষ্টই USER FRIENDLY।” কথাটা ঠিক আছে। কিন্তু
আমি মনে করি, উইনডোজ লিনাক্সের চেয়ে বেশি USER FRIENDLY।
৩. “লিনাক্স এমন একটা ফ্রীওয়ার যেখানে হাজার হাজার ডেভেলপার নিজের ইচ্ছায় এটাকে ডেভেলপ করে যাচ্ছে প্রতিনিয়ত।” কথাটা তো আপনি আমি জানি। কিন্তু সাধারন মানুষ তো আর এইটা দেখবে না। তারা দেখবে কোনটাতে তারা comfort feel করে।

অবশেষে বলছি।

আমার মত ২ একজন এটা ব্যবহার না করলে হয়ত কিচ্ছু আসে যায় না, কথাটা সত্যি। কিন্তু বাস্তবতা হল এই, শুধু আমার মত ২ একজন না, ৮৫% কমপিউটার ব্যাবহারকারিই বর্তমানে লিনাক্স ব্যাবহার করে না। হয়ত এতেও কারও কিচ্ছু আসে যায় না।

শুভকামনা রইল।

Level 0

আমার মত একটু ভিন্ন, তা হল লিগাল আর ইলিগাল (বৈধ আর অবৈধ)। প্রথমে আমার কাছেও জটিল লেগেছিল বাট এখন ইজি হয়ে গেছে।

Level 0

kowsar89 ভাই আপনাকে ধন্যবাদ। আপনি কিছুটা একপেশে তথ্য দিয়েছেন। হা ডেস্কটপ ব্যবহার কারির সংখ্যা এখন পর্যন্ত বেশি তাই বলে সবসময় তাই থাকবে এমন কোন কথা নয়। আপনি হয়তো জানেন সুপার কম্পিউটার+ সার্ভার জগতে উইন্ডোজের অবস্থান ২০% এর নিচে সেখানে লিনাক্স এর অবস্থান ৮০-৯০%। আপনি কি বলতে পারেন বর্তমানে মোবাইল ডিভাইসে সবচেয়ে কোন ওএস এগিয়ে? হা আমি এন্ড্রয়েড এর কথা বলছি যেখানে উইন্ডোজের অবস্থান খুবই নিচে। তাহলে আপনি কি বলবেন।
আপনার হয়তো চা খাওয়ানোর গল্পটা মনে আছে প্রথমে বিনামুল্যে খাওয়ানো শুরু করেছিল আর এখন! উইন্ডোজ আমাদের সতর্ক বানি পাঠিয়েছে যে আর তারা ফ্রি খাওয়াবেনা ২০১৩-২০১৪ থেকে। তখন কি করবেন?
মাঝাড়ি ধরনের একটি কম্পিউটারের দাম প্রায় ৩৫০০০/-৪০০০০/- এর মধ্যে। আর সফটওয়ার এর দাম
উইন্ডোজ- ১৬০০০/- প্রায়
অফিস ——৪০০০০/- প্রায়
ফটোশপ—–৮০০০/- প্রায়
তাহলে মোট খরচ কত আসে?
আপনি তৈরি তো?
আপনি হয়তো জানেন না অফলাইনে লিনাক্স সফটওয়ার ব্যবহার করা যায়। এক কম্পিউটারের ইন্সটল করা সফট অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় কিন্তু উইন্ডোজে তা ভাবায় যায়না।
আর সিকুইরিটির কথা বলছেন উইন্ডজে তা চিরকাল নিম্নমানের থাকবে কারন তাতে থার্ডপার্টি সফটওয়ার ব্যবহার করতে হয়। কিন্তু লিনাক্সে সফটওয়ার সেন্টার আছে তা থেকে আপনার প্রয়োজনিয় ফাইল মার্ক এপ্পাই করলেই চলে।
এখন যেমন প্রত্যেক বাড়িতে ডিসের লাইন আছে তেমনি আর কিছুদিনের মধ্যে প্রত্যেক বাড়িতে ইন্টারনেট লাইন থাকবে
তখন হয়তো আপনার কাছে লিনাক্স বেশি ভাল লাগবে।ক্লাউড কম্পিউটিং সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে লিনাক্সে তাই হয়তো বাজারে টিকে থাকতে এখন উইন-৮এ তা ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ যে খারাপ তা বলছিনা টাকা দিয়ে কিনে ব্যবহার অনেক ভাল। কিন্তু চুরি করে ব্যবহার করে বড় গলায় কথা বলা মানে হচ্ছে …………………………..
ডোন্ট মাইন্ড

Level 0

torko – bi korko ta valoi laglo, kisu valo bariye ashe ai khan thake ,

kisu info janlam linux somporke

Linux sompor k aro kisu tutorial post korle valo hoy

    @mithushan:টেক্টিউন্স এ লিনাক্স লিখে একটা সার্চ করেন অনেক পাবেন।

সবার মন্তব্য পরলাম ……ভালই জমছে……।।আমার মন্তব্ব সুনেন—
আমি windows 8 release preview ব্যবহার করি…………। মনে হয় লিনাক্স না use করলেও চলবে…।।

Level 2

@Ochena Balok
লিনাক্স এর নিন্দা করছি না। আমার উদ্দেশ্য ছিল দুটোর তুলনা করা, তাই করছি, নিজের দৃষ্টিকোণ থেকে। আর এটি করতে গেলে ভাল মন্দ কিছু বের হয়ে আসবেই।

আমি নিজেও চাই সাধারন মানুষ লিনাক্স ব্যাবহার করুক। আবার এটাও চাই লিনাক্স আরও সহজ হোক।

লিঙ্কটা এইখানেঃ
http://www.w3schools.com/browsers/browsers_os.asp

Level 2

@Joy ভাই, মন্তব্যর জন্য ধন্যবাদ। হ্যাঁ কিছুটা একপেশে তথ্য আমি দিয়েছি, কিন্তু আমার তথ্যগুলো সবই ডেস্কটপ নির্ভর, অন্য কিছুর জন্য নয়। সার্ভার এ লিনাক্স ব্যাবহার করাটাই যুক্তিযুক্ত, কারন এতে অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে, নিরাপত্তা এখানে সবার আগে।

Windows 7 Home Premium—————$119.99(প্রায় ১০,০০০ টাকা)
Office Home and Student 2010———-$119.99(প্রায় ১০,০০০ টাকা)

আমি এখানে টাকা বা মূল্যের কথা বলতে আসি নাই। মূল্যের কথা বাদ দিয়ে দুটির দোষগুণ বিশ্লেষণ করাই আমার উদ্দেশ্য ছিল। যদি মূল্য হিসাব করেন, তবে লিনাক্স ই preferable.

অফলাইনে লিনাক্স এর কোন সফটওয়্যার ইন্সটল করার যদি কোন সোজা উপায় থাকে, জানালে উপকৃত হতাম। আমি সবচেয়ে নির্ভরযোগ্য যে উপায়টি পেয়েছি টা এই লিঙ্ক থেকেঃ
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5752
এটা নিয়ে একটা টিউন করা যেতে পারে।

Level 0

আসলে কউসার ভাই Linux এর মজাটা এখনো পাননি। Linuxএর নতুন সকল ইউজারই প্রথমে এমন ভাবে। যদি ধৈর্য্য ধরে কিছুদিন ব্যবহার করেন তবে নিজেই বুঝবেন Linux এর মজা।

offline linuxএর জন্য আপনি Linux MInt ব্যবহার করতে পারেন।
যদি চোখ ধাধানো graphics চান তবে Fedora best.
আর হেল্পএর কথা যদি বলেন তবে Linuxএর জন্য আপনি linux forum পাবেন।এখন linuxএর জন্য বাংলা forum ও আছে।

কাওসার৮৯ মনে হয় লিনাক্স না চালাতে পারার রাগটা টিউন করে ঝারলেন *******

Level 2

লিনাক্স চালাতে পারছি না, কথাটা ভুল। তবে মজাটা আসলেই পাইনি

Level 2

আরেকটি সমস্যা আবিস্কার করলাম, লিনাক্স এ ফায়ারফক্স আপডেট করার সহজ কোন সিস্টেম নাই। ফায়ারফক্স এর লেটেস্ট ভার্সন এর tar.bz ফাইল থেকে ইন্সটল করার সহজ উপায় কি ? (গ্রাফিকাল ইন্টারফেস এ )

আশাকরি লিনাক্স ব্যবহারকারীরা সমাধান দেবেন

    @kowsar89: দুটো অপারেটিং সিস্টেম সম্পুর্ন আলাদা। ব্যক্তিগতভাবে গত ৬ বছর ধরে ডেস্কটপে লিনাক্স ব্যবহার করি। ল্যাপিতে আর নেটবুকে লাইসেন্স করা উইন্ডোজও ছিল। এখন উইন্ডোজ অনেক কঠিন লাগে। তবে এমন অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশনও আছে যেখানে শুধুমাত্র নতুন সফটওয়্যারটা টেনে একটা নির্দিষ্ট ফোল্ডারে ফেলে দিলেই ইনস্টল শেষ (ম্যাকেও নাকি এরকম করা লাগে বলে শুনেছি): যতদুর জানি ডেবিয়ান না সেগুলো।
    যা হোক, যেহেতু আমি নিজে কোনো সফটওয়্যারের ভেতরের কারুকাজ তেমন জানিনা, তাই বিশ্বাসযোগ্য ৩য় পক্ষ সেটা নিরীক্ষা করে ছাড়লেই নিজের সিস্টেমে দুশ্চিন্তামুক্তভাবে নিতে পারি। এই নিরীক্ষা শুধুমাত্র সফটওয়্যারটা যে দুষ্টামী করে তথ্য চুরি বা গোয়েন্দাগিরী করবে না সেটাই নয়, এটা আমার সিস্টেমের সাথে মিলে মিশে থাকবে সেটা নিশ্চিত করাটাও জরুরী। তাই রিপোজিটরীতে না থাকলে সেইটা নেয়ার সাহস দেখাই না খুব একটা।
    আমি ফায়ারফক্সের পুরাতন ভার্সন ব্যবহার করতে বেশি আগ্রহী, কিন্তু আমার সিস্টেমে চলে ১৩.০.১ 🙁 । নতুন ভার্সনে ইউটিউবের ভিডিও মেমরিতে খুঁজে পাওয়া যায় না — লিমিটেড ব্যন্ডউইড্থে আবার ডাউনলোড করা বড়ই পেইনফুল।

Level 0

For Much More About Linux visit the site : http://www.itjagat.com
or,
http://itjagat.com/category/linux/

ke bolse windows free te pawa jai na . (dreamspark & MDLN e account thaklei jothesto ) ….
but je karone linux use kore comfort feel kori ta hocche varsity te continuous flash drive use er fole virus attack & newbie der sudhui pc gutanor hat theke laptop er hefajot … in technical way stable platform , no sudden crash , developing made easy … using minimum resource

অনেক বছর পর নিজের পোস্টে নিজেই কমেন্ট করলাম। মজার ব্যাপার হল আমি নিজেই এখন ফুলটাইম লিনাক্স ইউজার(১+ বছর )