একবিংশ শতাব্দীতে এসে অনেকেই অনলাইন গেমিং এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনলাইন গেম খেলা কে। আপনি যদি একজন প্রফেশনাল গেমার হন তবে প্রফেশনাল গেমিং এর জন্য প্রয়োজন শক্তিশালী ল্যাপটপ বা ডেস্কটপ। পাওয়ার হাউজ বলা হজাতীয় ও আন্তর্জাতিক বাজারে বেশ বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো প্রতিনিয়ত বাজারে আনছে একের পর এক শক্তিশালী গেমিং ল্যাপটপ। প্রতিটি টেক জায়ান্টের গেমিং ল্যাপটপ একে অন্যের চেয়ে সেরা।
আজকে আসুস গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলব। আসুসের সর্বাধিক বিক্রিত ল্যাপটপ হল আর ও জি আর টাফ সিরিজের গেমিং ডিভাইস। এর মধ্যে অন্যতম সেরা ডিভাইস হল Asus Rog Strix G15।
উচ্চমানের প্রসেসর, আপডেটেড অপারেটিং সিস্টেম, উন্নতমানের কি বোর্ড, শক্তিশালী গ্রাফিক্সকার্ড, দ্রুত চার্জিং ফ্যাসিলিটি, ব্যাটারি ব্যাক আপ তুলনামূলক বেশি ইত্যাদি কারনে গেমারদের পছন্দের তালিকায় আছে আসুস গেমিং সিরিজের এই ল্যাপটপ টি। এই ডিভাইস নিয়ে জানা অজানা সব কথা।
Asus Rog Strix G15 এর নতুন মডেলটি রিলিজ পেয়েছে এই বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে। ল্যাপটপটি রিলিজ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পায় ল্যাপটপ বাজারে এর প্রধান কারন হলো এতে দেওয়া দুর্দান্ত স্পেসিফিকেশন। ল্যাপটপটি রিলিজ হওয়ার পর থেকেই ল্যাপটপ বাজারে নিজের শক্ত অবস্থান এবং জনপ্রিয়তা দরে রেখেছে। এখন আমরা ভাবতে পারি যে কি বিশেষ স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য রয়েছে এই ল্যাপটপটির মধ্যে যার কারনে এর চাহিদা এত। এর চাহিদার কারন অনেকগুলোই রয়েছে তবে সেগুলোর সবচেয়ে বড় বা প্রধান কারন সেটি হলো এতে দেওয়া লেটেস্ট AMD Ryzen™ 9 5900HX এর শক্তিশালি প্রসেসর যা ক্রেতাদের মূল আকর্ষণ। এই ল্যাপটপটি তার দুর্দান্ত পারর্ফমেন্স এর মাধ্যমে খুব কম সময়ে মন জয় করে নিয়েছে ক্রেতাদের। যারা গেমার আছে অথবা গেমিংকে শখ বা পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের পছন্দের শীর্ষ তালিকায় সর্বদা এই ল্যাপটপটি থাকে। চলুন জেনে নিই কি বিশেষ ফিচার বা স্পেসিফিকেশন এতে রয়েছে যার কারনে এতটা জনপ্রিয়তা পেয়েছে ল্যাপটপটি।
Asus Rog Strix G15 এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Ryzen™ 9 5900HX এর প্রসেসর যার বেস ফিক্রোয়েন্সি 3.3 GHz এবং যা সর্বচ্চো 4.6 GHz পর্যন্ত এর ক্লকিং স্পিড এর দিকে লক্ষ করলেই বুঝে যায় কতটা অসাধারন প্রসেসরটি। শক্তিশালি এই প্রসেসরটিতে আপনার ছোট থেকে বড় যে কোন কাজই কোনো সমস্যার সম্মুক্ষীন হওয়ার কথা প্রশ্নই আসে না। ব্রাউজিং থেকে শুরু করে হেভি ইউজিং বা উচ্চমানের বা প্রফেশনাম গেমিং সবকিছুই অনায়েশে করা যাবে এই ল্যাপটপটিতে। যারা গেমার বা স্ট্রিমার আছে তারা ইতিমধ্যে এই প্রসেসরের ভক্ত হয়ে গেছে এর দুর্দান্ত পারর্ফমেন্স এর কারনে।
এই ল্যাপটপটির গ্রাফিক্স সেকশনে যুক্ত করা হয়েছে NVIDIA® GeForce RTX™ 3060 এর গ্রাফিক্স যা বলার অপেক্ষা রাখে না একটি দুর্দান্ত কম্বিনেশন। Ryzen™ 9 সাথে RTX™ 3060 এর এই কম্বিনেশনটি প্রতিটি গেমারই চাইবে নিজের করে নিতে। এই প্রসেসরটি নিয়ে পরিচয় করে দেওয়ার কিছু কারন প্রতিটি ল্যাপটপ ইউজার কম বেশি এই প্রসেসরটা সম্পর্কে জানে। তবে কিছু ফেক্ট রয়েছে যেগুলো জানা দরকার। প্রথমে গ্রাফিক্সটি CUDA Cores 3584 এর গ্রাফিক্স এবং এর টেনসর ১২০ কোরস তাছাড়া এর বুস্ট ক্লক স্পিড হলো 1.78 GHz এছাড়াও এর মেমোরি টাইপ GDDR6। এই গ্রাফিক্সটি গেমারদের গেমিং এক্সেপিরিয়েন্সকে নিয়ে যাবে এক অন্য মাত্রায়।
ডিসপ্লে হিসেবে এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির একটি FHD ডিসপ্লে যার রেজুশন রয়েছে (১৯২০ x ১০৮০) এছাড়াও ১৬:৯ এর রেশিওর এই এন্টি গ্লের ডিসপ্লেটি এছাড়াও এতে রয়েছে 300Hz এর রিফ্রেশরেট যা ভিজ্যুয়াল এবং ইউজিং অভিজ্ঞতাকে করে তুলবে আরো দুর্দান্ত। এক কথায় বলা যায় এটি একটি টপ ক্লাস ডিসপ্লে এই কম্বিনেশনের সাথে। তবে OLED থাকলে এটি হয়ে ওঠতো আরো আকর্ষণীয়।
এসব ছাড়াও এতে দেওয়া আছে 1TB M.2 NVMe™ PCIe® 3.0 SSD এর স্পেসএবং এর পাশাপাশি আছে 16GB DDR4এর Ram যা 32GB পর্যন্ত আপগ্রেড করা যাবে, যা অনেকটাই লিজিওন এর মতো এছাড়াও এই ল্যাপটপটিতে আরো রয়েছে Backlit Chiclet Keyboard কির্বোড এবং ডুয়েল স্টেরিও স্পিকার তাছাড়া এই ল্যাপটির ওজন 2.5 kg।
সকল দিক বিবেচনা করে এটি বলার অপেক্ষা রাখে না এই ল্যাপটপটা কতটা দুর্দান্ত ল্যাপটপ এই জেনারশনে। যদি আমার নিজস্ব মতামত তবে আমি বলব যদি আপনি গেমার অথবা হেভি ইউজার হন এবং আপনার বাজেট যদি এর কাছাকাছি হয় তবে আমি অবশ্যই এই ল্যাপটপটি নেওয়ার পরামর্শ দিব। তবে যদি আপনার যদি বাজেট কম হয় এবং মোটামুটি গেমিং এবং কাজ করতে পারলেই হবে তবে আমি এর অন্যান্য মডেলগুলি বিবেচনা করার পরামর্শ দিব। আপনাদের মতামত আমাকে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
সৌজন্যে: MC Solution BD
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।