প্রফেশনাল গেমিং এবং অফিসিয়াল কাজের জন্য যারা ভালো প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন আজকের লেখাটি তাদের জন্য। তিনটি ট্রেন্ডি ল্যাপটপ Asus ROG Zephyrus M16, Lenovo Legion 5 Pro এবং Microsoft Surface Laptop 4 নিয়ে আজকের আলোচনা। আজকে ল্যাপটপ তিনটির কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ পর্যালোচনা করা হবে এবং এ টিউন থেকে আপনি একটি পরিচ্ছন্ন ধারনা পাবেন যে কোন ল্যাপটপটি আপনার জন্য সেরা হবে এবং কেন হবে।
মূলত বরাবরের মত আমরা চেষ্টা করব গতানুগতিক ধারার বাইরে থেকে ল্যাপটপ তিনটি নিয়ে আলোচনা করতে। আজকের তারিখেও ইন্টারনেট এ সার্চ করলে আপনি অনেক তুলনামূলক লেখা খুঁজে পাবেন। তবে আজ আমি এই ল্যাপটপগুলি সম্পর্কিত বিশেষ কিছু দিক তুলো ধরবো এই টিউন এ। চলুন দেখে আসা যাক এই ল্যাটপগুলিতে কি বিশেষ দিকগুলি রয়েছে এবং কিসের কারনে এদের সেরাদের তালিকায় উল্লেখ করা হয়।
২০২২ সালে যে সকল ল্যাপটপ বাজরে সবথেকে বেশি বিক্রি হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই Asus ROG ZEPHYRS M16। এই ডিভাইসটি টোটালি একটি গেমিং বিস্ট বললে ভুল হবে না। কারন এতে গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়ে NVIDIA GEFORCE RTX এর লেটেস্ট জেনারেশন এর গ্রাফিক্স কার্ড।
ক্রেতাদের চাহিদা মেটাতে এবং বাজের অন্যন্য ল্যাটপের সাথে লড়াই করতে অবশ্যই নির্দিষ্ট ডিভাইস এ বেস্ট স্পেসিফিসেশন এবং আপগ্রেডেশন থাকাটা জরুরি। যার সব গুলোই Asus ROG Zephyrs M16 এর মধ্যে আপনি পাবেন।
বৈশিষ্ট্য সমূহ:
Core™ i9 - 12900H @ 12th Generation এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই Asus ROG ZEPHYRS M16 ল্যাপটপটিতে যার বেজ ফ্রিকোয়েন্সি 2.5 GHz with 25m Cache এবং সর্বোচ্চ 5.0 GHz. বেস্ট সেলিং ল্যাপটপ হবার পিছে সবথেকে বড় ভৃমিকা রাখে এই প্রসেসরযুক্ত কম্পিউটারকে। যা বাজারে বর্তামান সেরা।
ডিসপ্লে সেকশনে 165 Hz রিফ্রেশ রেট এর 16" আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিভাইস টিতে। গেমিং এর ক্ষেত্রে যা প্রতিটি গেমারকে নতুন এক গেমিং প্লার্টফর্মে স্বাগত জানায়। Asus তাদের নিজস্ব এই ডিসপ্লে এর নাম দিয়ে ROG Nebula Display.
এইসব আলাদা রেখে, আউট অব ত্যা বক্স Asus ROG Zephyrs M16 এ পাওয়া যাবে Windows 11 সাপোর্ট। সাথে সিকিউটি সেকশনে থাকছে Bios Adminstrator Password and User Password Protection এছাড়াও থাকছে Kensington Nano Security Slot™ এক্সট্রা ফিচার হিসেবে থাকছে Thunderbolt port display, 2TB M.2 NVMe @ 4 performance SSD, সাথে Asus এর নিজস্ব ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি.
এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য এখানে ভিজিট করতে পারেন Asus ROG Zephyrus M16 Price in Bangladesh
"The Independent News" নামের একটি নিউজ পোর্টালে Lenovo India Pvt Ltd এর একজন উচ্চ পদস্ত কর্মকর্তার একটি ইন্টারভিউ এর সময় তিনি বলেন ২০২১ এ Lenevo প্রতি মাসে গড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টি ল্যাপটপ ব্রিক্রি করেছেন। যা ২০২২ সালে এসে ২৪.৬% বৃদ্ধি পেয়েছে। এই সব সেলস স্ট্যাটস এর চার্টে একটি বিশাল জায়গা করে নিয়ে Lenovo Legion 5 Pro. বোঝাই যাচ্ছে এই Lenovo Legion 5 Pro এর চাহিদা বাজারে কেমন তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আপনি যদি এই রেঞ্জে থাকা অন্যান্য গেমিং ল্যাটপ এর দাম সম্পর্কে জানতে এখানে ভিজিট করতে পারেন Gaming Laptop Price in Bangladesh
২০২২ সালে এসে এই ল্যাপটপ রিসেন্টলি বের হওয়া ল্যাপটপের তুলনায় কেমন পারফর্ম করবে, স্পেসিকেশন এ কি আছে, এছাড়া Lenovo Legion 5 Pro এর সকল ভালো দিক নিয়ে আলোচনা করা যাক।
বৈশিষ্ট্য সমূহ:
গেমিং এর আকর্ষন বহুগুনে বাড়িয়ে দেয় একটি ভালো ডিসপ্লে প্যানেল এটা সকলেরই জানা। Lenovo এ ক্ষেত্রে কোন কার্পন্য কর নি। ১৬৫ Hz রিফ্রেশ রেটের 16" এন্টি গ্লেয়ার এর একটি ডিপ্লে প্যানেল দেখা যায় এই Lenovo Legion 5 Pro তে। যার পিক ব্রাইটনেস ৩০০ নিটস পর্যন্ত যায়। এবং সাথে থাকছে Dolby Visuon এর সাপোর্ট।
এর পরে যে বিষয়টি রিভিয়ারদের পছন্দের তালিকায় উপরের দিকে এনেছে এটি হলো Lenovo Legion 5 এর পারফর্মেন্স। বেস্ট পারফরম্যান্স এর জন্য এতে রয়েছে NVIDIA GeForce RTX 3070 8GB এর গ্রাফিক্স কার্ড।
কোন ল্যাপটপের ফিউচার প্রুফ করা খুবই জরুরি, ফিউচার প্রুফ বলতে এখানে ল্যাপটপের আপগ্রেডেশন অপশন বুঝানো হয়েছে। এতে ইউজাররা পাচ্ছেন Ram এবং স্টোরেজ উভয়ই আপগ্রেড অপশন, যা এক কথায় অসাধারণ।
এছাড়াও হার্ডওয়্যার কনট্রোল এর জন্য ল্যাপটপটি বেশ সারা ফেলে দিয়েছে ল্যাপটপ বাজারে, অন্যান্যরা যেখানে কম কম দিয়ে ইউজারদের অন্য রকম ট্রিট করছে সেখানে Lenovo Legion 5 Pro অসাধারন কিছু স্পেকস দিয়ে বাজর দখল করে নিয়েছে। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য এখানে ভিজিট করতে পারেন lenovo legion 5 & 5 pro price in bangladesh
Microsoft তাদের Sirface সিরিজের ল্যাপটপে সময় সময়ই একটা ক্লাসিক ফিল দেবার ট্রাই করে। যে কারনে তাদের এই সিরিজের সব ল্যাপটপ যথেষ্ট কমপেক্ট এবং ব্লাকি মনে হতে পারে অনেকের কাছে। মিড টু হাই রেঞ্জের ল্যাপটপ হলে অন্যান্যদের মত এতে পাচ্ছেন কিছু এক্সট্রা ফিচার সহ দুর্দান্ত পারর্ফমেন্স।
Microsoft Surface Laptop 4 এর সবথেকে সেলিং পয়েন্ট ছিল এর ভেরিয়েন্ট। আমার দেখা মতে একটি ল্যাপটপ মডেলের এত ভ্যারিয়েন্ট কখনও বাজের আসতে দেখা যায় নি। প্রায় ১৩ টি ভ্যারিয়েন্টের ল্যাপটপ পাচ্ছেন এই এক মডেলেই। হ্যা চোখ কপালে ওঠারই কথা। তো চলুন এই Microsoft Surface Laptop 4 এর বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা যাক। এই ল্যাপটপটি এবং মাইক্রোসফট এর অন্যান্য মডেলের দাম সম্পর্কে জানতে এখানে ভিজিট করতে পারেন Microsoft Surface price in Bangladesh
বৈশিষ্ট্য সমূহ:
Microsoft Surface Laptop 4 এর লাইটওয়েট আর স্ট্যাইলিশ লুক আপনার ল্যাপটপটিকে একটি ক্লাসি লুক দেয়।
ভালো ব্যাটারি লাইফ সাথে পাচ্ছেন Out of the Box Windows 11 এর সাপোর্ট। সিকিউরিটিতে যা আপনাকে অন্য রকম একটি পারফর্মেন্স দিবে।
ডিসপ্লে সেকশনে পাচ্ছেন অসাধারন একটি Sunny, Rezar-Sharp Screen With 3:2 স্পেক রেশিও। এবং সবথেকে ভালো দিক হচ্ছে এটির কাস্টম AMD সাপোর্ট যা সচরাচর দেখা যায় না।
গেমিং এর জন্য পারসোনালি সাজেশন চাইলে আমি বলব Asus এর দিকে যেতে। কারন স্পেসিফিকেশন এর দিকে দেখলে দুইটো সমানে সমান ধরা যায় কিন্তু তখনই আসে ব্রান্ড ভ্যালুর আমার কাছে অ্যাসুসের ব্যান্ড ভ্যালু ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে যথেষ্ট শক্তপোক্ত। আর যদি ক্লাসি বিজনেস টাইপ টুকটাক গেমিং এরকম ডিভাইস চান তবে নিঃসন্দেহে Microsoft Surface Laptop 4 হবে আপনার বেস্ট চয়েস। তবে সম্পূর্ণটাই আমাদের নিজস্ব মতামত। নিজের চাহিদা অনুযায়ী দেখে নিবেন কোনটি আপনি চাচ্ছেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।