আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাজারের সেরা তিনটি ট্রেন্ডি ল্যাপটপ নিয়ে।
ল্যাপটপ এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। স্কুল -কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, অফিস, কর্পোরেট প্রতিষ্ঠান সব জায়গাতেই এখন ল্যাপটপের ব্যবহার হচ্ছে। তাই একটি ভালো ল্যাপটপ এর প্রয়োজনীয়তা অনেক। একটি ভালো নির্বাচনের জন্য যে দিকগুলি আমাদের ভালোভাবে বিবেচনা করতে হবে:
আজকের এই পোস্টটি থেকে আমরা জানতে পারবো কেন এই তিনটি ল্যাপটপকে সেরা ল্যাপটপের তালিকা গন্য করা হয় এবং কোন ল্যাপটি আপনার জন্য সেরা হবে।
এটি আসুসের একটি অত্যাধুনিক gaming laptop। এটি খুব এ অয়েল বিল্ট কোয়ালিটির এবং এতে শক্তিশালী প্রসেসের ও ফীচার আছে। আসুস এ ল্যাপটপটি বাজার এ নিয়ে আসে ২০২২ সালে। চলুন এক নজরে এর কনফিগার এবং ফীচার গুলা দেখে আসি
প্রসেসর :ইন্টেল কোর i9-11900H প্রসেসর (24M cache, 2.50 GHz পর্যন্ত 4.80 GHz)
ডিসপ্লে :16-ইঞ্চি WQXGA (2560 x 1600), 16:10 অনুপাত, 165Hz, 500NITS, DCI-P3 100%, IPS-স্তর, 3ms প্রতিক্রিয়া, অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে
স্টোরেজ: 32GB DDR4 3200MHz RAM (16GB অনবোর্ড)
এসসডি :1TB PCIe G4 SSD
গ্রাফিক্স : ROG বুস্ট সহ NVIDIA GeForce RTX 3070 8GB GDDR6 গ্রাফিক্স 80W এ 1390MHz পর্যন্ত (ডাইনামিক বুস্ট সহ 100W)
অপারেটিং সিস্টেম; Windows 10
ব্যাটারী : 90WHrs, 4S1P, 4-cell Li-ion
এই ল্যাপটপটির দাম সর্ম্পকে বিস্তারিত জানতে গুগলে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারেন asus rog zephyrus m16 price in bangladesh
আপেল ২০২১সালের শেষ দিকে এসে নতুন করে ম্যাক বুক প্রো রিলিজ করে। চলুন এক নজরে দেখে আসি এ মিনি নোট বুক প্যাড গুলার ফিচারস ও কনফিগারেশন।
প্রসেসর: অ্যাপল M1 প্রো চিপ 10-কোর সিপিইউ
macOS বিগ সুর
স্ক্রিন সাইজ: 2-ইঞ্চি (14.2-ইঞ্চি সংস্করণেও উপলব্ধ)
ওজন : 4.7 পাউন্ড (2.1 কেজি)
মেমোরি: 16GB, 32GB অথবা 64GB MaX
স্টোরেজ : এতে রয়েছে 1TB এস.এস.ডি স্টোরেজ - (আপগ্রেড করা যাবে:(2TB, 4TB or 8TB)
ডিসপ্লে : লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, 3456 x 2234, 1, 600 নিট পিক উজ্জ্বলতা
ল্যাপটপটির বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে সার্চ করতে পারেন apple macbook pro price in bangladesh
মাইক্রোসফট কোম্পানি এর একটি নতুন ল্যাপটপ। একে ইন্টেল এভো প্লাটফর্ম এর আদলে ডিজাইন করা হয়েছে যা ইউসার দের আরো বেটার এক্সপেরিয়েন্স দেয় l অন্য কাজ করার পাশাপাশি এ ল্যাপটপ টি তে গেম ও খেলা যাবে।
চলুন এক নজরে এর কনফিগার এবং ফীচার গুলা দেখে আসি
প্রসেসর :ইন্টেল কোর i7-1185G7 কোয়াড-কোর 3 GHz (11 তম জেনার) প্রসেসর
মেমরি: 16GB Ram
স্টোরেজ: 1TB SSD
গ্রাফিক্স : ইন্টেল আইরিস Xe
ডিসপ্লে: 13" PixelSense™ ডিসপ্লে, 2880 x 1920(267 PPI), 120 Hz পয়েন্ট মাল্টি-টাচ
ক্যামেরা :উইন্ডোজ হ্যালো ফেস অথেন্টিকেশন ক্যামেরা (সামনের দিকে)
1080p ফুল HD ভিডিও সহ 5.0MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সামনের 1080p রিয়ার UHD 4K
ওজন : 775 g
ল্যাপটপটির দাম সর্ম্পকে বিস্তারিত জানতে সার্চ করতে পারেন microsoft surface pro 8 price in bangladesh অথবা লিঙ্কে ক্লিক করেও জানতে পারেন
এছাড়াও অনলাইনে সার্চের মাধ্যমে এই তিনটি ব্রান্ডের আরো মডেলের ল্যাপটপের বাজার মূল্য বা দাম বিবেচনা করতে পারেন, যেমন: asus laptop price in bangladesh
আমার মতামত :
উপরের সব দিকগুলি বিবেচনা করার পর এক কথায় বলা যায় কোনটার থেকে কম নয় তবে আমার দিক থেকে যেটা সেরা মনে হয়েছে সেটা হলো মাইক্রোসফট এর সারফেস ৮ ল্যাপটপটি। এই ল্যাপটপটি অন্য ল্যাপটপ এর তুলনায় এর কিছুটা কম দামে পাবেন এবং এটি দিয়ে অন্যান্য ল্যাপটপ এর মতো প্রায় সব কাজই অনায়েশে করতে পারবেন, এতে আপনি কাজ করার পাশাপাশি ভিডিও স্ট্রিমিং এবং হাই গ্রাফিক্স এর গেম ও খেলতে পারবেন। এর দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির অনলাইন মিটিং এর জন্য হেল্পফুল হবে। এটি খুব এ লাইট ওয়েইট তাই ক্যারি করা ও সহজ। তবে এর CPU টা Core i7 11 gen অন্যান্য ল্যাটপ থেকে কিছুটা পিছিয়ে থাকবে তবে সম্পূর্ণ দিক চিন্তা করে এটাই আমার সেরা মনে হয়েছে। আমাকে আপনাদের মতামত জানাবেন
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।