উবুন্টু ১২.০৪ অথবা ১১.১০ এ যেভাবে ফ্লাশ ফাইল(SWF) দেখবেন,তৈরি করবেন, কভার্ট করবেন এবং একটি বোনাস

 

নেক দিন পর ব্লগিং করতে বসলাম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন। এখন আমরা দেখব যেভাবে ফ্লাশ ফাইল গুলো উবুন্টুতে চালাব। এর জন্য একটা সফটওয়ার ব্যাবহার করব। যার নামঃ SWFTools  । আমার দেখা ফ্লাশ ফাইল চালানোর জন্য সব থেকে ভালো প্রোগ্রাম।  এই টুলের ভিতর যা যা পাবেনঃ

  • PDF2SWF- এটি একটি কনভার্টার। পিডিএফ ফাইল কে ফ্লাশ ফাইলে রুপান্তর করে। শুধু টেক্সটই না, পিডিফ এর ভিতর ইমেজ,টেবিল, ইত্যাদি সহ SWF বানিয়ে ফেলে। 😀
  • SWF Combine- একটি মাল্টিফাংশন টুল যার মাধম্যে ফ্লাশ ফাইল থেকে Wrapper SWFs, Concatenating SWF, stacking SWFs
  • SWFStrings- SWF থেকে টেক্সট ডাটা স্ক্যান করে।
  • SWF Dump- ফ্লাশ ফাইল থেক ইমেজ,টেক্সট, সাউন্ড  ইত্যাদি সংরক্ষন করা যায়।

এ ছারাও রয়েছেঃ ইমেজ থেকে ফ্লাশ কনভার্টার, ফ্লাশ ফাইল বানানোর টুল, ফন্ট কনভার্টার ইত্যাদি ইত্যাদি। ।

এটি ইন্সটল করতে টার্মিনাল ওপেন করুনঃ

sudo add-apt-repositroy ppa:guilhem-fr/swftools

sudo apt-get update

sudo apt-get install swftools

 

ব্যাস, হয়ে গেল ইন্সটল। এর পরও না বুজলে তাদের অফিশিয়াল ডকুমেন্ট পড়ে দেখতে পারেন।

 

________________বোনাস_______________

রুট(root) একসেস ছাড়াই সফটওয়্যার ইন্সটল করুনঃ জিরো ইন্সটল ইঞ্জেক্টর দিয়ে।

উবুন্টুতে বেশিরভাগ সফট ইন্সটল করতে রুট একসেস এর প্রয়জন হয়। সাধারনত এটি করা হয় সিকুরিটির জন্য। এখন যদি এটা আপানার কাছে বিরক্তিকর হয়ে থাকে তাহলে জিরো ইন্সটল ইঞ্জেক্টর নামক সফটওয়্যার ব্যাবহার করতে পারন। এর জন্য টার্মিনাল ওপেন করে লিখুনঃ

sudo apt-get install zeroinstall-injector

 

 

 

ধন্যবাদ। আজ এ প্রজন্তই। ভালো লাগলে লাইক দিনঃ এখানে

 

 

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স ও উবুন্টুর বেশি বেশি জানতে চাই।

আমার এখানে এপোলোর মেক মিনি আছে যেটা সে এপোলোর পোগ্রাম দেয়া আছে। কিন্তু এটা আমি পাল্টাতে পারি না । এটা পালটিয়ে লিনাক্স দেয়া যাবে না।