বর্তমান এই বিশ্বে মানুষ বিভিন্ন ভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে ব্যাতিক্রমি নয় গেমার বা স্ট্রিমাররা। গত কয়েক বছরে গেমার বা স্ট্রিমারদের সংখ্যা রেড়েছে অধিক পরিসরে। এরই ধারাবাহিকতায় উন্নত হয়েছে এবং গেমিং টেকনোলজিও। কেউ কেউ শখের বসে গেমিং করে থাকে আবার কেউ এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। যার ফলে বেড়েছে গেমিং ডিভাইস এর সংখ্যা। টেক জায়েন্ট কোম্পানিগুলো এখন নজর দিচ্ছে এ গেমিং সেকটরটিতেও উদ্ভাবন করতেছে নিত্য নতুন এবং আরো উন্নত প্রযুক্তির গেমিং ডিভাইস। আজকে আমরা এমন একটি উন্নত গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলব যেটি Asus ROG Zephyrus G14। এই সিরিজটি তার দুর্দান্ত স্পেসিফিকেশন এবং সুলভ মূল্যর কারনে ক্রেতাদের পছন্দের শীর্ষ স্থানে নিজের জায়গা করে নিয়েছে।
চলুন দেখে কেন এটি সেরা এবং কি যাচাই করা দরকার?
যে কোন গেমিং ডিভাইস বা ল্যাপটপ ক্রয়ের পূর্বে সর্বপ্রথম যেই বিষয়টি দেখতে হয় তা হলো এই প্রসেসর সেকশনটি। কারন শুধুমাত্র ভুল প্রসেসর পছন্দের কারনে নষ্ট হয়ে যেতে পারে পুরো কম্বিনেশন এবং সম্পূর্ণ সেটআপ। তাই অবশ্যই ক্রয়ের পূর্বে বাজেট ওপর নির্ভর করে এবং গ্রাফিক্স এর সাথে মিল রেখে সেরা প্রসেসরটি বেছে নিতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক আজকের চমক Asus ROG Zephyrus G14 এর প্রসেসর সম্পর্কে। আসুস গেমিং ল্যাপটপ এর এই সিরিজটিতে ভেরিয়েন্ট এবং দাম বা মূল্য ভেদে ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন প্রসেসরও, এতে পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে Ryzen 7 4800HS থেকে Ryzen 9 5900HS এর মত শক্তিশালি প্রসেসর। সিরিজটির মধ্যে বহুল পরিচিত ভেরিয়েন্ট হচ্ছে Asus ROG Zephyrus G14 GA401Q ভেরিয়েন্টি যেটি আসছে Ryzen 7 5800HS প্রসেসর এর সাথে। রাইজেন শুরু থেকেই গেমিং সেক্টরটিতে খুব ভালো পারর্ফম করে আসছে। রাইজেন মানেই গেমিং কথাটি বললে ভুল হবে বলে আমি মনে করি। সুতরাং বলা যায় গেমিংয়ের ক্ষেত্রে এর বিকল্প নেই।
ল্যাপটপ ক্রয়ের পূর্বে যেই বিষয়টিকে সবচেয়ে গুরত্ব দেওয়া হয় তা হলো এই ফিচার এবং বাজেট। অবশ্যই প্রতিটি ক্রেতার যে কোনো ল্যাপটপ ক্রয়ের পূর্বে এই দুইটি ভালোভাবে বিবেচনা করে নিতে হবে কি ফিচার পাচ্ছি এবং এর দাম কতটা জাসটিফাই করে, চলুন এইবার আসুস গেমিং ল্যাপটপ এর এই সিরিজটিকে জাসটিফাই করা যাক। Asus ROG Zephyrus G14 সিরিজটি দেওয়া বিশাল ফিচার তালিকায় আকৃষ্ট হয়েছে অনেক ক্রেতা এবং এর প্রকাশিত মূল্য চমকে দিয়েছে অনেক ক্রেতাকেই। যদি আমরা এই সিরিজের সবচেয়ে আলোচিত সিরিজ অর্থাৎ Asus ROG Zephyrus G14 GA401Q এই ভেরিয়েন্টিতে দেওয়া হয়েছে Ryzen 7 5800HS Processor এর সাথে কম্বিনেশন ধরে রাখার জন্য এবং হাই গেমিং সার্পোট দেওয়ার জন্য এতে ব্যবহার করা হয়েছে NVIDIA GeForce RTX3050Ti যেটি সত্যিই অসাধারন একটি কম্বিনেশনি এবং এ ভেরিয়েন্টি প্রকাশিত মূল্য 168, 000৳ যা তুলনামূলক অনেক ভালো ওপশন এই ভেরিয়েন্টের কাছাকাছি থাকা অন্যান্য মডেল এর তুলনায়। তবে শুধুই ফিচার দেখেই মুগ্ধ হলে চলবে না ফিচার এর পাশাপাশি প্রধানকৃত মূল্য ও বিবেচনা করতে হবে এর কাছাকাছি থাকা অন্যান্য মডেল এর সাথেই তবে এই ভালো ক্রয় করতে সক্ষম হওয়া সম্ভব।
প্রসেসর এবং গ্রাফিক্স এর পর অন্যতম আরো একটি গুরত্বপূর্ণ বিষয় হলো ডিসপ্লে। বর্তমান বাজারে ভিন্ন ধরনের ডিসপ্লে দেখা যায় এগুলো মূলত দেওয়া মূল্যর উপর ভিত্তি করে। অবশ্যই একটি সফল ক্রয় করতে আপনার একটি ভালো ডিসপ্লেকে বেছে নিতে হবে। বর্তমানে বাজারে এক লক্ষ থেকে দেড় লক্ষ যেই ল্যাপটপগুলো রয়েছে সেগুলোতে FHD ডিসপ্লে ব্যবহার করতে দেখা যায় বেশিরভাগ ল্যাপটপগুলোতে সে দিক থেকে বিবেচনা করলে আসুস এর গেমিং ল্যাপটপের এই সিরিজটিতে মূল্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে ভিন্ন ধরনের ডিসপ্লে বিশেষ আলোচিত Asus ROG Zephyrus G14 GA401Q মডেলটিতে ব্যবহার করা হয়েছে FHD ডিসপ্লে যার মূল্য নির্ধারন করা হয়েছে 168, 000৳ টাকার যা এই রেঞ্জে আশা করা যায়। তবে মানুষ মাত্র একটু বেশি। তবে আমি মনেকরি এখানে OLED ডিসপ্লেটি দেওয়া হলে এটি আরো অধিক পরিসরে সাড়া পেত।
ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে এই ভুল সিদ্ধান্তটি সমস্যার কারন হয়ে দাড়াঁতে পারে আপনার জন্য। কারন ল্যাপটপ ক্রয় বা পিসি থেকে ল্যাপটপে যাওয়ার প্রধান একটি কারন ই হচ্ছে সহজে বহনযোগ্যতা। একটি পিসি কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কাজ করা সম্ভব নয়। যার কারনে এটির বিকল্প হিসেবে ল্যাপটপ বের করা হয়েছে। অবশ্যই আপনাকে একটি লাইটওয়েট ল্যাপটপ বেছে নিতে হবে যাতে করে আপনি সহজেই যেইকোনো জায়গায় নিয়ে যেতে বা ক্যারি করতে পারেন। এইবার আসা যাক আসুসের ROG Zephyrus G14 সিরিজটির ভেরিয়েন্টগুলো ১.৭০ - ১.৭২ কেজি এর মধ্যে যা ক্যারি করা সহজ বললে ভুল হবে না। তবে ১.৫০ কেজির মধ্যে থাকলে এটি আরো ভালো হত বলে আমি মনে করি।
সর্বশেষ এবং সবচেয়ে গুরত্বপূর্ণ যেই বিষয়টি তা হলো এই বাজেট নির্ধারণ। অবশ্যই যেকোন ল্যাপটপ ক্রয়ের পূর্বে আপনার বাজেটটি ঠিক করে নিতে কতটুক আপনি পে করতে সক্ষম এবং আপনার নিধারিত বাজেটের ওপর নির্ভর করে আপনার সেরা পন্যটি বেছে নিতে হবে। যদি আপনার বাজেট ১ লক্ষ থেকে ২ লক্ষ এর মধ্যে হয়ে থাকে তবে বর্তমান ল্যাপটপ বাজারে আপনার জন্য অনেক ওপশন রয়েছে তবে এই বাজেট এর সবচেয়ে বেশি উল্লেখিত আসুস গেমিং ল্যাপটপ এর ROG Zephyrus G14 সিরিজটি। যেটি আসার পর থেকেই অসাধারন ফিচার এবং বাজেট ফ্রেন্ডলি হওয়াই নজর কেড়েছে ক্রেতাদের। আপনার বাজেট এর উপর ভিত্তি করে সেরা ভেরিয়েন্টি আপনার বেছে নিতে হবে। ধন্যবাদ এতটা সময় সাথে থাকার জন্য, আপনাদের মতামত নিচে টিউমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।
-
সৌজন্যে: MC Solution BD
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।