আসুস এর A15 সিরিজটির ল্যাপটপ ক্রয়ের পূর্বে যে জিনিসগুলো আপনার জেনে নেওয়া দরকার?

কোন জায়গায় যাওয়ার পূর্বে যেমনি আমরা জায়গাটা সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়ার সিদ্ধান্ত নেই যাতে করে ট্রিপটি নষ্ট না হয়ে যায়, ঠিক তেমনিভাবে মোটা টাকা খরচ করে কোন ডিভাইস হোক ল্যাপটপ কিংবা মোবাইল বা ডেস্কটপ কেনার ক্ষেত্রেও আমাদের প্রয়োজন একটু যাচাই করে নেয়া। কারন একদিকে যেমন বাজেটের ব্যাপার আছে, অন্যদিকে আছে অভ্যস্ত হবার। যদি আপনি উচ্চক্ষমতাসম্পন্ন কোন ডিভাইস কেনার কথা ভেবে থাকেন, তবে এই টিউন আপনাকে সহয়তা করবে সেরা ডিভাইসটি খুঁজেঁ পেতে।

আজকে আমরা কথা বলব আসুসের বাজেট ফ্রেন্ডলি  Asus Tuf a15 সিরিজটিকে নিয়ে। এই সিরিজটি তার দুর্দান্ত ফিচার এবং মূল্যের কারনে নজর কেড়েছে অনেক ক্রেতাদের। চলুন দেখি নেওয়া যাক কি রয়েছে এতে এবং কেন এই ল্যাপটপ সিরিজটি ক্রেতারা পছন্দ করতেছেন।

১. শক্তিশালী গেইম খেলা, লাইভ স্ট্রিমিং, এডিটিং

শক্তিশালী গেইম খেলা, লাইভ স্ট্রিমিং, এডিটিং করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বেশ স্বাচ্ছন্দবোধ করেছেন বলে জানা গেছে। রাইজেন ৫ বা ৭ বা ৯ থাকায় সব কিছু বেশ স্মুথলি কাজ করে। AMD Ryzen™ 7 4800H Mobile Processor (8-core/16-thread, 12MB Cache, 4.2 GHz max boost), AMD Ryzen™ 9 4900H Mobile Processor (8-core/16-thread, 12MB Cache, 4.4 GHz max boost) এবং AMD Ryzen™ 5 4600H Mobile Processor (6-core/12-thread, 11MB Cache, 4.0 GHz max boost) এই তিনটি প্রসেসরের সাথে পাবেন। বর্তমানে ৭ এবং ৯ মডেলের ল্যাপটপ বেশি জনপ্রিয়। এ ক্ষেত্রে দামের কিছু তারতম্য ঘটবে।

২. ল্যাগিংলেস একদম লেটেস্ট গ্রাফিক্সকার্ড

একদম লেটেস্ট গ্রাফিক্সকার্ড থাকায় ল্যাগিং হয় না। অন্যদিকে রিফ্রেশ রেট এবং ফ্রেম রেট অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ ভালো। NVIDIA® GeForce RTX™ 2060, 6GB GDDR6
NVIDIA® GeForce® GTX 1650 Ti, 4GB GDDR6, NVIDIA® GeForce® GTX 1660Ti, 6GB GDDR6, NVIDIA® GeForce GTX™ 1650, 4GB GDDR6 এই গ্রাফিক্স কার্ডগুলো আপনার সুবিধা মত একটি বেছে নিতে পারেন।

৩. একবার চার্জ দিলে দীর্ঘক্ষণ ব্যাটারী ব্যাকাআপ

একবার চার্জ দিলে ব্যাটারী ব্যাকাআপ সাধারন ভাবে ১২ থেকে ১৩ ঘন্টা ভিডিও দেখার ক্ষেত্রে। ব্রাউজিং কিংবা গেম খেলার পাশাপাশি নিজের টুকিটাকি কাজের ক্ষেত্রে স্থায়িত্ব কম বেশি হতে পারে। ৭ থেকে ৮ ঘন্টা ব্যাক আপ পাবেন যদি অফিশিয়াল টুকিটাকি কাজ করেন। তবে একটানা কাজ না করলে ব্যাটারির মেয়াদ বৃদ্ধি পাবে।

৪. দুর্দান্ত  ১৫ ইঞ্চির ও বেশি ও 144Hz রিফ্রশ রেট ডিসপ্লে

ডিসপ্লে ১৫ ইঞ্চির ও বেশি হওয়াতে কাজের সুবিধা আছে। 144Hz রিফ্রশ রেট থাকার জন্য মুভি দেখা বা অন্য কাজে বেশ ভালো আনন্দ পাবেন। আর গেমিং এর জন্য এফ পি এস রেট তো দুর্দান্ত। যেমন অন্যতম জনপ্রিয় গেম জি টি এ ৫ এর ক্ষেত্রে এফ পি এস রেট ১১৭। যা অন্য অনেক ডিভাইসের চাইতে বেশি।

৫. প্রয়োজন মত পোর্ট এবং ড্রাইভার

পোর্ট এর ক্ষেত্রে দেখা আয় আজকাল ল্যাপটপগুলো তে পোর্টের সংখ্যা কম রাখার চেষ্টা করা হয়। সে তুলনায় এই ডিভাইসে প্রয়োজন মত পোর্ট এবং ড্রাইভার আছে। প্রতিটি প্রয়োজনীয় পোর্ট এবং ড্রাইভার আপডেটেড থাকায় ডিভাইস চালাতে কোন ধরনের সমস্যা দেখা যায় নি এখন পর্যন্ত। সব মিল্যে প্রায় ৬ থেকে ৭ টি প্রয়োজনীয় পোর্টের দেখা পাবেন এই ডিভাইসটিতে।

৬. ৭২০ মেগা পিক্সেল ক্যামেরা

ক্যামেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। কারো মতে ক্যামেরা বেশ ভালো, কারো মতে ৭২০ মেগা পিক্সেল বলা হলেও এর মান অতটা ভালো না। লাইফ স্ট্রিমিং এর ক্ষেত্রে ছবি বা ভিডিও তুলনামূলক কম রেজুলেশন এর হওয়াতে ভিজুয়াল এর ক্ষেত্রে কেউ কেউ কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন। এই ক্যামেরার রেসুলেশন এই ডিভাইসের পয়েন্ট কিছুটা কমিয়ে দিতে পারে।

৭. বড় আর স্বাছন্দ্যময় কিবোর্ড আর টাচ প্যাড

১৫ ইঞ্চির ল্যাপটপের সাথে মিল রাখতেই এই ডিভাইসে আছে বেশ বড় আর স্বাছন্দ্যময় কিবোর্ড আর টাচ প্যাড। গেম খেলার ক্ষেত্রে হাতের মুভমেন্ট বেশ দ্রুত রাখা প্রয়োজন। অর্থাৎ বেশ হেভী ইউজ হয়, এই হেভী ইউজের ক্ষেত্রে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও এই কি বোর্ড ব্যবহারে গেমাররা এখন পর্যন্ত কোন ধরনের অসুবিধা ফেইস করেন নি। এটা অনেক বড় একটা গুণ।

৮. নয়েজ ফ্রি, বিল্ট ইন অডিও মাইক্রোফোন এবং স্পিকার

অডিও এর ক্ষেত্রে পাবেন বিল্ট ইন মাইক্রোফোন এবং স্পিকার। লাইভ স্ট্রিমিং, গেমিং, অনলাইন মিটিং এর ক্ষেত্রে সাউন্ড পাবেন একদম নয়েজ ফ্রি। অন্যদিকে ডিস্প্লেতে প্রয়োজনীয় সব সুবিধা থাকার দরুন বাফার ফ্রি, ল্যাগ ফ্রি আর ক্লিন স্ক্রিনে মুভি দেখতে পারবেন।

৯. অতিরিক্ত মেমরি সংযোজনের জন্য আলাদা স্লট

নিজের সুবিধা অনুসারে একদিকে যেমন র‍্যাম বা রম বাড়াতে পারবেন, অন্যদিকে মেমরি ও প্রয়োজন মত সংযোজন করতে পারবেন। অতিরিক্ত মেমরি সংযোজনের জন্য এই ল্যাপটপে একটি আলাদা স্লট রয়েছে। এতে করে ডিভাইসের উপর বাড়তি কোন ধরনের প্রেশার পড়ে না। যেটা অবশই প্রশংসনীয়।

১০. উইন্ডোজ ১০ প্রো ও উইন্ডোজ ১১

উইন্ডোজ ১০ প্রো এর সাথে এলেও উইন্ডোজ ১১ ব্যবহারে কোন সমস্যা হয় না, যেহেতু এই ডিভাইসের কনফিগারেশন বেশ উচ্চমানের।

কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করলাম, যদিও এর বাইরে আরো অনেক সুবিধা এবং অসুবিধা আছে। যেমন সবাই একমত যে এত উচ্চমানের ডিভাইসে কোন ধরনের বায়োমেট্রিক নিরাপত্তার সুবিধা নেই। এতে করে চুরি বা মিসইউজের ক্ষেত্রে বেশ রিস্ক থেকে যায়।

অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, কালার প্যানেলের ক্ষেত্রে কেউ কেউ কিছু অসুবিধা ফেস করেন। কারণ এটি কালার সেনসিটিভ নয়।

এই ডিভাইসের কালার, প্রসেসর, জিপিউ, র‍্যাম, স্টোরেজ, ব্যাটারি সব মিলিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন এবং আডগ্রেডেড এই গেমিং টেকনোলজির সাথে মানানসই। কোন কিছু শতভাগ পারফেক্ট হয় না, কিছু না কিছু কম বেশি থাকতে পারে। সব মিলিয়ে দাম এবং মানে এই ডিভাইস যে কোন কাজের জন্য যথেষ্ট, হতে পারে রেগুলার কিংবা বেশ ভারী ধরনের কাজ। আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলব অবশ্যই এটি একটি ভালো পছন্দ। তবে অবশ্যই ক্রয়ের এই রেঞ্জে থাকা অন্যান্য মডেলের সাথে তুলনা বা যাচাই করা নিবেন কতটুক অর্থযোগ্য এই ডিভাইটি আপনার জন্য। এতটা সময় সাথে জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত গুলো টিউমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।

-

MC Solution BD

Level 1

আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে বিজ্ঞাপণ দিন Techtunes ADs এর মাধ্যমে। আর পান ৩০০% এরও বেশি রেসপন্স।

বিশ্ব ব্যাপি ৫ কোটি+ কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি। টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড, কন্টেন্ট এড ও ভিডিও এড এর মাধ্যমে।

সুলভ মূল্যের অসংখ্য এডভার্টাইজমেন্ট প্যাক থেকে বেছে নিন আপনারটি। আপনার পছন্দমত BDT বা USD কারেন্সিতে পেপাল, ক্রেডিডকার্ড, বিকাশ এর মাধ্যমে মাত্র একক্লিকে Techtunes AD এর এডভার্টাইজমেন্ট কিনতে ক্লিক করুন Techtunes Buy.