আরওজি যেফ্রাস, অ্যাসুস এর লিমিটেড এডিশন গেমিং ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড

Asus Laptop সবসময়ই খুব জনপ্রিয় একটি নাম। Zephyrus ফ্যামিলির ল্যাপটপগুলো বিগত কয়েক বছর ধরেই খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

আজকে আমরা কথা ROG Zephyrus G14 (AW Edition) GA401QEC-K2064T এই ল্যাপটপটি কে নিয়ে। ল্যাপটপটি জনপ্রিয় Norwegian DJ ALAN WALKER এর সাথে কোলাব্রেশন করে বানানো হয়েছে যা লিমিটেড এডিশন এবং মাত্র ২০০০ ইউনিট পুরা বিশ্বে পাওয়া যাচ্ছে। গ্রে কালারের ফিনিশিং দেওয়া এই ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১০ যা আপনি চাইলে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করতে পারবেন।

এএমডি রাইজেন ৯ ৫৯০০এইচএস প্রসেসরটি এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে যা ৮ কোর এবং ১৬ থ্রেড বিশিষ্ট। বুস্ট মোডে এই প্রসেসর এর ক্লক স্পিড ৪.৬ গিগাহার্টজ পর্যন্ত উঠে থাকে।

১৪ ইঞ্চি WQHD আইপিএস প্যানেল ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপে যার রেজ্যলুশন ২৫৬০x১৪৪০। ডিসপ্লেটির ডিসিআই-পি৩ :১০০% এবং এতে রয়েছে এডাপ্টিভ সিংক।

যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ অবশ্যই এর রিফ্রেশ রেট অন্যান্য সাধারন ল্যাপটপ থেকে অনেক বেশি। আসুসের এই গেমিং ল্যাপটপটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা যেকোন কম্পিটেটিভ গেমে একজন গেমার কে শার্প এবং এক্যুরেট ফ্রেম দিবে প্রতি সেকেন্ডে।

১৬ জিবি ডিডিআর৪ মেমোরি পাচ্ছেন র‍্যাম হিসেবে, যা আপনি ভবিষ্যতে ২৪ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পাবেন।

৪ জিবি জিডিডিআর৬ ভির‍্যাম বিশিষ্ট আরটিএক্স ৩০৫০টিআই ব্যবহার হয়েছে ল্যাপটপটির জিপিইউ হিসেবে। এই জিপিইউটি ROG BOOST মোডে ক্লক স্পিড ১৫৮৫ মেগাহার্টজ পর্যন্ত উঠে থাকে। এই জিপিইউ দিয়ে আপনি এই ল্যাপটপে হাই সেটিংসে যেকোন লেটেস্ট গেম ল্যাগ ছাড়াই খেলতে পারবেন।

ল্যাপটপের একটি বিশেষ ফিচার হচ্ছে এতে রয়েছে Anime Matrix ডিসপ্লে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের টপ সার্ফেসে যেকোনো কাস্টম এনিমেশন সেট করতে পারবেন।

আই/ও পোর্ট এ থাকছে ১ টি ৩.৫ মি.মি. কম্বো অডিও জ্যাক, একটি এইচডিএমআই ২.0বি, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি, ২ টি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ সি যা সাপোর্ট করে ডিসপ্লেপোর্ট / পাওয়ার ডেলিভারি/জি-সিংক.।

এছাড়াও ল্যাপটপে রয়েছে এআই নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি বিল্ট ইন মাইক্রোফোন এবং ডলবি এট্মস সাপোর্টেড ২.৫ ওয়াটের ২ টি স্মার্ট এমপ টেকনোলজির স্পিকার।

গেমিং ল্যাপটপগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে কিন্তু ROG Zephyrus G14 এই ল্যাপটপটির ওজন মাত্র ১.৭০ কেজি। যা সহজেই যেকোন কোথাও আপনি বহন করতে পারবেন।

যেহেতু এটি একটি AW (Alan Walker) Edition ল্যাপটপ, তাই ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন একটি ROG X AW sleeve, একটি ROG X AW cap এবং একটি ROG X AW socks

ল্যাপটপটি গেমার ছাড়াও যারা মিউজিক প্রোডাকশন এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্যও এটি খুব পার্ফেক্ট একটি সলিউশন।

ASUS ROG Zephyrus G14 (AW Edition) GA401QEC-K2064T ল্যাপটপটির বর্তমান মূল্য ১৫৭, ০০০ টাকা।

ল্যাপটপটি আপনি পেয়ে যাচ্ছেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যেকোনো শাখায় এবং ডিলার হাউজে।

Level 0

আমি তানভীর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস