কিছুদিন আগে Humble Indie Bundle হয়ে গেল। সেখানে Amnesia ছাড়া বাকি চারটি গেম(Limbo, Bastion, Psyconuts ও আরেকটি গেম) লিনাক্সের জন্য প্রথমবার রিলিজ করা হয়। এছাড়া Unity3D গেম ইঞ্জিন ও তাদের পরবর্তী ভার্সনে লিনাক্স সাপোর্ট দিচ্ছে। আর এই গেম ইঞ্জিন ব্যবহার করে তৈরি হচ্ছে Wasteland 2 নামের গেমটি।
Wasteland 2 হচ্ছে post-apocalyptic(বড় ধরনের বিপর্যয়ের পর গড়ে ওঠা কোনো সভ্যতা) role-playing গেম। এটি ডেভেলপ করছে inXile Entertainment এবং এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে রিলিজ পাবে। গেমটির সম্ভাব্য রিলিজ ডেট অক্টোবর ২০১৩। এটি ১৯৮৮ সালে রিলিজ হওয়া Wasteland গেমের সিক্যুয়েল এবং Fallout সিরিজের গেমগুলোর সাথে এর কিছুটা মিল আছে।
গেমপ্লেঃ
Wasteland 2 হবে টার্ন-বেসড ও পার্টি-বেসড রোল-প্লেয়িং গেম। সাথে থাকবে tactical combat । পার্টি মোডে সাতজন নিয়ে খেলা যাবে। এদের মধ্যে চারজনকে নিয়ন্ত্রন করা যাবে, যাদের Ranger বলা হবে আর বাকি তিনজন থাকবে নন-প্লেয়েবল ক্যারেক্টার হিসেবে। Ranger দের কাস্টোমাইজ করা যাবে এবং প্লেয়ারদের skill, appearance, statistics বেছে নেওয়ার ওপর Ranger দের ব্যক্তিত্ব, তাদের আচরন নির্ভর করবে।
গেমটি রিলিজ পাবে আগামী বছরের অক্টোবর মাসের দিকে। আশা করি সবাই খেলবেন।
আরো বেশকিছু গেম ডেভেলপার তাদের গেমের লিনাক্স ভার্সন বের করবেন/ করতে পারেন। সেগুলো সম্পর্কে অন্য কোনোদিন আলোচনা করা হবে।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গ্রাফিক্স তো জটিল! রিলিজ পাওয়ার অপেক্ষায় রইলাম। শেয়ারের জন্য ধন্যবাদ 🙂