একটা নেটবুক কিনতে চাই। hp, dell এর service ভাল লাগে নাই। asus এর configure ভাল লাগে নাই।
এসারের একটা অনেক পছন্দ হল। এসার ৭২২ bz608। এটা কেমন।
আমার ডেক্সটপ অনেক high configar এর।তাই এটা কিনতে চাই শুধু ইন্টারনেট ব্যবহার করতে। কারন ৫০০ ওয়াট পিসি দিন রাত চালালে কি পরিমান গরম হয় তা আপনারা জানেন। তাই আমর দরকার কম ওয়াটের নেটবুক। যার ব্যাক উপ টাইম ৭ /৮ ঘণ্টা। আর দীঘ্রখন চল্লেও কন সমস্যা হবে না। আর ৫০০ জিবি হাড্রদিস্ক থাকবে।
আথবা এই দামে আর কোনটা ভাল হবে।
কেউ কিনে থাকলে জানবেন।
আমি athalsten। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল, কিনতে পারেন।